কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখা ছাত্রলীগের সভাপতি রাফিউল আলম দীপ্তের বিরুদ্ধে নানা অভিযোগ পাওয়া গেছে। ওই হলের এক আবাসিক শিক্ষার্থীর সিটে অন্য শিক্ষার্থীকে তোলা, শিক্ষার্থীকে হল থেকে বের করে দেওয়া ও নিজের ইচ্ছানুযায়ী সিট বণ্টনসহ রয়েছে নানা অভিযোগ।
সরেজমিনে জানা গেছে, গত শনিবার রাতে সভাপতি রাফিউল আলম দীপ্ত কয়েকজন নেতা-কর্মী সঙ্গে নিয়ে ইচ্ছামতো হলের শিক্ষার্থীদের সিট বণ্টন করেন। এ সময় তিনি বিভিন্ন আবাসিক শিক্ষার্থীর সিটে অন্য শিক্ষার্থীকে তুললে শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি ও অসন্তোষের সৃষ্টি হয়।
দত্ত হলের আবাসিক শিক্ষার্থী মাহফুজুর রহমান বলেন, ‘আমি টাকা দিয়ে হলে থাকি। আমি একটা কাজে বর্তমানে ঢাকায় আছি। আমাকে না জানিয়ে আমার সিটে অন্য কীভাবে একজনকে হুট করে তোলেন বুঝি না। হল প্রভোস্ট আরও শক্ত হলে, এই সুযোগ পেতেন না। আমি এর বিচার চাই।’
হল শাখা ছাত্রলীগের সভাপতি রাফিউল আলম দিপ্ত বলেন, ‘গণ রুমে পোলাপান ছিল, তাঁদের আমি সিট দিয়েছি।’ সিট বণ্টনের অধিকার আপনার আছে কি-না এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি হলের প্রভোস্ট ও হাউস টিউটরদের সঙ্গে কথা বলে সিট বণ্টন করেছি।
তবে হলের প্রভোস্ট ড. মোহাম্মদ জুলহাস মিয়ার সঙ্গে কথা হলে এসব ব্যাপারে কিছুই জানেন না বলে তিনি জানান।
বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, ‘এই বিষয় আমি কিছুই জানি না। হলের সিট বণ্টনতো হল প্রভোস্টের কাজ। ছাত্রলীগ সিট বণ্টন করবে কেন? হলের আবাসিক শিক্ষার্থী হিসেবে হল প্রশাসনের সঙ্গে কথা বলে সমন্বয় করে সহযোগিতা করতে পারেন।’
সিনিয়র শিক্ষার্থী হল ছেড়ে দেওয়ার আগেই জুনিয়র শিক্ষার্থীদের তোলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, একজন সিটে থাকা অবস্থায় যদি আরেক জনকে তোলা অবশ্যই বেআইনি। হল শাখা ছাত্রলীগের সভাপতি এ ধরনের কিছু করে থাকলে তাঁকে সাংগঠনিক জবাবদিহিতার আওতায় আনা হবে।
এদিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ নিজেই দত্ত হলের ৩০০১ নম্বর রুম ৬ বছরের অধিক সময় ধরে দখল করে একাই থাকছেন। বর্তমানে সপ্তাহে ৪ দিন বাসায় থাকলেও তিনি এ রুমটি দখলে রেখেছেন। একটি রুম একাই দখল করে রাখার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বিভিন্ন সময় সাংগঠনিক কাজে আমার রুমটি ব্যবহার হয়।’
হলের প্রভোস্ট ড. মোহাম্মদ জুলহাস মিয়া বলেন, ‘সিট বণ্টনের ব্যাপারে আমি কিছু জানি না। আমাকে জানিয়ে সিট বণ্টন করা হয়নি। আর আমি হলে গিয়ে এই বিষয়গুলো খোঁজ নেব।’
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, ‘আমি হলের প্রভোস্টের কাছ থেকে শুনে কি ব্যবস্থা নেওয়া যায়, তা নেব।’
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখা ছাত্রলীগের সভাপতি রাফিউল আলম দীপ্তের বিরুদ্ধে নানা অভিযোগ পাওয়া গেছে। ওই হলের এক আবাসিক শিক্ষার্থীর সিটে অন্য শিক্ষার্থীকে তোলা, শিক্ষার্থীকে হল থেকে বের করে দেওয়া ও নিজের ইচ্ছানুযায়ী সিট বণ্টনসহ রয়েছে নানা অভিযোগ।
সরেজমিনে জানা গেছে, গত শনিবার রাতে সভাপতি রাফিউল আলম দীপ্ত কয়েকজন নেতা-কর্মী সঙ্গে নিয়ে ইচ্ছামতো হলের শিক্ষার্থীদের সিট বণ্টন করেন। এ সময় তিনি বিভিন্ন আবাসিক শিক্ষার্থীর সিটে অন্য শিক্ষার্থীকে তুললে শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি ও অসন্তোষের সৃষ্টি হয়।
দত্ত হলের আবাসিক শিক্ষার্থী মাহফুজুর রহমান বলেন, ‘আমি টাকা দিয়ে হলে থাকি। আমি একটা কাজে বর্তমানে ঢাকায় আছি। আমাকে না জানিয়ে আমার সিটে অন্য কীভাবে একজনকে হুট করে তোলেন বুঝি না। হল প্রভোস্ট আরও শক্ত হলে, এই সুযোগ পেতেন না। আমি এর বিচার চাই।’
হল শাখা ছাত্রলীগের সভাপতি রাফিউল আলম দিপ্ত বলেন, ‘গণ রুমে পোলাপান ছিল, তাঁদের আমি সিট দিয়েছি।’ সিট বণ্টনের অধিকার আপনার আছে কি-না এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি হলের প্রভোস্ট ও হাউস টিউটরদের সঙ্গে কথা বলে সিট বণ্টন করেছি।
তবে হলের প্রভোস্ট ড. মোহাম্মদ জুলহাস মিয়ার সঙ্গে কথা হলে এসব ব্যাপারে কিছুই জানেন না বলে তিনি জানান।
বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, ‘এই বিষয় আমি কিছুই জানি না। হলের সিট বণ্টনতো হল প্রভোস্টের কাজ। ছাত্রলীগ সিট বণ্টন করবে কেন? হলের আবাসিক শিক্ষার্থী হিসেবে হল প্রশাসনের সঙ্গে কথা বলে সমন্বয় করে সহযোগিতা করতে পারেন।’
সিনিয়র শিক্ষার্থী হল ছেড়ে দেওয়ার আগেই জুনিয়র শিক্ষার্থীদের তোলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, একজন সিটে থাকা অবস্থায় যদি আরেক জনকে তোলা অবশ্যই বেআইনি। হল শাখা ছাত্রলীগের সভাপতি এ ধরনের কিছু করে থাকলে তাঁকে সাংগঠনিক জবাবদিহিতার আওতায় আনা হবে।
এদিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ নিজেই দত্ত হলের ৩০০১ নম্বর রুম ৬ বছরের অধিক সময় ধরে দখল করে একাই থাকছেন। বর্তমানে সপ্তাহে ৪ দিন বাসায় থাকলেও তিনি এ রুমটি দখলে রেখেছেন। একটি রুম একাই দখল করে রাখার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বিভিন্ন সময় সাংগঠনিক কাজে আমার রুমটি ব্যবহার হয়।’
হলের প্রভোস্ট ড. মোহাম্মদ জুলহাস মিয়া বলেন, ‘সিট বণ্টনের ব্যাপারে আমি কিছু জানি না। আমাকে জানিয়ে সিট বণ্টন করা হয়নি। আর আমি হলে গিয়ে এই বিষয়গুলো খোঁজ নেব।’
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, ‘আমি হলের প্রভোস্টের কাছ থেকে শুনে কি ব্যবস্থা নেওয়া যায়, তা নেব।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে