মির্জাপুর প্রতিনিধি
মির্জাপুরে বহুরিয়া এলাকায় লৌহজং নদী থেকে খননযন্ত্র (ড্রেজার) দিয়ে অবৈধভাবে বালু তোলা হচ্ছে। বীর মুক্তিযোদ্ধা শিল্পপতি নুরুল ইসলাম সেতুর মাত্র ৫০ মিটার দূরে বসানো হয়েছে ওই খননযন্ত্র ও ভেকু। এতে সেতুটি ভাঙনের ঝুঁকিতে পড়েছে।
গতকাল শনিবার সরেজমিনে দেখা গেছে, সেতুর অদূরে খননযন্ত্রে বালু তোলা হচ্ছে। দীর্ঘ পাইপের মাধ্যমে একটি ইটভাটার কাছে নিচু জমিতে ফেলা হচ্ছে ওই বালু। বহুরিয়া গ্রামের পশু চিকিৎসক সেলিম ও তাঁর ভাই শহীদুল ইসলামের জমি ভরাট করা হচ্ছে বলে জানা গেছে। আরও জানা গেছে, চান্দুলিয়া গ্রামের মন্টু ও বহুরিয়া গ্রামের শাকিল এ খননযন্ত্র বসিয়ে বালু তুলছেন।
স্থানীয় বাসিন্দারা বলেন, লৌহজং নদীর বহুরিয়া এলাকায় প্রতি বছর খননযন্ত্র বসিয়ে নদী থেকে অবৈধভাবে বালু তোলেন প্রভাবশালী ব্যক্তিরা। এতে নদীর দুই পাড় ও আশপাশের বাড়িঘর এবং ফসলি জমি ভাঙনের হুমকিতে থাকে। চলতি বছরও বর্ষার পানি কমার সঙ্গে সঙ্গে নদীতে খননযন্ত্র বসানো হয়। ওই এলাকায় নদীর ওপর প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত বীর মুক্তিযোদ্ধা শিল্পপতি নুরুল ইসলাম সেতুর কাছেই খননযন্ত্রটি বসানো হয়েছে। এতে সেতুটি ভাঙনের হুমকির মুখে রয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বহুরিয়া ও দেওহাটা এলাকায় প্রায় ২৫টি ইটভাটা রয়েছে। এসব ইটভাটায় মাটির চাহিদা থাকায় স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা দিনে ও রাতে নানা কায়দায় নদী থেকে বালু তুলে সেখানে সরবরাহ করেন। অনেকে নদীর তীরের মাটি ভেকু দিয়ে কেটে ইটভাটায় বিক্রি করেন।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক ব্যক্তি বলেন, এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে ড্রেজার ও ভেকু দিয়ে নদী থেকে বালু উত্তোলন করছেন এবং মাটি কাটছেন। তাঁদের বাধা দিতে গেলে, নানাভাবে হুমকির শিকার হতে হয়। স্থানীয় প্রশাসন এঁদের বিরুদ্ধে অনেক সময় ব্যবস্থা নিলেও, কয়েক দিন পরই আবার আগের মতোই বালু তোলা চলতে থাকে।
জানতে চাইলে বালু উত্তোলনকারী শাকিল বলেন, স্থানীয় ভূমি অফিস থেকে মৌখিক অনুমোদন নেওয়া হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে বহুরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুস সামাদ বলেন, কে বা কারা নদী থেকে বালু তুলছেন, তা তিনি জানেন না। তাই এ বিষয়ে তাঁর কিছু করার নেই।
উপজেলা সহকারী কমিশানর (ভূমি) মো. জুবায়ের হোসেন বলেন, ‘নদী থেকে অবৈধভাবে বালু তোলার বিষয়ে আমি নিয়মিত খোঁজখবর রাখি। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযান চালাই এবং জেল-জরিমানার আদেশ দিই। তবে বহুরিয়া এলাকায় নদী থেকে বালু তোলার বিষয়টি আমার নজরে আসেনি। খোঁজ নিয়ে দ্রুত অভিযান চালিয়ে তা বন্ধ করা হবে।’
মির্জাপুরে বহুরিয়া এলাকায় লৌহজং নদী থেকে খননযন্ত্র (ড্রেজার) দিয়ে অবৈধভাবে বালু তোলা হচ্ছে। বীর মুক্তিযোদ্ধা শিল্পপতি নুরুল ইসলাম সেতুর মাত্র ৫০ মিটার দূরে বসানো হয়েছে ওই খননযন্ত্র ও ভেকু। এতে সেতুটি ভাঙনের ঝুঁকিতে পড়েছে।
গতকাল শনিবার সরেজমিনে দেখা গেছে, সেতুর অদূরে খননযন্ত্রে বালু তোলা হচ্ছে। দীর্ঘ পাইপের মাধ্যমে একটি ইটভাটার কাছে নিচু জমিতে ফেলা হচ্ছে ওই বালু। বহুরিয়া গ্রামের পশু চিকিৎসক সেলিম ও তাঁর ভাই শহীদুল ইসলামের জমি ভরাট করা হচ্ছে বলে জানা গেছে। আরও জানা গেছে, চান্দুলিয়া গ্রামের মন্টু ও বহুরিয়া গ্রামের শাকিল এ খননযন্ত্র বসিয়ে বালু তুলছেন।
স্থানীয় বাসিন্দারা বলেন, লৌহজং নদীর বহুরিয়া এলাকায় প্রতি বছর খননযন্ত্র বসিয়ে নদী থেকে অবৈধভাবে বালু তোলেন প্রভাবশালী ব্যক্তিরা। এতে নদীর দুই পাড় ও আশপাশের বাড়িঘর এবং ফসলি জমি ভাঙনের হুমকিতে থাকে। চলতি বছরও বর্ষার পানি কমার সঙ্গে সঙ্গে নদীতে খননযন্ত্র বসানো হয়। ওই এলাকায় নদীর ওপর প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত বীর মুক্তিযোদ্ধা শিল্পপতি নুরুল ইসলাম সেতুর কাছেই খননযন্ত্রটি বসানো হয়েছে। এতে সেতুটি ভাঙনের হুমকির মুখে রয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বহুরিয়া ও দেওহাটা এলাকায় প্রায় ২৫টি ইটভাটা রয়েছে। এসব ইটভাটায় মাটির চাহিদা থাকায় স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা দিনে ও রাতে নানা কায়দায় নদী থেকে বালু তুলে সেখানে সরবরাহ করেন। অনেকে নদীর তীরের মাটি ভেকু দিয়ে কেটে ইটভাটায় বিক্রি করেন।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক ব্যক্তি বলেন, এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে ড্রেজার ও ভেকু দিয়ে নদী থেকে বালু উত্তোলন করছেন এবং মাটি কাটছেন। তাঁদের বাধা দিতে গেলে, নানাভাবে হুমকির শিকার হতে হয়। স্থানীয় প্রশাসন এঁদের বিরুদ্ধে অনেক সময় ব্যবস্থা নিলেও, কয়েক দিন পরই আবার আগের মতোই বালু তোলা চলতে থাকে।
জানতে চাইলে বালু উত্তোলনকারী শাকিল বলেন, স্থানীয় ভূমি অফিস থেকে মৌখিক অনুমোদন নেওয়া হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে বহুরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুস সামাদ বলেন, কে বা কারা নদী থেকে বালু তুলছেন, তা তিনি জানেন না। তাই এ বিষয়ে তাঁর কিছু করার নেই।
উপজেলা সহকারী কমিশানর (ভূমি) মো. জুবায়ের হোসেন বলেন, ‘নদী থেকে অবৈধভাবে বালু তোলার বিষয়ে আমি নিয়মিত খোঁজখবর রাখি। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযান চালাই এবং জেল-জরিমানার আদেশ দিই। তবে বহুরিয়া এলাকায় নদী থেকে বালু তোলার বিষয়টি আমার নজরে আসেনি। খোঁজ নিয়ে দ্রুত অভিযান চালিয়ে তা বন্ধ করা হবে।’
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
১ দিন আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
১ দিন আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৫ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৯ দিন আগে