জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে অপ্রকৃতিস্থ নারীর পরিবারের সন্ধান পাওয়া গেলেও দারিদ্র্যের কারণে তাঁকে নিতে আসছে না পরিবারের কেউ। অবশেষে মানবিক কারণে নারীর চিকিৎসার উদ্যোগ নিয়েছেন বিদ্যালয়ে শিক্ষক ও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ।
জানা গেছে, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রানীগঞ্জ উচ্চবিদ্যালয় ও রানীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফটকে গত তিন বছর ধরে চল্লিশ বছর বয়সী এক অপ্রকৃতিস্থ নারী থাকেন। করোনাকালে বিদ্যালয় বন্ধ থাকায় দুটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অসুবিধা না হলেও গত ৩ মার্চ বিদ্যালয় খোলার পর থেকে বিদ্যালয়ের প্রাঙ্গণে অযাচিত আচরণে বিপাকে পড়েন শিক্ষক ও শিক্ষার্থীরা।
রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ জানান, ওই নারীর পরিবারের সন্ধান চেয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দেওয়া হয়। পরে ওই নারীর পরিচয় পাওয়া যায়। ওই ঠিকানায় যোগাযোগ করা হলে নারীর বোন ও বোন জামাইয়ের সঙ্গে কথা হলে দারিদ্র্যের কারণে অপারগতা প্রকাশ করেন।
পরে রানীগঞ্জ ইউপি চেয়ারম্যানের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেই ওই নারীকে চিকিৎসা দেওয়ার। এ জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সমাজের বৃত্তবান ও প্রবাসীদের সহযোগিতা কামনা করা হয়।
রানীগঞ্জ ইউপি চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম বলেন, ‘ঈদের পর তাঁকে সিলেটে ভর্তি করে মানসিক চিকিৎসা দেওয়া হবে। আমরা চাই তাঁকে সুস্থ করে পরিবারের হাতে তুলে দিতে।’
ওই নারীর বোন রিনা বেগম বলেন, ‘তাঁর দুই বিয়ে হয়েছিল। দুই জায়গায় নির্যাতিত হওয়ার পর মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। মা-বাবা নেই। দুই ভাই দীর্ঘদিন ধরে প্রবাসে নিরুদ্দেশ। বোনের সেবায় তিনি পাশে থাকতে চাই। তবে অভাব অনটনের তা হয়ে উঠছে না।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজেদুল ইসলাম বলেন, ‘প্রধান শিক্ষক ও ইউপি চেয়ারম্যান উদ্যোগে সাধুবাদ জানাই। আমি ওই নারীকে সুস্থ করে তুলতে পাশে থাকব।’
সুনামগঞ্জের জগন্নাথপুরে অপ্রকৃতিস্থ নারীর পরিবারের সন্ধান পাওয়া গেলেও দারিদ্র্যের কারণে তাঁকে নিতে আসছে না পরিবারের কেউ। অবশেষে মানবিক কারণে নারীর চিকিৎসার উদ্যোগ নিয়েছেন বিদ্যালয়ে শিক্ষক ও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ।
জানা গেছে, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রানীগঞ্জ উচ্চবিদ্যালয় ও রানীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফটকে গত তিন বছর ধরে চল্লিশ বছর বয়সী এক অপ্রকৃতিস্থ নারী থাকেন। করোনাকালে বিদ্যালয় বন্ধ থাকায় দুটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অসুবিধা না হলেও গত ৩ মার্চ বিদ্যালয় খোলার পর থেকে বিদ্যালয়ের প্রাঙ্গণে অযাচিত আচরণে বিপাকে পড়েন শিক্ষক ও শিক্ষার্থীরা।
রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ জানান, ওই নারীর পরিবারের সন্ধান চেয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দেওয়া হয়। পরে ওই নারীর পরিচয় পাওয়া যায়। ওই ঠিকানায় যোগাযোগ করা হলে নারীর বোন ও বোন জামাইয়ের সঙ্গে কথা হলে দারিদ্র্যের কারণে অপারগতা প্রকাশ করেন।
পরে রানীগঞ্জ ইউপি চেয়ারম্যানের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেই ওই নারীকে চিকিৎসা দেওয়ার। এ জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সমাজের বৃত্তবান ও প্রবাসীদের সহযোগিতা কামনা করা হয়।
রানীগঞ্জ ইউপি চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম বলেন, ‘ঈদের পর তাঁকে সিলেটে ভর্তি করে মানসিক চিকিৎসা দেওয়া হবে। আমরা চাই তাঁকে সুস্থ করে পরিবারের হাতে তুলে দিতে।’
ওই নারীর বোন রিনা বেগম বলেন, ‘তাঁর দুই বিয়ে হয়েছিল। দুই জায়গায় নির্যাতিত হওয়ার পর মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। মা-বাবা নেই। দুই ভাই দীর্ঘদিন ধরে প্রবাসে নিরুদ্দেশ। বোনের সেবায় তিনি পাশে থাকতে চাই। তবে অভাব অনটনের তা হয়ে উঠছে না।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজেদুল ইসলাম বলেন, ‘প্রধান শিক্ষক ও ইউপি চেয়ারম্যান উদ্যোগে সাধুবাদ জানাই। আমি ওই নারীকে সুস্থ করে তুলতে পাশে থাকব।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে