জয়নুল আবেদীন, সাঘাটা (গাইবান্ধা)
গাইবান্ধার সাঘাটায় বেহাল হয়ে পড়েছে ভন্নতের বাজার থেকে কাঠালতলী বাজার সড়কটি। সৃষ্ট খানাখন্দের কারণে রাস্তাটি যানবাহন চলাচলের অযোগ্য হয়ে গেছে। প্রয়োজনের তাগিদে চলাচল করতে গিয়ে জনসাধারণকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলার ভন্নতের বাজারসংলগ্ন সেতুর পাশ থেকে রাস্তাটি দক্ষিণে কাঠালতলী বাজার পর্যন্ত চলে গেছে। প্রায় ২০ বছর আগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ১০ ফুট চওড়া এবং প্রায় দেড় কিলোমিটার দৈর্ঘ্যের এ রাস্তাটি পাকা করে। পরবর্তীতে এটি আর সংস্কার করা হয়নি।
এই রাস্তা দিয়ে প্রতিদিন কচুয়া, ওসমানেরপাড়া, পাঠানপাড়া, সোনাতলা, চন্দনপাঠ, বড়াইকান্দি, ঝৈলতলা, গজারিয়া, কামালের পাড়া, গড়গড়িয়াসহ দুটি ইউনিয়নের বিভিন্ন গ্রামের লোকজন হাটবাজার ও নানা স্থানে যাতায়াত করেন। দীর্ঘ সময় ধরে রাস্তাটির সংস্কারকাজ না করার কারণে দিন দিন এর পাথর উঠে অসংখ্য ছোটবড় গর্তের সৃষ্টি হয়েছে।
বড়াইকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাইদুর রহমান বলেন, ‘এই রাস্তাটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ। বিভিন্ন গ্রামের লোকজন, কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এ রাস্তায় যাতায়াত করেন। রাস্তা ভাঙাচোরা হওয়ার কারণে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে।’
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আনোয়ার হোসেন জানান, এখান দিয়ে প্রতিদিন শত শত যানসহ অসংখ্য মানুষ চলাচল করে। রাস্তাটির পুরো অংশের পিচ নষ্ট হয়ে গর্তের সৃষ্টি হয়েছে। ফলে রাস্তাটি সব ধরনের যান চলাচলের জন্য অযোগ্য হয়ে পড়েছে। জরুরিভাবে এর সংস্কার হওয়া দরকার। তা না হলে আগামী বর্ষা মৌসুমে এর চেয়েও বেশি ক্ষতিগ্রস্ত হবে।
এ ব্যাপারে সাঘাটা উপজেলার উপসহকারী প্রকৌশলী হারুনুর রশিদের সঙ্গে কথা হলে তিনি জানান, রাস্তাটি সংস্কারে টেন্ডার এখনো হয়নি। কবে সংস্কার করা হবে তা তিনি সুনির্দিষ্ট করে জানেন না বলে জানান।
গাইবান্ধার সাঘাটায় বেহাল হয়ে পড়েছে ভন্নতের বাজার থেকে কাঠালতলী বাজার সড়কটি। সৃষ্ট খানাখন্দের কারণে রাস্তাটি যানবাহন চলাচলের অযোগ্য হয়ে গেছে। প্রয়োজনের তাগিদে চলাচল করতে গিয়ে জনসাধারণকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলার ভন্নতের বাজারসংলগ্ন সেতুর পাশ থেকে রাস্তাটি দক্ষিণে কাঠালতলী বাজার পর্যন্ত চলে গেছে। প্রায় ২০ বছর আগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ১০ ফুট চওড়া এবং প্রায় দেড় কিলোমিটার দৈর্ঘ্যের এ রাস্তাটি পাকা করে। পরবর্তীতে এটি আর সংস্কার করা হয়নি।
এই রাস্তা দিয়ে প্রতিদিন কচুয়া, ওসমানেরপাড়া, পাঠানপাড়া, সোনাতলা, চন্দনপাঠ, বড়াইকান্দি, ঝৈলতলা, গজারিয়া, কামালের পাড়া, গড়গড়িয়াসহ দুটি ইউনিয়নের বিভিন্ন গ্রামের লোকজন হাটবাজার ও নানা স্থানে যাতায়াত করেন। দীর্ঘ সময় ধরে রাস্তাটির সংস্কারকাজ না করার কারণে দিন দিন এর পাথর উঠে অসংখ্য ছোটবড় গর্তের সৃষ্টি হয়েছে।
বড়াইকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাইদুর রহমান বলেন, ‘এই রাস্তাটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ। বিভিন্ন গ্রামের লোকজন, কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এ রাস্তায় যাতায়াত করেন। রাস্তা ভাঙাচোরা হওয়ার কারণে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে।’
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আনোয়ার হোসেন জানান, এখান দিয়ে প্রতিদিন শত শত যানসহ অসংখ্য মানুষ চলাচল করে। রাস্তাটির পুরো অংশের পিচ নষ্ট হয়ে গর্তের সৃষ্টি হয়েছে। ফলে রাস্তাটি সব ধরনের যান চলাচলের জন্য অযোগ্য হয়ে পড়েছে। জরুরিভাবে এর সংস্কার হওয়া দরকার। তা না হলে আগামী বর্ষা মৌসুমে এর চেয়েও বেশি ক্ষতিগ্রস্ত হবে।
এ ব্যাপারে সাঘাটা উপজেলার উপসহকারী প্রকৌশলী হারুনুর রশিদের সঙ্গে কথা হলে তিনি জানান, রাস্তাটি সংস্কারে টেন্ডার এখনো হয়নি। কবে সংস্কার করা হবে তা তিনি সুনির্দিষ্ট করে জানেন না বলে জানান।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে