পরশুরাম (ফেনী) প্রতিনিধি
ফেনীর পরশুরামে চেক প্রতারণা মামলায় পৌর ভূমি অফিসের সহায়ক ফয়েজ উল্যাহ আনোয়ারকে (৩৫) কারাগারে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারের পর উপজেলা ছাত্রলীগের সাবেক এই দপ্তর সম্পাদককে আদালতে সোপর্দ করা হয়। পরে আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়।
পরশুরাম পৌর ভূমি অফিসের সহায়ক আনোয়ার পৌর এলাকার কোলাপাড়া গ্রামের আবদুল হকের ছেলে।
মামলার বাদী সাতকুচিয়া গ্রামের আবু তাহেরের ছেলে মো. তারেক জানান, নিজেদের মধ্যে ঘনিষ্ঠতা থাকায় ব্যবসার কথা বলে ২০১৯ সালে ছয় মাসের মধ্যে পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে ১০ লাখ টাকা নেন ফয়েজ উল্যাহ আনোয়ার। পরে জনতা ব্যাংক পরশুরাম শাখার একটি চেক দেন তিনি। কিন্তু ফয়েজ উল্যাহ আনোয়ারের স্বাক্ষরিত চেকের বিপরীতে জনতা ব্যাংকে কোনো টাকা না থাকায় ব্যাংক কর্তৃপক্ষ চেকটি ডিজঅনার করে। এ কারণে তিনি আদালতে মামলা করেন। আদালতে দীর্ঘ শুনানি শেষে গত ৬ জানুয়ারি তাঁর বিরুদ্ধে এক বছর জেল ও ১০ লাখ টাকা জরিমানার রায় দেন।
পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেন জানান, আসামিকে গ্রেপ্তারের পর আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।
ফেনীর পরশুরামে চেক প্রতারণা মামলায় পৌর ভূমি অফিসের সহায়ক ফয়েজ উল্যাহ আনোয়ারকে (৩৫) কারাগারে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারের পর উপজেলা ছাত্রলীগের সাবেক এই দপ্তর সম্পাদককে আদালতে সোপর্দ করা হয়। পরে আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়।
পরশুরাম পৌর ভূমি অফিসের সহায়ক আনোয়ার পৌর এলাকার কোলাপাড়া গ্রামের আবদুল হকের ছেলে।
মামলার বাদী সাতকুচিয়া গ্রামের আবু তাহেরের ছেলে মো. তারেক জানান, নিজেদের মধ্যে ঘনিষ্ঠতা থাকায় ব্যবসার কথা বলে ২০১৯ সালে ছয় মাসের মধ্যে পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে ১০ লাখ টাকা নেন ফয়েজ উল্যাহ আনোয়ার। পরে জনতা ব্যাংক পরশুরাম শাখার একটি চেক দেন তিনি। কিন্তু ফয়েজ উল্যাহ আনোয়ারের স্বাক্ষরিত চেকের বিপরীতে জনতা ব্যাংকে কোনো টাকা না থাকায় ব্যাংক কর্তৃপক্ষ চেকটি ডিজঅনার করে। এ কারণে তিনি আদালতে মামলা করেন। আদালতে দীর্ঘ শুনানি শেষে গত ৬ জানুয়ারি তাঁর বিরুদ্ধে এক বছর জেল ও ১০ লাখ টাকা জরিমানার রায় দেন।
পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেন জানান, আসামিকে গ্রেপ্তারের পর আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
১ দিন আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
১ দিন আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৫ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৯ দিন আগে