মাগুরা প্রতিনিধি
দেশে করোনা শনাক্ত কমলেও রয়েছে বিধিনিষেধ। মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব মানার নির্দেশনাও রয়েছে। কিন্তু মাগুরা জেলাজুড়ে এ বিধিনিষেধের বাস্তবায়ন দেখা যাচ্ছে না। বিষয়টি ঝুঁকিপূর্ণ বলছে মাগুরা স্বাস্থ্য বিভাগ। সংশ্লিষ্টরা বলছেন, মাগুরায় এক মাসের বেশি সময় করোনা রোগী শনাক্ত হয়নি। কিন্তু স্বাস্থ্যবিধি না মানায় করোনা ফের বাড়তে পারে।
জেলার বিভিন্ন ধরনের প্রতিযোগিতা ও অনুষ্ঠানে কোনো রকম স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। সাম্প্রতিক সময়ে নৌকাবাইচে মধুমতী ও গড়াই নদীতে লক্ষাধিক মানুষের ভিড়ে দেখা যায়নি স্বাস্থ্যবিধি মানার কোনো প্রবণতা। আয়োজক কমিটিরা ঘোষণা করলেও সাধারণ মানুষের মধ্যে এখন করোনায় সচেতনতা নেই বললেই চলে। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও মাস্ক ব্যবহার আশঙ্কাজনক হারে কমে গেছে।
গ্রাম ও শহরের হাটবাজার ঘুরে দেখা গেছে, শতকরা ৪ থেকে ৮ জন এখন মাস্ক ব্যবহার করছেন। মাগুরা শহরের নতুন বাজারর এলাকায় আসা ক্রেতা রহমান শেখ বলেন, ‘করোনার টিকা নিয়েছি। এখন তাই মাস্ক ব্যবহার করছি না। এমনিতেই শুনছি করোনা রোগী মাগুরাতে আর নেই।’ একই বাজারের পাইকারি সবজি বিক্রেতা জামাল মিয়া বলেন, ‘করোনার টিকা নিচ্ছি তাইলে কি জন্যি। দেখেন টিকা নেওয়ার পর কোনো রোগী কিন্তু পাওয়া যাচ্ছে না। তাই মাস্ক বাড়ি রেখে আইছি।’
মাগুরা জেলা শহরের দুটি বড় বাজারের মধ্যে পুরাতন বাজার একটি। এ বাজারে মাছ কিনতে আসা শিক্ষক রবিউল হাসান বলেন, ‘মাস্ক পরে আসছি। সব সময় ব্যবহার করি। স্কুলে তো অবশ্যই পরে যাচ্ছি। তবে আমি গ্রামের স্কুল-কলেজে দেখেছি সেখানে শিক্ষার্থী শুধু নয় শিক্ষকেরাও মাস্ক ব্যবহার কমিয়ে দিয়েছেন।’
কাঁচাবাজার পুরাতন সমিতির সভাপতি জিয়া ইসলাম বলেন, ‘মাস্ক বিক্রেতারাও পরছে না আবার ক্রেতারাও বেশির ভাগ ব্যবহার করছে না। আমি সমিতির পক্ষ থেকে বলেছি নিজের নিরাপদ থাকতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে। কিন্তু জোর করে কি এসব করা যায়।’
সরকারি প্রাথমিক স্কুল ও কিন্ডারগার্টেন এ মাস্ক ব্যবহার শতভাগ থাকলে কমেছে হাইস্কুল ও কলেজ পর্যায়ে। মাগুরা সদরের ইউনিয়নের স্কুল ও কলেজে ঘুরে দেখা গেছে, সেখানে শতকরা ৭০ শতাংশ শিক্ষার্থী মাস্ক ব্যবহার করছে না। তাদের পাশাপাশি বেশ কিছু শিক্ষকও মানছেন না স্বাস্থ্যবিধি। তবে বিষয়টি সাময়িক বলেছেন সেই সব প্রতিষ্ঠানে প্রধানেরা।
মাগুরা সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউল ইসলাম জানান, সরকারি ঘোষণা মতে এখানে প্রতিটি শিক্ষার্থী মাস্ক পরে স্কুলে আসছে। যারা আনতে ভুলে যায় তাদের স্কুল থেকে মাস্ক সরবরাহ করা হচ্ছে। স্যানিটাইজার রাখা আছে, সবাই নিয়মিত এটি ব্যবহার করে।
এ বিষয়ে মাগুরা সিভিল সার্জন ডা. শহিদুল্লাহ দেওয়ান আজকের পত্রিকাকে বলেন, ‘মাস্ক ব্যবহার কমে যাচ্ছে। এটা খুবই ঝুঁকিপূর্ণ বিষয়। করোনা দেশ থেকে এখনো যায়নি। আমরা সতর্কতার সঙ্গে করোনা মোকাবিলা করছি। শতভাগ টিকার আওতায় সবাইকে আনার কার্যক্রম সরকার নিয়েছে। জেলার প্রায় ৬০ শতাংশ মানুষকে টিকার আওতায় এনেছি।’
শহিদুল্লাহ দেওয়ান আরও বলেন, ‘আমাদের স্বাস্থ্যবিধি না মানার জন্যই করোনা বাড়তে পারে। উন্নত দেশগুলোতে বিভিন্ন সময় এটা কিন্তু দেখা গেছে। তাই টিকা নেওয়ার পরও সবাইকে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে।’
এ পর্যন্ত মাগুরা জেলায় করোনায় মারা গেছেন ৯১ জন। শনাক্ত হয়েছে ৪ হাজার ১৫৪ জন।
দেশে করোনা শনাক্ত কমলেও রয়েছে বিধিনিষেধ। মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব মানার নির্দেশনাও রয়েছে। কিন্তু মাগুরা জেলাজুড়ে এ বিধিনিষেধের বাস্তবায়ন দেখা যাচ্ছে না। বিষয়টি ঝুঁকিপূর্ণ বলছে মাগুরা স্বাস্থ্য বিভাগ। সংশ্লিষ্টরা বলছেন, মাগুরায় এক মাসের বেশি সময় করোনা রোগী শনাক্ত হয়নি। কিন্তু স্বাস্থ্যবিধি না মানায় করোনা ফের বাড়তে পারে।
জেলার বিভিন্ন ধরনের প্রতিযোগিতা ও অনুষ্ঠানে কোনো রকম স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। সাম্প্রতিক সময়ে নৌকাবাইচে মধুমতী ও গড়াই নদীতে লক্ষাধিক মানুষের ভিড়ে দেখা যায়নি স্বাস্থ্যবিধি মানার কোনো প্রবণতা। আয়োজক কমিটিরা ঘোষণা করলেও সাধারণ মানুষের মধ্যে এখন করোনায় সচেতনতা নেই বললেই চলে। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও মাস্ক ব্যবহার আশঙ্কাজনক হারে কমে গেছে।
গ্রাম ও শহরের হাটবাজার ঘুরে দেখা গেছে, শতকরা ৪ থেকে ৮ জন এখন মাস্ক ব্যবহার করছেন। মাগুরা শহরের নতুন বাজারর এলাকায় আসা ক্রেতা রহমান শেখ বলেন, ‘করোনার টিকা নিয়েছি। এখন তাই মাস্ক ব্যবহার করছি না। এমনিতেই শুনছি করোনা রোগী মাগুরাতে আর নেই।’ একই বাজারের পাইকারি সবজি বিক্রেতা জামাল মিয়া বলেন, ‘করোনার টিকা নিচ্ছি তাইলে কি জন্যি। দেখেন টিকা নেওয়ার পর কোনো রোগী কিন্তু পাওয়া যাচ্ছে না। তাই মাস্ক বাড়ি রেখে আইছি।’
মাগুরা জেলা শহরের দুটি বড় বাজারের মধ্যে পুরাতন বাজার একটি। এ বাজারে মাছ কিনতে আসা শিক্ষক রবিউল হাসান বলেন, ‘মাস্ক পরে আসছি। সব সময় ব্যবহার করি। স্কুলে তো অবশ্যই পরে যাচ্ছি। তবে আমি গ্রামের স্কুল-কলেজে দেখেছি সেখানে শিক্ষার্থী শুধু নয় শিক্ষকেরাও মাস্ক ব্যবহার কমিয়ে দিয়েছেন।’
কাঁচাবাজার পুরাতন সমিতির সভাপতি জিয়া ইসলাম বলেন, ‘মাস্ক বিক্রেতারাও পরছে না আবার ক্রেতারাও বেশির ভাগ ব্যবহার করছে না। আমি সমিতির পক্ষ থেকে বলেছি নিজের নিরাপদ থাকতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে। কিন্তু জোর করে কি এসব করা যায়।’
সরকারি প্রাথমিক স্কুল ও কিন্ডারগার্টেন এ মাস্ক ব্যবহার শতভাগ থাকলে কমেছে হাইস্কুল ও কলেজ পর্যায়ে। মাগুরা সদরের ইউনিয়নের স্কুল ও কলেজে ঘুরে দেখা গেছে, সেখানে শতকরা ৭০ শতাংশ শিক্ষার্থী মাস্ক ব্যবহার করছে না। তাদের পাশাপাশি বেশ কিছু শিক্ষকও মানছেন না স্বাস্থ্যবিধি। তবে বিষয়টি সাময়িক বলেছেন সেই সব প্রতিষ্ঠানে প্রধানেরা।
মাগুরা সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউল ইসলাম জানান, সরকারি ঘোষণা মতে এখানে প্রতিটি শিক্ষার্থী মাস্ক পরে স্কুলে আসছে। যারা আনতে ভুলে যায় তাদের স্কুল থেকে মাস্ক সরবরাহ করা হচ্ছে। স্যানিটাইজার রাখা আছে, সবাই নিয়মিত এটি ব্যবহার করে।
এ বিষয়ে মাগুরা সিভিল সার্জন ডা. শহিদুল্লাহ দেওয়ান আজকের পত্রিকাকে বলেন, ‘মাস্ক ব্যবহার কমে যাচ্ছে। এটা খুবই ঝুঁকিপূর্ণ বিষয়। করোনা দেশ থেকে এখনো যায়নি। আমরা সতর্কতার সঙ্গে করোনা মোকাবিলা করছি। শতভাগ টিকার আওতায় সবাইকে আনার কার্যক্রম সরকার নিয়েছে। জেলার প্রায় ৬০ শতাংশ মানুষকে টিকার আওতায় এনেছি।’
শহিদুল্লাহ দেওয়ান আরও বলেন, ‘আমাদের স্বাস্থ্যবিধি না মানার জন্যই করোনা বাড়তে পারে। উন্নত দেশগুলোতে বিভিন্ন সময় এটা কিন্তু দেখা গেছে। তাই টিকা নেওয়ার পরও সবাইকে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে।’
এ পর্যন্ত মাগুরা জেলায় করোনায় মারা গেছেন ৯১ জন। শনাক্ত হয়েছে ৪ হাজার ১৫৪ জন।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে