ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারায় দানেজ আলী (৫৫) নামে এক মাছচাষিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে শুক্রবার বিকেলে উপজেলার ধরমপুর ইউনিয়নের বিলশুকা গ্রামের মাঠে দানেজকে একা পেয়ে প্রতিপক্ষের লোকজন পিটিয়ে ও কুপিয়ে জখম করে।
এ ঘটনায় দানেজের ছেলে উজ্জ্বল ভেড়ামারা থানায় ১০ জনের নামে হত্যা মামলা করেছেন। আসামিরা হলেন জিয়াউল ইসলাম জিয়া (৪০), লিপন প্রামাণিক (৩২), রবিউল ইসলাম রবুল (৪৩), শাহিন প্রামাণিক (৩৬), সুজন প্রামাণিক (৩৮), শ্যামল প্রামাণিক (২৮), আছান প্রামাণিক (৪৮), শিমুল প্রামাণিক (২৬), সাগর (২৫) ও সুলতান (৩২)। তাঁরা সবাই বিলশুকা ভবানীপুর গ্রামের বাসিন্দা।
দানেজ ধরমপুর ইউনিয়নের বিলশুকা ভবানীপুর গ্রামের বাসিন্দা। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
থানা-পুলিশ, এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, বিলশুকা ভবানীপুর গ্রামে জমি ও মাছ চাষ কেন্দ্র করে দানেজ আলীর সঙ্গে প্রতিবেশী জিয়াউল ইসলাম জিয়া ও তাঁর লোকজনের বিরোধ সৃষ্টি হয়। এ ঘটনায় কয়েক দফা হামলা ও মামলার ঘটনাও ঘটেছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে দানেজ বিলশুকা ভবানীপুর মাঠপাড়া গমের জমি দেখতে গেলে জিয়া লোকজন নিয়ে তাঁর ওপর হামলা চালিয়ে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করেন। স্থানীয় লোকজন হামলাকারীদের মাঠের দিকে যেতে দেখে স্বজনদের খবর দেন। পরে স্বজনেরা গিয়ে অচেতন অবস্থায় দানেজকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে গতকাল বেলা সাড়ে ১১টায় তিনি মারা যান।
নিহতের ভাই আকুব্বার হোসেন বলেন, ‘একা পেয়ে হত্যাসহ একাধিক মামলার আসামি জিয়া ও তাঁর লোকজন মিলে রড, হাতুড়ি এবং রামদা-হাসুয়া দিয়ে পিটিয়ে ও কুপিয়ে ভাইকে জখম করে। অচেতন হয়ে গেলে মৃত ভেবে ফেলে যায়।’
নিহতের ছেলে উজ্জ্বল বলেন, ‘আসামিরা খুবই বেপরোয়া। বিভিন্ন সময় প্রভাবশালী ব্যক্তিদের ছত্রচ্ছায়ায় তারা অবস্থান নেয়। এ কারণে এদের বিরুদ্ধে কেউ টুঁ শব্দটিও করতে পারে না। জড়িতদের গ্রেপ্তার করা হোক। বাবা হত্যার বিচার চাই।’
প্রধান আসামি জিয়ার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে জানিয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, এ ঘটনায় নিহতের ছেলে উজ্জ্বল ১০ জনকে আসামি করে মামলা করেছেন। আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
কুষ্টিয়ার ভেড়ামারায় দানেজ আলী (৫৫) নামে এক মাছচাষিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে শুক্রবার বিকেলে উপজেলার ধরমপুর ইউনিয়নের বিলশুকা গ্রামের মাঠে দানেজকে একা পেয়ে প্রতিপক্ষের লোকজন পিটিয়ে ও কুপিয়ে জখম করে।
এ ঘটনায় দানেজের ছেলে উজ্জ্বল ভেড়ামারা থানায় ১০ জনের নামে হত্যা মামলা করেছেন। আসামিরা হলেন জিয়াউল ইসলাম জিয়া (৪০), লিপন প্রামাণিক (৩২), রবিউল ইসলাম রবুল (৪৩), শাহিন প্রামাণিক (৩৬), সুজন প্রামাণিক (৩৮), শ্যামল প্রামাণিক (২৮), আছান প্রামাণিক (৪৮), শিমুল প্রামাণিক (২৬), সাগর (২৫) ও সুলতান (৩২)। তাঁরা সবাই বিলশুকা ভবানীপুর গ্রামের বাসিন্দা।
দানেজ ধরমপুর ইউনিয়নের বিলশুকা ভবানীপুর গ্রামের বাসিন্দা। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
থানা-পুলিশ, এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, বিলশুকা ভবানীপুর গ্রামে জমি ও মাছ চাষ কেন্দ্র করে দানেজ আলীর সঙ্গে প্রতিবেশী জিয়াউল ইসলাম জিয়া ও তাঁর লোকজনের বিরোধ সৃষ্টি হয়। এ ঘটনায় কয়েক দফা হামলা ও মামলার ঘটনাও ঘটেছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে দানেজ বিলশুকা ভবানীপুর মাঠপাড়া গমের জমি দেখতে গেলে জিয়া লোকজন নিয়ে তাঁর ওপর হামলা চালিয়ে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করেন। স্থানীয় লোকজন হামলাকারীদের মাঠের দিকে যেতে দেখে স্বজনদের খবর দেন। পরে স্বজনেরা গিয়ে অচেতন অবস্থায় দানেজকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে গতকাল বেলা সাড়ে ১১টায় তিনি মারা যান।
নিহতের ভাই আকুব্বার হোসেন বলেন, ‘একা পেয়ে হত্যাসহ একাধিক মামলার আসামি জিয়া ও তাঁর লোকজন মিলে রড, হাতুড়ি এবং রামদা-হাসুয়া দিয়ে পিটিয়ে ও কুপিয়ে ভাইকে জখম করে। অচেতন হয়ে গেলে মৃত ভেবে ফেলে যায়।’
নিহতের ছেলে উজ্জ্বল বলেন, ‘আসামিরা খুবই বেপরোয়া। বিভিন্ন সময় প্রভাবশালী ব্যক্তিদের ছত্রচ্ছায়ায় তারা অবস্থান নেয়। এ কারণে এদের বিরুদ্ধে কেউ টুঁ শব্দটিও করতে পারে না। জড়িতদের গ্রেপ্তার করা হোক। বাবা হত্যার বিচার চাই।’
প্রধান আসামি জিয়ার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে জানিয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, এ ঘটনায় নিহতের ছেলে উজ্জ্বল ১০ জনকে আসামি করে মামলা করেছেন। আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
৭ ঘণ্টা আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
১০ ঘণ্টা আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৮ দিন আগে