কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামে চলতি মৌসুমে প্রায় সাত হাজার হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তবে গত বছরের লোকসানের ক্ষত নিয়েই পুরোদমে আলু চাষ শুরু করেছেন চাষিরা। সার ও কীটনাশকের দাম বেড়ে যাওয়ায় আলু চাষে ঝুঁকি নিচ্ছেন তাঁরা।
চলতি মৌসুমে সংরক্ষণে সরকারের সুদৃষ্টি কামনার পাশাপাশি বিদেশে রপ্তানির সুযোগ করে দেওয়ার দাবিও করছেন কুড়িগ্রামের আলুচাষিরা।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বছর জেলায় আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৯০০ হেক্টর। গত বৃহস্পতিবার পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, জেলায় মোট ৪ হাজার ৫০০ হেক্টর জমিতে আলুর বীজ রোপণ শেষ হয়েছে।
সরেজমিন দেখা গেছে, কৃষকেরা আলুর বীজ রোপণে ব্যস্ত। আবার কোথাও কোথাও জমি তৈরিতে ব্যস্ত।
কাঁঠালবাড়ী ইউনিয়নের চাষি মামুনুর রশীদ গত বছর লোকসান হলেও এবার আট একর জমিতে আলুর চাষ করেছেন। তবে উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় এবারও লোকসানের আশঙ্কা করছেন তিনি। কৃষকদের স্বার্থে আলুর ন্যায্যমূল্য নির্ধারণে সরকারের কার্যকর ভূমিকা দাবি তাঁর। তিনি বলেন, ‘গত বছর আলু চাষ করে ক্ষতির মুখে পড়েছিলাম। এবার সার ও কীটনাশকের দাম বেড়েছে। এতে খরচ আরও বেড়ে যাবে। তবে আশার কথা, বীজের দাম গতবারের তুলনায় কিছুটা কম। তবু লাভের আশা করা যাচ্ছে না। এ জন্য সরকারের সহায়তা বড্ড প্রয়োজন। সরকারের কাছে দাবি, আলুর ন্যায্যমূল্য নির্ধারণ ও রপ্তানির সুযোগ করে দেওয়া হোক।’
উলিপুরের আলুচাষি হোসেন আলী বলেন, ‘৫ বিঘা জমিতে আলুর বীজ রোপণ করেছি। ফলন ও দাম ভালো পেলে লাভের মুখ দেখব।’
খামারবাড়ী কুড়িগ্রামের উপপরিচালক মো. মঞ্জুরুল হক বলেন, ‘এ অঞ্চলের মাটি আলু চাষের উপযোগী হওয়ায় চাষিরা ব্যাপক হারে আলু চাষাবাদ করছেন। আশা করছি, জেলায় এ বছর লক্ষ্যমাত্রার বেশি আলু উৎপাদিত হবে। এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলে রয়েছে। মৌসুমের শৈত্যপ্রবাহ মোকাবিলা করাসহ প্রয়োজনীয় কীটনাশক ও ছত্রাকনাশক প্রয়োগের ব্যাপারে আমরা কৃষকদের প্রশিক্ষণ ও পরামর্শ দিচ্ছি। কৃষকদের দাবির কথা বিবেচনা করে আলুর বাজারমূল্য নির্ধারণে সরকারের সংশ্লিষ্ট বিভাগে প্রস্তাবনা পাঠানো হবে।’
কুড়িগ্রামে চলতি মৌসুমে প্রায় সাত হাজার হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তবে গত বছরের লোকসানের ক্ষত নিয়েই পুরোদমে আলু চাষ শুরু করেছেন চাষিরা। সার ও কীটনাশকের দাম বেড়ে যাওয়ায় আলু চাষে ঝুঁকি নিচ্ছেন তাঁরা।
চলতি মৌসুমে সংরক্ষণে সরকারের সুদৃষ্টি কামনার পাশাপাশি বিদেশে রপ্তানির সুযোগ করে দেওয়ার দাবিও করছেন কুড়িগ্রামের আলুচাষিরা।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বছর জেলায় আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৯০০ হেক্টর। গত বৃহস্পতিবার পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, জেলায় মোট ৪ হাজার ৫০০ হেক্টর জমিতে আলুর বীজ রোপণ শেষ হয়েছে।
সরেজমিন দেখা গেছে, কৃষকেরা আলুর বীজ রোপণে ব্যস্ত। আবার কোথাও কোথাও জমি তৈরিতে ব্যস্ত।
কাঁঠালবাড়ী ইউনিয়নের চাষি মামুনুর রশীদ গত বছর লোকসান হলেও এবার আট একর জমিতে আলুর চাষ করেছেন। তবে উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় এবারও লোকসানের আশঙ্কা করছেন তিনি। কৃষকদের স্বার্থে আলুর ন্যায্যমূল্য নির্ধারণে সরকারের কার্যকর ভূমিকা দাবি তাঁর। তিনি বলেন, ‘গত বছর আলু চাষ করে ক্ষতির মুখে পড়েছিলাম। এবার সার ও কীটনাশকের দাম বেড়েছে। এতে খরচ আরও বেড়ে যাবে। তবে আশার কথা, বীজের দাম গতবারের তুলনায় কিছুটা কম। তবু লাভের আশা করা যাচ্ছে না। এ জন্য সরকারের সহায়তা বড্ড প্রয়োজন। সরকারের কাছে দাবি, আলুর ন্যায্যমূল্য নির্ধারণ ও রপ্তানির সুযোগ করে দেওয়া হোক।’
উলিপুরের আলুচাষি হোসেন আলী বলেন, ‘৫ বিঘা জমিতে আলুর বীজ রোপণ করেছি। ফলন ও দাম ভালো পেলে লাভের মুখ দেখব।’
খামারবাড়ী কুড়িগ্রামের উপপরিচালক মো. মঞ্জুরুল হক বলেন, ‘এ অঞ্চলের মাটি আলু চাষের উপযোগী হওয়ায় চাষিরা ব্যাপক হারে আলু চাষাবাদ করছেন। আশা করছি, জেলায় এ বছর লক্ষ্যমাত্রার বেশি আলু উৎপাদিত হবে। এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলে রয়েছে। মৌসুমের শৈত্যপ্রবাহ মোকাবিলা করাসহ প্রয়োজনীয় কীটনাশক ও ছত্রাকনাশক প্রয়োগের ব্যাপারে আমরা কৃষকদের প্রশিক্ষণ ও পরামর্শ দিচ্ছি। কৃষকদের দাবির কথা বিবেচনা করে আলুর বাজারমূল্য নির্ধারণে সরকারের সংশ্লিষ্ট বিভাগে প্রস্তাবনা পাঠানো হবে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে