আরিফুল ইসলাম রিগান, কুড়িগ্রাম
কুড়িগ্রামে বৃষ্টিতে বোরো ধান নিয়ে বিপাকে পড়েছেন কৃষক। খেত ডুবে যাওয়ার আশঙ্কায় ধান কেটে নিলেও বিড়ম্বনা পিছু ছাড়েনি। দিনে আকাশ মেঘলার কারণে শুকাতে না পারায় ঘরে তোলা ধানে অঙ্কুর গজাতে শুরু করেছে। স্তূপ করা খড়ে পচন ধরেছে। ধান আর খড় নিয়ে হাহাকার চলছে কৃষক পরিবারে।
উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নের বর্গাচাষি নুর ইসলাম। ইউপির কুড়িগ্রাম-চিলমারী সড়কের পাশে শিংগিমারীতে অন্যের জমি বর্গা নিয়ে ধান চাষ করেছিলেন। বৃষ্টি থেকে রক্ষা পেতে ধান কেটে বাড়িতে আনলেও শুকাতে পারেননি। জমিতে থাকা খড় পানির নিচে থাকায় পচন ধরেছে। স্ত্রী বছিরনকে সঙ্গে নিয়ে তিনি সেই খড় পানি থেকে ডাঙায় তোলেন।
নুর ইসলামের স্ত্রী বছিরন বলেন, ‘বাবা, ধান কাটি ভাগ দিয়া যেখনা পাছি, তা-ও নষ্ট হবার ধরছে। বেশির ভাগত গাছ জালাইছে (অঙ্কুর গজিয়েছে)। পোয়াল (খড়) বেচেয়া যদিওবা কয়টা ট্যাকা পাইলং হয়, তা-ও পচি যাবার নাগচে। এবার কী খায়া থাকমো সেটায় চিন্তা নাগাচি। রোগা মানুষটা (নুর ইসলাম) কামও করবার পায় না।’
নুর ইসলাম বলেন, ‘কী করমো, কপাল খারাপ। জমিতে কিছু ধান নষ্ট হইছে। যেগুলা বাড়িত নিয়া গেছি, তারও গাছ বেড়াইছে।’
শুধু নুর ইসলাম-বছিরন দম্পতি নয়, জেলার বেশির ভাগ কৃষক পরিবারে চলছে এমন হাহাকার। কষ্ট করে ফলানো ফসল ঘরে তোলার আগ মুহূর্তে প্রকৃতির বিরূপ আচরণ তাঁদের দিশেহারা করে দিয়েছে। শুধু ভাত নয়, এই ধান বিক্রি করে সংসারের যাবতীয় চাহিদা মেটাতে হয় তাঁদের। সেখানে দ্রব্যমূল্যের চড়া বাজারে সামনের দিনগুলোতে তাঁরা পরিবার নিয়ে কীভাবে টিকে থাকবেন, সেই চিন্তা তাড়া করে বেড়াচ্ছে ভুক্তভোগী কৃষকদের।
জেলা সদরের ঘোগাদগ ইউনিয়নের স্কুলশিক্ষক মামুন জানান, তাঁর নিজের আবাদ করা ১৮ থেকে ২০ মণ ধানে অঙ্কুর বের হয়েছে। রোদের অভাবে শুকাতে পারছেন না। খড়ের আশা ছেড়েই দিয়েছেন তিনি। তাঁর এলাকার বেশির ভাগ কৃষকের একই অবস্থা।
মামুন বলেন, ‘যারা ব্রি-২৮ ধান কিংবা হাইব্রিড লাগিয়েছেন, তাঁরা কেটে নিতে পারলেও মাড়াই করে শুকাতে পারছেন না। ঘরে রাখা ধানে অঙ্কুর বেরোচ্ছে, ধানের রংও নষ্ট হয়ে গেছে। আর যাঁরা ব্রি-২৯ লাগিয়েছেন, তাঁদের ধান অপরিপক্ব থাকায় জমিতেই জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে। অনেকের নষ্টও হয়েছে।’
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, জেলায় এবার ১ লাখ ১৬ হাজার ১২০ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে, যা লক্ষ্যমাত্রার বেশি। এর আগে আকস্মিক ঢলে জেলার নিম্নাঞ্চলের প্রায় ২৭৬ হেক্টর বোরো আবাদ ক্ষতিগ্রস্ত হয়। চাল উৎপাদন লক্ষ্যমাত্রা ৫ লাখ ১৭ হাজার ২৪০ মেট্রিক টন ধরা হলেও তা অর্জন হবে কী না, তাতে সংশয় দেখা দিয়েছে।
জেলাজুড়ে ধান নিয়ে কৃষকদের হাহাকার চললেও তাতে চালের লক্ষ্যমাত্রা অর্জনে কোনো প্রভাব পড়বে না বলে মনে করছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) আব্দুর রশীদ। তিনি বলেন, ‘কতটুকু আর ধান নষ্ট হয়েছে? বেশির ভাগ কাটা হয়ে গেছে।’ কেটে নেওয়া ধান মাড়াই করে কৃষকেরা শুকাতে পারছেন না, গোলায় তুলতে পারছেন না। অনেকের ধান নষ্ট হয়ে যাচ্ছে, এমন তথ্যে ডিডি আব্দুর রশীদ বলেন, ‘সেটা আমরা যখন চূড়ান্ত হিসাব করব, তখন বলা যাবে। এখন আর কথা বলতে পারব না।’
কুড়িগ্রামে বৃষ্টিতে বোরো ধান নিয়ে বিপাকে পড়েছেন কৃষক। খেত ডুবে যাওয়ার আশঙ্কায় ধান কেটে নিলেও বিড়ম্বনা পিছু ছাড়েনি। দিনে আকাশ মেঘলার কারণে শুকাতে না পারায় ঘরে তোলা ধানে অঙ্কুর গজাতে শুরু করেছে। স্তূপ করা খড়ে পচন ধরেছে। ধান আর খড় নিয়ে হাহাকার চলছে কৃষক পরিবারে।
উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নের বর্গাচাষি নুর ইসলাম। ইউপির কুড়িগ্রাম-চিলমারী সড়কের পাশে শিংগিমারীতে অন্যের জমি বর্গা নিয়ে ধান চাষ করেছিলেন। বৃষ্টি থেকে রক্ষা পেতে ধান কেটে বাড়িতে আনলেও শুকাতে পারেননি। জমিতে থাকা খড় পানির নিচে থাকায় পচন ধরেছে। স্ত্রী বছিরনকে সঙ্গে নিয়ে তিনি সেই খড় পানি থেকে ডাঙায় তোলেন।
নুর ইসলামের স্ত্রী বছিরন বলেন, ‘বাবা, ধান কাটি ভাগ দিয়া যেখনা পাছি, তা-ও নষ্ট হবার ধরছে। বেশির ভাগত গাছ জালাইছে (অঙ্কুর গজিয়েছে)। পোয়াল (খড়) বেচেয়া যদিওবা কয়টা ট্যাকা পাইলং হয়, তা-ও পচি যাবার নাগচে। এবার কী খায়া থাকমো সেটায় চিন্তা নাগাচি। রোগা মানুষটা (নুর ইসলাম) কামও করবার পায় না।’
নুর ইসলাম বলেন, ‘কী করমো, কপাল খারাপ। জমিতে কিছু ধান নষ্ট হইছে। যেগুলা বাড়িত নিয়া গেছি, তারও গাছ বেড়াইছে।’
শুধু নুর ইসলাম-বছিরন দম্পতি নয়, জেলার বেশির ভাগ কৃষক পরিবারে চলছে এমন হাহাকার। কষ্ট করে ফলানো ফসল ঘরে তোলার আগ মুহূর্তে প্রকৃতির বিরূপ আচরণ তাঁদের দিশেহারা করে দিয়েছে। শুধু ভাত নয়, এই ধান বিক্রি করে সংসারের যাবতীয় চাহিদা মেটাতে হয় তাঁদের। সেখানে দ্রব্যমূল্যের চড়া বাজারে সামনের দিনগুলোতে তাঁরা পরিবার নিয়ে কীভাবে টিকে থাকবেন, সেই চিন্তা তাড়া করে বেড়াচ্ছে ভুক্তভোগী কৃষকদের।
জেলা সদরের ঘোগাদগ ইউনিয়নের স্কুলশিক্ষক মামুন জানান, তাঁর নিজের আবাদ করা ১৮ থেকে ২০ মণ ধানে অঙ্কুর বের হয়েছে। রোদের অভাবে শুকাতে পারছেন না। খড়ের আশা ছেড়েই দিয়েছেন তিনি। তাঁর এলাকার বেশির ভাগ কৃষকের একই অবস্থা।
মামুন বলেন, ‘যারা ব্রি-২৮ ধান কিংবা হাইব্রিড লাগিয়েছেন, তাঁরা কেটে নিতে পারলেও মাড়াই করে শুকাতে পারছেন না। ঘরে রাখা ধানে অঙ্কুর বেরোচ্ছে, ধানের রংও নষ্ট হয়ে গেছে। আর যাঁরা ব্রি-২৯ লাগিয়েছেন, তাঁদের ধান অপরিপক্ব থাকায় জমিতেই জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে। অনেকের নষ্টও হয়েছে।’
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, জেলায় এবার ১ লাখ ১৬ হাজার ১২০ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে, যা লক্ষ্যমাত্রার বেশি। এর আগে আকস্মিক ঢলে জেলার নিম্নাঞ্চলের প্রায় ২৭৬ হেক্টর বোরো আবাদ ক্ষতিগ্রস্ত হয়। চাল উৎপাদন লক্ষ্যমাত্রা ৫ লাখ ১৭ হাজার ২৪০ মেট্রিক টন ধরা হলেও তা অর্জন হবে কী না, তাতে সংশয় দেখা দিয়েছে।
জেলাজুড়ে ধান নিয়ে কৃষকদের হাহাকার চললেও তাতে চালের লক্ষ্যমাত্রা অর্জনে কোনো প্রভাব পড়বে না বলে মনে করছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) আব্দুর রশীদ। তিনি বলেন, ‘কতটুকু আর ধান নষ্ট হয়েছে? বেশির ভাগ কাটা হয়ে গেছে।’ কেটে নেওয়া ধান মাড়াই করে কৃষকেরা শুকাতে পারছেন না, গোলায় তুলতে পারছেন না। অনেকের ধান নষ্ট হয়ে যাচ্ছে, এমন তথ্যে ডিডি আব্দুর রশীদ বলেন, ‘সেটা আমরা যখন চূড়ান্ত হিসাব করব, তখন বলা যাবে। এখন আর কথা বলতে পারব না।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে