মির্জাপুর প্রতিনিধি
মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন আজ বৃহস্পতিবার। সকাল ১০টায় মির্জাপুর সরকারি কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সাত বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের সম্মেলন।
সভাপতি, সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদপদবি বাগিয়ে নিতে একাধিক নেতা ঢাকা-টাঙ্গাইল সড়কের দেওহাটা থেকে মির্জাপুর সরকারি কলেজ মাঠ পর্যন্ত দলীয় নেতাদের ছবিসংবলিত বিশাল বিশাল বিলবোর্ড ও তোরণ নির্মাণ করেছেন। সব মিলিয়ে এবার নিরুত্তাপ-নিষ্প্রাণ এক সম্মেলন হতে যাচ্ছে উপজেলা আওয়ামী লীগের। তবে ফেসবুকে চলছে জমজমাট প্রচার।
দলীয় সূত্র জানায়, ২০১৪ সালে ৬ ডিসেম্বর মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে প্রয়াত সাংসদ মো. একাব্বর হোসেন সভাপতি ও বর্তমান সাধারণ সম্পাদক মীর শরীফ মাহামুদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন নিতে কেটে যায় আড়াই বছর। মেয়াদ অতিক্রম করায় সম্প্রতি কেন্দ্র থেকে ৩১ মার্চ উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়।
এই সম্মেলনের উদ্বোধন করবেন টাঙ্গাইল জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, বিশেষ অতিথি থাকবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এ বি এম রিয়াজুল কবীর কাওছার। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য খান আহমেদ শুভ।
সভাপতিত্ব করবেন মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি উপজেলা চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু পরিচালনা করবেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ বলেন, উৎসবমুখর পরিবেশে সম্মেলন করতে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু বলেন, কেন্দ্রীয় নেতারা কমিটি ঘোষণা করবেন এই খবর প্রচার হওয়ায় নেতা-কর্মীদের মধ্যে সম্মেলন সম্পর্কে উৎসাহ-উদ্দীপনা অনেকটা কমে গেছে।
মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন আজ বৃহস্পতিবার। সকাল ১০টায় মির্জাপুর সরকারি কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সাত বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের সম্মেলন।
সভাপতি, সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদপদবি বাগিয়ে নিতে একাধিক নেতা ঢাকা-টাঙ্গাইল সড়কের দেওহাটা থেকে মির্জাপুর সরকারি কলেজ মাঠ পর্যন্ত দলীয় নেতাদের ছবিসংবলিত বিশাল বিশাল বিলবোর্ড ও তোরণ নির্মাণ করেছেন। সব মিলিয়ে এবার নিরুত্তাপ-নিষ্প্রাণ এক সম্মেলন হতে যাচ্ছে উপজেলা আওয়ামী লীগের। তবে ফেসবুকে চলছে জমজমাট প্রচার।
দলীয় সূত্র জানায়, ২০১৪ সালে ৬ ডিসেম্বর মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে প্রয়াত সাংসদ মো. একাব্বর হোসেন সভাপতি ও বর্তমান সাধারণ সম্পাদক মীর শরীফ মাহামুদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন নিতে কেটে যায় আড়াই বছর। মেয়াদ অতিক্রম করায় সম্প্রতি কেন্দ্র থেকে ৩১ মার্চ উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়।
এই সম্মেলনের উদ্বোধন করবেন টাঙ্গাইল জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, বিশেষ অতিথি থাকবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এ বি এম রিয়াজুল কবীর কাওছার। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য খান আহমেদ শুভ।
সভাপতিত্ব করবেন মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি উপজেলা চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু পরিচালনা করবেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ বলেন, উৎসবমুখর পরিবেশে সম্মেলন করতে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু বলেন, কেন্দ্রীয় নেতারা কমিটি ঘোষণা করবেন এই খবর প্রচার হওয়ায় নেতা-কর্মীদের মধ্যে সম্মেলন সম্পর্কে উৎসাহ-উদ্দীপনা অনেকটা কমে গেছে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে