চেয়ারম্যান হলেন দুই মুক্তিযোদ্ধার সন্তান

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২১, ০৯: ১৩
আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১২: ৫৫

কেননা পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদে (ইউপি) মুক্তিযোদ্ধার সন্তান আলমগীর হোসেন ও রায়হানপুর ইউপিতে মাইনুল ইসলাম নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

এর আগে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে পাথরঘাটা ইউপি নির্বাচনে দুই মুক্তিযোদ্ধা সন্তানের দলীয় মনোনয়নের দাবি জানিয়ে অর্ধশত বীর মুক্তিযোদ্ধা সংবাদ সম্মেলন করেন। এ সময় তাঁরা নির্বাচনে মুক্তিযোদ্ধা কোটাও দাবি করেছিলেন।

তৃতীয় ধাপে পাথরঘাটা উপজেলার চারটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত রোববার। এর মধ্যে পাথরঘাটা সদর ইউপিতে আলমগীর হোসেন, রায়হানপুর ইউপিতে মাইনুল ইসলাম, নাচনাপাড়া ইউপিতে মোহাম্মদ ফরিদ মিয়া বিপুল ভোটের ব্যবধানে ও চরদুয়ানী ইউপিতে আব্দুর রহমান জুয়েল বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শহিদুল আলম তালুকদার জানান, মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী উপজেলার সকল মুক্তিযোদ্ধা ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করে প্রার্থীদের জয়ী করেছেন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাবির হোসেন বলেন, ‘আলমগীর হোসেন এবং মাইনুল ইসলাম বিপুল ভোটে জয়ী হওয়ার মাধ্যমে মুক্তিযোদ্ধাদের ইচ্ছে পূরণ হয়েছে। পাশাপাশি অপর দুই প্রার্থী আব্দুর রহমান জুয়েল ও ফরিদ মিয়া বিজয়ী হওয়ার তাঁদের উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে অভিনন্দন জানাই।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত