ঝিকরগাছা প্রতিনিধি
ঝিকরগাছা পৌরসভা নির্বাচনের ফলাফল প্রকাশে ছয় সপ্তাহের স্থগিতাদেশ খারিজ করেছেন আদালত। নবনির্বাচিত নারী কাউন্সিলর জেসমিন সুলতানার রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার বিকেলে এ আদেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
ফলে নির্বাচনের ভোট গ্রহণের দুই মাস পর ফল প্রকাশের বাঁধা কাটল বলে আইনজীবী জানিয়েছেন।
এর আগে দীর্ঘ ২১ বছর পর গত ১৬ জানুয়ারি ঝিকরগাছা পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। বিভিন্ন কেন্দ্রের ফল ঘোষণাও করা হয়, কিন্তু ওই দিন হাইকোর্টের এক রিট আবেদনের আদেশে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কীর্তিপুর খাদেমুল ইনসান (মহিলা) কেন্দ্রের ফল স্থগিত করা হয়। আর তাতেই আটকে যায় নির্বাচনের সব ফল ঘোষণার কার্যক্রম।
চার সপ্তাহের জন্য স্থগিত করা রিট আবেদনটি করেন ঝিকরগাছার সাবেক উপজেলা চেয়ারম্যান বিএনপি নেত্রী সাবিরা সুলতানা। চার সপ্তাহ পর রিটের আবেদনকারী অধিক শুনানির জন্য আদালতে ফের আবেদন করেন।
এতে ঝুলে যায় নির্বাচিতদের গেজেট প্রকাশ। এরই মধ্যে পরাজিত আরও দুই মেয়র প্রার্থী পুনর্নির্বাচনের অথবা ভোট পুনর্গণনার দাবি করে নির্বাচন কমিশনে আবেদন করেন।
জেসমিন সুলতানার আইনজীবী জহিরুল ইসলাম বলেন, ‘বাদী প্রার্থী ছিলেন না, কিন্তু কোনো স্বার্থে রিট আবেদনটি করেছেন তা জানতে চেয়েছেন আদালত।
রিট আবেদনকারীর আইনজীবী সদুত্তর দিতে না পারায় নির্বাচনের ফল স্থগিতাদেশ খারিজ করেছেন। এখন নির্বাচন কমিশন নবনির্বাচিতদের দায়িত্ব পালনে পরবর্তী কার্যক্রম সম্পন্ন করবেন।’
রিট আবেদনকারী বিএনপি নেত্রী সাবিরা সুলতানা বলেন, ‘এ বিষয়ে আইনজীবীর সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’
গত ১৬ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ভোট গণনা শেষে বর্তমান মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল ১ হাজার ২৪৯ ভোট বেশি পেয়ে এগিয়ে ছিলেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইমরান হাসান সামাদ নিপুণ ৬ হাজার ১২৬ ভোট পেয়েছেন। নৌকা প্রতীকে ভোট পড়েছে ৭ হাজার ৩৭৫।
জানা গেছে, নির্বাচনের তিন দিন আগে কেন্দ্র পরিবর্তন নিয়ে হাইকোর্টে একটি রিট আবেদনের কারণে শেষ সময়ে এসে এ জটিলতার সৃষ্টি হয়। ভোটের দিন অধিকাংশ কেন্দ্রের ফল ঘোষণা করা হলেও ৫ নম্বর ওয়ার্ড কীর্তিপুর খাদেমুল ইনসান (মহিলা) কেন্দ্রের ফল স্থগিত রাখার নির্দেশ আসে হাইকোর্ট থেকে।
নির্বাচন কার্যালয়ের তথ্যমতে, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কীর্তিপুর খাদেমুল ইনসান (মহিলা) কেন্দ্রের ফল স্থগিত করতে নির্বাচনের দিন বিকেলে হাইকোর্টে একটি চিঠিতে নির্দেশ দেওয়া হয়।
ঝিকরগাছা পৌরসভা নির্বাচনের ফলাফল প্রকাশে ছয় সপ্তাহের স্থগিতাদেশ খারিজ করেছেন আদালত। নবনির্বাচিত নারী কাউন্সিলর জেসমিন সুলতানার রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার বিকেলে এ আদেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
ফলে নির্বাচনের ভোট গ্রহণের দুই মাস পর ফল প্রকাশের বাঁধা কাটল বলে আইনজীবী জানিয়েছেন।
এর আগে দীর্ঘ ২১ বছর পর গত ১৬ জানুয়ারি ঝিকরগাছা পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। বিভিন্ন কেন্দ্রের ফল ঘোষণাও করা হয়, কিন্তু ওই দিন হাইকোর্টের এক রিট আবেদনের আদেশে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কীর্তিপুর খাদেমুল ইনসান (মহিলা) কেন্দ্রের ফল স্থগিত করা হয়। আর তাতেই আটকে যায় নির্বাচনের সব ফল ঘোষণার কার্যক্রম।
চার সপ্তাহের জন্য স্থগিত করা রিট আবেদনটি করেন ঝিকরগাছার সাবেক উপজেলা চেয়ারম্যান বিএনপি নেত্রী সাবিরা সুলতানা। চার সপ্তাহ পর রিটের আবেদনকারী অধিক শুনানির জন্য আদালতে ফের আবেদন করেন।
এতে ঝুলে যায় নির্বাচিতদের গেজেট প্রকাশ। এরই মধ্যে পরাজিত আরও দুই মেয়র প্রার্থী পুনর্নির্বাচনের অথবা ভোট পুনর্গণনার দাবি করে নির্বাচন কমিশনে আবেদন করেন।
জেসমিন সুলতানার আইনজীবী জহিরুল ইসলাম বলেন, ‘বাদী প্রার্থী ছিলেন না, কিন্তু কোনো স্বার্থে রিট আবেদনটি করেছেন তা জানতে চেয়েছেন আদালত।
রিট আবেদনকারীর আইনজীবী সদুত্তর দিতে না পারায় নির্বাচনের ফল স্থগিতাদেশ খারিজ করেছেন। এখন নির্বাচন কমিশন নবনির্বাচিতদের দায়িত্ব পালনে পরবর্তী কার্যক্রম সম্পন্ন করবেন।’
রিট আবেদনকারী বিএনপি নেত্রী সাবিরা সুলতানা বলেন, ‘এ বিষয়ে আইনজীবীর সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’
গত ১৬ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ভোট গণনা শেষে বর্তমান মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল ১ হাজার ২৪৯ ভোট বেশি পেয়ে এগিয়ে ছিলেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইমরান হাসান সামাদ নিপুণ ৬ হাজার ১২৬ ভোট পেয়েছেন। নৌকা প্রতীকে ভোট পড়েছে ৭ হাজার ৩৭৫।
জানা গেছে, নির্বাচনের তিন দিন আগে কেন্দ্র পরিবর্তন নিয়ে হাইকোর্টে একটি রিট আবেদনের কারণে শেষ সময়ে এসে এ জটিলতার সৃষ্টি হয়। ভোটের দিন অধিকাংশ কেন্দ্রের ফল ঘোষণা করা হলেও ৫ নম্বর ওয়ার্ড কীর্তিপুর খাদেমুল ইনসান (মহিলা) কেন্দ্রের ফল স্থগিত রাখার নির্দেশ আসে হাইকোর্ট থেকে।
নির্বাচন কার্যালয়ের তথ্যমতে, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কীর্তিপুর খাদেমুল ইনসান (মহিলা) কেন্দ্রের ফল স্থগিত করতে নির্বাচনের দিন বিকেলে হাইকোর্টে একটি চিঠিতে নির্দেশ দেওয়া হয়।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে