সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানিতে বিপাকে পড়েছেন নীলফামারীর সৈয়দপুরের কৃষকেরা। তলিয়ে গেছে উপজেলার বেশ কিছু এলাকার জমির পাকা ও আধা পাকা ধান। ক্ষতি হয়েছে অন্য ফসলেরও।
গত শুক্রবার ভোর থেকে শুরু হয় বৃষ্টিপাত। যা থেমে থেমে গতকাল শনিবার পর্যন্ত অব্যাহত ছিল। স্থানীয় আবহাওয়া কার্যালয় জানায়, এ দুই দিনে উপজেলায় গড়ে ১৫৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা রংপুর বিভাগে সর্বোচ্চ। ভারী এই বৃষ্টিপাতে ধানসহ উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ৭ হাজার ৬৬৫ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। ব্রি-ধান ৮১, ব্রি-ধান ৮২, ব্রি-ধান ২৮, ব্রি-ধান ২৯, জিরাশাইলসহ হাইব্রিড জাতের বেশ কিছু ধানের আবাদ করেছেন কৃষকেরা। এ ছাড়া দুই হেক্টর প্রদর্শনী প্লটে প্রথমবারের মতো চাষ হয়েছে বঙ্গবন্ধু ধান ১০০।
ক্ষতিগ্রস্ত কয়েকজন কৃষক বলেন, ‘এর আগেও শিলাবৃষ্টি আর পানি বৃদ্ধির কারণে তলিয়ে যায় অনেক জমি। বৈরী আবহাওয়ার কারণে এবার ফসল উৎপাদনে খরচটাও উঠবে না হয়তো।’
গতকাল উপজেলার বোতলাগাড়ী, কামারপুকুর বাঙ্গালীপুরসহ বেশ কিছু এলাকায় গিয়ে দেখা গেছে, নিচু এলাকায় ফসলি জমি ডুবে গেছে। অনেক খেতে তলিয়ে থাকা ধানে পচন ধরেছে। কোথাও হাঁটুপানি কোথাও কোমর পর্যন্ত পানিতে নেমে ডুব দিয়ে কৃষক পরিবারের সদস্যরা আধা পাকা কিংবা কাঁচা ধান কাটছেন।
উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকার হামিদুর রহমান বলেন, ‘দুই বিঘা জমিতে ব্রি-২৮ ও ব্রি-২৯ ধানের আবাদ করেছিলাম। ফলনও ভালো হয়েছে। আর ১০ দিন গেলেই ফসল ঘরে তুলতাম। কিন্তু দুই দিনের বৃষ্টিতে সব ধান পানিতে তলিয়ে গেছে।’ উপজেলার কামারপুকুর ইউনিয়নের অসুরখাই গ্রামের ইমতিয়াজ হোসেন বলেন, ‘ঋণ নিয়ে নিজের দেড় বিঘা এবং চুক্তিতে আরও দুই বিঘা জমিতে ধানের আবাদ করেছি। ফসল ঘরে তুলে মেয়ের বিয়ে দেব বলে স্বপ্ন দেখেছিলাম। কিন্তু বৃষ্টির পানিতে স্বপ্ন যেন ভেসে গেল।’
সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা শাহীনা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘ভারী বৃষ্টিতে কৃষির ক্ষতির পরিমাণ নিরূপণের চেষ্টা চলছে। তবে জমিতে পানি জমে থাকলেও ধানের তেমন ক্ষতি হবে না।’
বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানিতে বিপাকে পড়েছেন নীলফামারীর সৈয়দপুরের কৃষকেরা। তলিয়ে গেছে উপজেলার বেশ কিছু এলাকার জমির পাকা ও আধা পাকা ধান। ক্ষতি হয়েছে অন্য ফসলেরও।
গত শুক্রবার ভোর থেকে শুরু হয় বৃষ্টিপাত। যা থেমে থেমে গতকাল শনিবার পর্যন্ত অব্যাহত ছিল। স্থানীয় আবহাওয়া কার্যালয় জানায়, এ দুই দিনে উপজেলায় গড়ে ১৫৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা রংপুর বিভাগে সর্বোচ্চ। ভারী এই বৃষ্টিপাতে ধানসহ উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ৭ হাজার ৬৬৫ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। ব্রি-ধান ৮১, ব্রি-ধান ৮২, ব্রি-ধান ২৮, ব্রি-ধান ২৯, জিরাশাইলসহ হাইব্রিড জাতের বেশ কিছু ধানের আবাদ করেছেন কৃষকেরা। এ ছাড়া দুই হেক্টর প্রদর্শনী প্লটে প্রথমবারের মতো চাষ হয়েছে বঙ্গবন্ধু ধান ১০০।
ক্ষতিগ্রস্ত কয়েকজন কৃষক বলেন, ‘এর আগেও শিলাবৃষ্টি আর পানি বৃদ্ধির কারণে তলিয়ে যায় অনেক জমি। বৈরী আবহাওয়ার কারণে এবার ফসল উৎপাদনে খরচটাও উঠবে না হয়তো।’
গতকাল উপজেলার বোতলাগাড়ী, কামারপুকুর বাঙ্গালীপুরসহ বেশ কিছু এলাকায় গিয়ে দেখা গেছে, নিচু এলাকায় ফসলি জমি ডুবে গেছে। অনেক খেতে তলিয়ে থাকা ধানে পচন ধরেছে। কোথাও হাঁটুপানি কোথাও কোমর পর্যন্ত পানিতে নেমে ডুব দিয়ে কৃষক পরিবারের সদস্যরা আধা পাকা কিংবা কাঁচা ধান কাটছেন।
উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকার হামিদুর রহমান বলেন, ‘দুই বিঘা জমিতে ব্রি-২৮ ও ব্রি-২৯ ধানের আবাদ করেছিলাম। ফলনও ভালো হয়েছে। আর ১০ দিন গেলেই ফসল ঘরে তুলতাম। কিন্তু দুই দিনের বৃষ্টিতে সব ধান পানিতে তলিয়ে গেছে।’ উপজেলার কামারপুকুর ইউনিয়নের অসুরখাই গ্রামের ইমতিয়াজ হোসেন বলেন, ‘ঋণ নিয়ে নিজের দেড় বিঘা এবং চুক্তিতে আরও দুই বিঘা জমিতে ধানের আবাদ করেছি। ফসল ঘরে তুলে মেয়ের বিয়ে দেব বলে স্বপ্ন দেখেছিলাম। কিন্তু বৃষ্টির পানিতে স্বপ্ন যেন ভেসে গেল।’
সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা শাহীনা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘ভারী বৃষ্টিতে কৃষির ক্ষতির পরিমাণ নিরূপণের চেষ্টা চলছে। তবে জমিতে পানি জমে থাকলেও ধানের তেমন ক্ষতি হবে না।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে