মধুপুর প্রতিনিধি
মধুপুর উপজেলার তিন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ছয়জন। গতকাল মঙ্গলবার ছয় স্বতন্ত্র প্রার্থী ও দলীয় মনোনয়নপ্রাপ্ত চেয়ারম্যান প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ দিকে দল থেকে যাঁদের মনোনয়ন দেওয়া হয়েছে, তাঁদের পক্ষে কাজ করবে উপজেলা আওয়ামী লীগ। দলীয় মনোনয়ন না পাওয়া বিদ্রোহী প্রার্থীদের নির্বাচন থেকে সরে আসার আহ্বান জানিয়েছে উপজেলা আওয়ামী লীগ।
মধুপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফিউদ্দিন বলেন, ‘আওয়ামী লীগ থেকে যাঁদের মনোনয়ন দেওয়া হয়েছে, আমরা তাঁদের বিজয়ী করার জন্য কাজ করব। আর যাঁরা মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন, তাঁদের দলের সিদ্ধান্ত মেনে মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার জন্য আহ্বান করছি। তারপরও যদি নির্বাচনে অংশ নেন, তাহলে দলের শৃঙ্খলা ভঙ্গের জন্য ব্যবস্থা নেওয়া হবে।’
তৃতীয় ধাপে টাঙ্গাইলের মধুপুর উপজেলায় তিন ইউপিতে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২ নভেম্বর। বাছাই ৪ নভেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহার ১১ নভেম্বর। আর ভোট গ্রহণ হবে ২৮ নভেম্বর।
মধুপুর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার পর্যন্ত গোলাবাড়ী, মির্জাবাড়ী ও আলোকদিয়া ইউপিতে চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য নয়জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মনোনয়নপত্র সংগ্রহকারীরা হলেন আলোকদিয়া ইউনিয়নে আবু সাইদ তালুকদার দুলাল, মমিনুল হক মুকুল, আবু সাইদ খান সিদ্দিক।
গোলাবাড়ী ইউপিতে মনোনয়নপত্র সংগ্রহ করেন গোলাম মোস্তফা খান বাবলু, মজিবর রহমান ও আব্দুল কাদের বিএসসি। আর মির্জাবাড়ী ইউপিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাদিকুল ইসলাম সাদিক, শাহজাহান আলী তালুকদার ও জামাল হোসেন মাস্টার।
খোঁজ নিয়ে জানা গেছে, ইউপি নির্বাচনে গোলাবাড়ী ইউপিতে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন গোলাম মোস্তফা খান বাবলু। দল থেকে সমর্থন না পেয়েও চেয়ারম্যান প্রার্থী হয়েছেন টাঙ্গাইল জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মজিবর রহমান। তিনি প্রার্থী হিসেবে গতকাল মঙ্গলবার মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ ছাড়া আব্দুল কাদের বিএসসিও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এ দিকে মির্জাবাড়ী ইউপিতে আওয়ামী লীগ থেকে মনোনয়নপ্রত্যাশী ছিলেন চারজন। দলীয় মনোনয়ন পেয়েছেন সাদিকুল ইসলাম সাদিক। তিনি গতকাল মঙ্গলবার নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ ছাড়া দলীয় মনোনয়ন না পেয়েও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বর্তমান চেয়ারম্যান মো. শাহজাহান আলী তালুকদার ও জিয়াউল হক জামাল।
অপরদিকে আলোকদিয়া ইউপিতে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন আবু সাঈদ তালুকদার দুলাল। তিনিও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। দলীয় মনোনয়ন পেতে ব্যর্থ হয়ে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মমিনুল হক মুকুল ও বর্তমান চেয়ারম্যান আবু সাঈদ খান সিদ্দিক। বিদ্রোহী প্রার্থী মমিনুল হক মুকুল দল থেকে মনোনয়ন না পেয়ে লাউফুলা বাজারে সমাবেশ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দেন।
বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে মধুপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড চেয়ারম্যান প্রার্থী হিসেবে গোলাবাড়ী ইউনিয়নে গোলাম মোস্তফা খান বাবলু, মির্জাবাড়ী ইউনিয়নে মো. সাদিকুল ইসলাম সাদিক ও আলোকদিয়া ইউপিতে আবু সাঈদ তালুকদার দুলালকে মনোনয়ন দিয়েছে। নির্বাচনে দলীয় নেতাকর্মীরা তাঁদের পক্ষে কাজ করবেন। তবে যাঁরা দল থেকে মনোনয়ন পাননি, তাঁরাও সময়মতো নির্বাচন থেকে সরে আসবেন বলে আশা করি।’
মধুপুর উপজেলার তিন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ছয়জন। গতকাল মঙ্গলবার ছয় স্বতন্ত্র প্রার্থী ও দলীয় মনোনয়নপ্রাপ্ত চেয়ারম্যান প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ দিকে দল থেকে যাঁদের মনোনয়ন দেওয়া হয়েছে, তাঁদের পক্ষে কাজ করবে উপজেলা আওয়ামী লীগ। দলীয় মনোনয়ন না পাওয়া বিদ্রোহী প্রার্থীদের নির্বাচন থেকে সরে আসার আহ্বান জানিয়েছে উপজেলা আওয়ামী লীগ।
মধুপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফিউদ্দিন বলেন, ‘আওয়ামী লীগ থেকে যাঁদের মনোনয়ন দেওয়া হয়েছে, আমরা তাঁদের বিজয়ী করার জন্য কাজ করব। আর যাঁরা মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন, তাঁদের দলের সিদ্ধান্ত মেনে মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার জন্য আহ্বান করছি। তারপরও যদি নির্বাচনে অংশ নেন, তাহলে দলের শৃঙ্খলা ভঙ্গের জন্য ব্যবস্থা নেওয়া হবে।’
তৃতীয় ধাপে টাঙ্গাইলের মধুপুর উপজেলায় তিন ইউপিতে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২ নভেম্বর। বাছাই ৪ নভেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহার ১১ নভেম্বর। আর ভোট গ্রহণ হবে ২৮ নভেম্বর।
মধুপুর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার পর্যন্ত গোলাবাড়ী, মির্জাবাড়ী ও আলোকদিয়া ইউপিতে চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য নয়জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মনোনয়নপত্র সংগ্রহকারীরা হলেন আলোকদিয়া ইউনিয়নে আবু সাইদ তালুকদার দুলাল, মমিনুল হক মুকুল, আবু সাইদ খান সিদ্দিক।
গোলাবাড়ী ইউপিতে মনোনয়নপত্র সংগ্রহ করেন গোলাম মোস্তফা খান বাবলু, মজিবর রহমান ও আব্দুল কাদের বিএসসি। আর মির্জাবাড়ী ইউপিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাদিকুল ইসলাম সাদিক, শাহজাহান আলী তালুকদার ও জামাল হোসেন মাস্টার।
খোঁজ নিয়ে জানা গেছে, ইউপি নির্বাচনে গোলাবাড়ী ইউপিতে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন গোলাম মোস্তফা খান বাবলু। দল থেকে সমর্থন না পেয়েও চেয়ারম্যান প্রার্থী হয়েছেন টাঙ্গাইল জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মজিবর রহমান। তিনি প্রার্থী হিসেবে গতকাল মঙ্গলবার মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ ছাড়া আব্দুল কাদের বিএসসিও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এ দিকে মির্জাবাড়ী ইউপিতে আওয়ামী লীগ থেকে মনোনয়নপ্রত্যাশী ছিলেন চারজন। দলীয় মনোনয়ন পেয়েছেন সাদিকুল ইসলাম সাদিক। তিনি গতকাল মঙ্গলবার নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ ছাড়া দলীয় মনোনয়ন না পেয়েও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বর্তমান চেয়ারম্যান মো. শাহজাহান আলী তালুকদার ও জিয়াউল হক জামাল।
অপরদিকে আলোকদিয়া ইউপিতে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন আবু সাঈদ তালুকদার দুলাল। তিনিও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। দলীয় মনোনয়ন পেতে ব্যর্থ হয়ে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মমিনুল হক মুকুল ও বর্তমান চেয়ারম্যান আবু সাঈদ খান সিদ্দিক। বিদ্রোহী প্রার্থী মমিনুল হক মুকুল দল থেকে মনোনয়ন না পেয়ে লাউফুলা বাজারে সমাবেশ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দেন।
বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে মধুপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড চেয়ারম্যান প্রার্থী হিসেবে গোলাবাড়ী ইউনিয়নে গোলাম মোস্তফা খান বাবলু, মির্জাবাড়ী ইউনিয়নে মো. সাদিকুল ইসলাম সাদিক ও আলোকদিয়া ইউপিতে আবু সাঈদ তালুকদার দুলালকে মনোনয়ন দিয়েছে। নির্বাচনে দলীয় নেতাকর্মীরা তাঁদের পক্ষে কাজ করবেন। তবে যাঁরা দল থেকে মনোনয়ন পাননি, তাঁরাও সময়মতো নির্বাচন থেকে সরে আসবেন বলে আশা করি।’
আলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ মিনিট আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২৭ মিনিট আগেপ্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
২ দিন আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
২ দিন আগে