আজকের পত্রিকা ডেস্ক
হবিগঞ্জের লাখাই ও বানিয়াচং, মৌলভীবাজার সদর ও রাজনগর এবং সুনামগঞ্জের জগন্নাথপুর, দিরাই ও বিশ্বম্ভরপুরে ভোট গ্রহণ শেষ হয়েছে। আওয়ামী লীগ মনোনীত, বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীদের অংশগ্রহণের কারণে নানা শঙ্কা থাকলেও বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে উৎসবমুখর পরিবেশে।
গতকাল রোববার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত টানা চলে ভোট গ্রহণ। প্রতিটি কেন্দ্রেই ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
হবিগঞ্জ: দু-একটি ঘটনা ছাড়া উৎসবমুখর পরিবেশে এবং শান্তিপূর্ণভাবে হবিগঞ্জের লাখাই ও বানিয়াচং উপজেলার ২০টি ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের আগে প্রার্থীদের অভিযোগ এবং বেশ কয়েকটি সংঘাতের কারণে গতকাল রোববারের ভোট গ্রহণ ঘিরে নানা শঙ্কা ছিল ভোটারদের মধ্যে। এত শঙ্কার ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় খুশি ভোটাররা। এ ছাড়া ভোট নিয়ে প্রার্থীদেরও ছিল না কোনো অভিযোগ।
ভোটাররা জানান, বোরো মৌসুম হওয়ার কারণে সকালে পুরুষ ভোটাররা হাওরে কৃষিকাজে যান। তাই দুপুরের পর থেকে তাঁরা ভোটকেন্দ্রে আসেন। এদিকে কেন্দ্রগুলোর প্রায় ৫০ শতাংশই অধিক গুরুত্বপূর্ণ হওয়ায় নির্বাচন ঘিরে তিন স্তরে নিরাপত্তার ব্যবস্থা নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
জেলা পুলিশ জানিয়েছে, লাখাইয়ের ৬টি ইউপিতে ৫৫টি ও বানিয়াচংয়ের ১৪টি ইউপিতে ১৩১টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। দুই উপজেলায় ১৮৬টি কেন্দ্রে ১ হাজার ২০৮ জন পুলিশ সদস্যের সমন্বয়ে তিন স্তরের নিরাপত্তাবেষ্টনী গড়ে তোলা হয়। প্রতিটি কেন্দ্রে ১৬ জন করে আনসার-ভিডিপির সদস্য দায়িত্ব পালন করেন। এ ছাড়া বানিয়াচংয়ে তিন প্লাটুন ও লাখাইয়ে দুই প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, লাখাই উপজেলায় ৪ জন ও বানিয়াচংয়ে ১১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট আচরণবিধি পর্যবেক্ষণ করেন। এ ছাড়া দায়িত্বে রয়েছেন বিচারিক ম্যাজিস্ট্রেটরাও।
নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, লাখাই উপজেলার ৬টি ইউনিয়নের ভোটার সংখ্যা ১ লাখ ১৫ হাজার ৯৭৭ জন। এখানে প্রতিদ্বন্দ্বিতা করেন ৩৫৫ জন প্রার্থী। তাঁদের মধ্যে চেয়ারম্যান পদে ৩৩ জন, সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদে ৮৩ ও সাধারণ সদস্য পদে ২৩৯ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
বানিয়াচং উপজেলার ১৪টি ইউনিয়নে ভোটার সংখ্যা ২ লাখ ৩০ হাজার ১৪৬ জন। এখানে প্রতিদ্বন্দ্বিতা করেন ৮৩১ জন প্রার্থী। তাঁদের মধ্যে চেয়ারম্যান পদে ৬৯ জন, সংরক্ষিত সদস্য পদে ১৮৪ ও সাধারণ সদস্য পদে ৫৭৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
মৌলভীবাজার: মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলার ২০ ইউনিয়ন পরিষদে (ইউপি) উৎসবমুখর পরিবেশে ভোট শেষ হয়েছে। প্রিসাইডিং কর্মকর্তাদের তথ্যমতে গড়ে প্রায় ৮০ শতাংশ ভোটার ভোট দিয়েছেন।
মৌলভীবাজার সদর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, জেলা সদরের ১২টি ইউপিতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৬০ জন। সংরক্ষিত সদস্য পদে ১৩৯ জন এবং সাধারণ সদস্য পদে ৪২২ জনসহ মোট ৬২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
জেলা সদরের ১২টি ইউপিতে ১১৪টি ভোটকেন্দ্র রয়েছে। মোট ভোটার রয়েছেন ২ লাখ ৯ হাজার ১৫৯ জন। তাঁদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫ হাজার ৭৫৮ জন ও মহিলা ভোটার ১ লাখ ৩ হাজার ৪০১ জন।
রাজনগর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, রাজনগরের ৮টি ইউপিতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৩২ জন। তাঁদের মধ্যে কামারচাক ইউনিয়নে ক্ষমতাসীন দলের চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সংরক্ষিত সদস্য পদে ৯৬ জন এবং সাধারণ সদস্য পদে ৩১৫ জনসহ মোট ৪৪৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নাছের মোহাম্মদ রিকাবদার বলেন, ‘সারা দিন ভোটের মাঠে ছিলাম। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন-পরবর্তী সহিংসতারও কোনো সুযোগ নেই। কঠোর অবস্থানে আছি, থাকব।’
সুনামগঞ্জ: বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে সুনামগঞ্জের তিন উপজেলার ২১ ইউনিয়নের ভোট গ্রহণ শেষ হয়। জগন্নাথপুর, দিরাই ও বিশ্বম্ভরপুর উপজেলার ২১ ইউনিয়নের ২১০টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা ভোটকেন্দ্রে হাজির হন।
তবে তীব্র শীত আর বোরো আবাদে ব্যস্ত থাকায় সকালের দিকে পুরুষ ভোটারের সংখ্যা কম থাকলেও নারী ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুরুষ ভোটাররাও ভোটকেন্দ্রে আসেন।
শ্রীধরপাশা দারুল উলুম মাদ্রাসা কেন্দ্রে ভোট দিতে আসা ফরিদা বেগম বলেন, ‘পছন্দের প্রার্থীরে ভোট দিছি। এটাই ভালো লাগা।’
এদিকে জাল ভোট দেওয়ার অভিযোগে জগন্নাথপুর ও বিশ্বম্ভরপুর উপজেলা থেকে ৪ জনকে আটক করে পুলিশ।
তিন উপজেলার ২১ ইউনিয়নে ১২৭ চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের মধ্যে বিশ্বম্ভরপুরের ৫ ইউনিয়নে ৩১, জগন্নাথপুরের ৭ ইউনিয়নে ৩৭ এবং দিরাইয়ের ৯ ইউনিয়নে ৫৯ চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ‘বিগত ইউপি নির্বাচনেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এই নির্বাচনেও হবে না। এ বিষয়ে আমরা কঠোর ভূমিকা পালন করেছি।’
জেলা নির্বাচন কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার বলেন, ‘২১০টি কেন্দ্রেই কোনো ঝামেলা ছাড়াই ভোট গ্রহণ শেষ হয়েছে।’
হবিগঞ্জের লাখাই ও বানিয়াচং, মৌলভীবাজার সদর ও রাজনগর এবং সুনামগঞ্জের জগন্নাথপুর, দিরাই ও বিশ্বম্ভরপুরে ভোট গ্রহণ শেষ হয়েছে। আওয়ামী লীগ মনোনীত, বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীদের অংশগ্রহণের কারণে নানা শঙ্কা থাকলেও বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে উৎসবমুখর পরিবেশে।
গতকাল রোববার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত টানা চলে ভোট গ্রহণ। প্রতিটি কেন্দ্রেই ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
হবিগঞ্জ: দু-একটি ঘটনা ছাড়া উৎসবমুখর পরিবেশে এবং শান্তিপূর্ণভাবে হবিগঞ্জের লাখাই ও বানিয়াচং উপজেলার ২০টি ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের আগে প্রার্থীদের অভিযোগ এবং বেশ কয়েকটি সংঘাতের কারণে গতকাল রোববারের ভোট গ্রহণ ঘিরে নানা শঙ্কা ছিল ভোটারদের মধ্যে। এত শঙ্কার ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় খুশি ভোটাররা। এ ছাড়া ভোট নিয়ে প্রার্থীদেরও ছিল না কোনো অভিযোগ।
ভোটাররা জানান, বোরো মৌসুম হওয়ার কারণে সকালে পুরুষ ভোটাররা হাওরে কৃষিকাজে যান। তাই দুপুরের পর থেকে তাঁরা ভোটকেন্দ্রে আসেন। এদিকে কেন্দ্রগুলোর প্রায় ৫০ শতাংশই অধিক গুরুত্বপূর্ণ হওয়ায় নির্বাচন ঘিরে তিন স্তরে নিরাপত্তার ব্যবস্থা নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
জেলা পুলিশ জানিয়েছে, লাখাইয়ের ৬টি ইউপিতে ৫৫টি ও বানিয়াচংয়ের ১৪টি ইউপিতে ১৩১টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। দুই উপজেলায় ১৮৬টি কেন্দ্রে ১ হাজার ২০৮ জন পুলিশ সদস্যের সমন্বয়ে তিন স্তরের নিরাপত্তাবেষ্টনী গড়ে তোলা হয়। প্রতিটি কেন্দ্রে ১৬ জন করে আনসার-ভিডিপির সদস্য দায়িত্ব পালন করেন। এ ছাড়া বানিয়াচংয়ে তিন প্লাটুন ও লাখাইয়ে দুই প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, লাখাই উপজেলায় ৪ জন ও বানিয়াচংয়ে ১১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট আচরণবিধি পর্যবেক্ষণ করেন। এ ছাড়া দায়িত্বে রয়েছেন বিচারিক ম্যাজিস্ট্রেটরাও।
নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, লাখাই উপজেলার ৬টি ইউনিয়নের ভোটার সংখ্যা ১ লাখ ১৫ হাজার ৯৭৭ জন। এখানে প্রতিদ্বন্দ্বিতা করেন ৩৫৫ জন প্রার্থী। তাঁদের মধ্যে চেয়ারম্যান পদে ৩৩ জন, সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদে ৮৩ ও সাধারণ সদস্য পদে ২৩৯ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
বানিয়াচং উপজেলার ১৪টি ইউনিয়নে ভোটার সংখ্যা ২ লাখ ৩০ হাজার ১৪৬ জন। এখানে প্রতিদ্বন্দ্বিতা করেন ৮৩১ জন প্রার্থী। তাঁদের মধ্যে চেয়ারম্যান পদে ৬৯ জন, সংরক্ষিত সদস্য পদে ১৮৪ ও সাধারণ সদস্য পদে ৫৭৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
মৌলভীবাজার: মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলার ২০ ইউনিয়ন পরিষদে (ইউপি) উৎসবমুখর পরিবেশে ভোট শেষ হয়েছে। প্রিসাইডিং কর্মকর্তাদের তথ্যমতে গড়ে প্রায় ৮০ শতাংশ ভোটার ভোট দিয়েছেন।
মৌলভীবাজার সদর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, জেলা সদরের ১২টি ইউপিতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৬০ জন। সংরক্ষিত সদস্য পদে ১৩৯ জন এবং সাধারণ সদস্য পদে ৪২২ জনসহ মোট ৬২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
জেলা সদরের ১২টি ইউপিতে ১১৪টি ভোটকেন্দ্র রয়েছে। মোট ভোটার রয়েছেন ২ লাখ ৯ হাজার ১৫৯ জন। তাঁদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫ হাজার ৭৫৮ জন ও মহিলা ভোটার ১ লাখ ৩ হাজার ৪০১ জন।
রাজনগর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, রাজনগরের ৮টি ইউপিতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৩২ জন। তাঁদের মধ্যে কামারচাক ইউনিয়নে ক্ষমতাসীন দলের চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সংরক্ষিত সদস্য পদে ৯৬ জন এবং সাধারণ সদস্য পদে ৩১৫ জনসহ মোট ৪৪৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নাছের মোহাম্মদ রিকাবদার বলেন, ‘সারা দিন ভোটের মাঠে ছিলাম। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন-পরবর্তী সহিংসতারও কোনো সুযোগ নেই। কঠোর অবস্থানে আছি, থাকব।’
সুনামগঞ্জ: বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে সুনামগঞ্জের তিন উপজেলার ২১ ইউনিয়নের ভোট গ্রহণ শেষ হয়। জগন্নাথপুর, দিরাই ও বিশ্বম্ভরপুর উপজেলার ২১ ইউনিয়নের ২১০টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা ভোটকেন্দ্রে হাজির হন।
তবে তীব্র শীত আর বোরো আবাদে ব্যস্ত থাকায় সকালের দিকে পুরুষ ভোটারের সংখ্যা কম থাকলেও নারী ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুরুষ ভোটাররাও ভোটকেন্দ্রে আসেন।
শ্রীধরপাশা দারুল উলুম মাদ্রাসা কেন্দ্রে ভোট দিতে আসা ফরিদা বেগম বলেন, ‘পছন্দের প্রার্থীরে ভোট দিছি। এটাই ভালো লাগা।’
এদিকে জাল ভোট দেওয়ার অভিযোগে জগন্নাথপুর ও বিশ্বম্ভরপুর উপজেলা থেকে ৪ জনকে আটক করে পুলিশ।
তিন উপজেলার ২১ ইউনিয়নে ১২৭ চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের মধ্যে বিশ্বম্ভরপুরের ৫ ইউনিয়নে ৩১, জগন্নাথপুরের ৭ ইউনিয়নে ৩৭ এবং দিরাইয়ের ৯ ইউনিয়নে ৫৯ চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ‘বিগত ইউপি নির্বাচনেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এই নির্বাচনেও হবে না। এ বিষয়ে আমরা কঠোর ভূমিকা পালন করেছি।’
জেলা নির্বাচন কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার বলেন, ‘২১০টি কেন্দ্রেই কোনো ঝামেলা ছাড়াই ভোট গ্রহণ শেষ হয়েছে।’
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
২০ ঘণ্টা আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
১ দিন আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৫ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৮ দিন আগে