জমির উদ্দিন, চট্টগ্রাম
পারিবারিক অনটনের কারণে বাংলাদেশ রেলওয়ে সমবায় ঋণদান (সিসিএস) সমিতির কাছে সাড়ে ৩ লাখ টাকার জন্য আবেদন করেন সহকারী স্টেশনমাস্টার আল ইয়াসবা আক্তার। ঋণের টাকা অনুমোদিত হওয়ার পর তাঁর বেতন থেকে টাকা কাটতে শুরু করে ব্যাংক। কিন্তু সেই ঋণের টাকা ২ বছরেও পাননি আল ইয়াসবা। তিনি জানতে পারেন, সমিতির পরিচালক মিজানুর রহমান তাঁর ঋণের টাকা তুলে আত্মসাৎ করেছেন।
শুধু আল ইয়াসবা নন, রেলওয়ে হাসপাতালের ওয়ার্ডবয় লিটনের টাকাও একইভাবে আত্মসাৎ করা হয়। তিনিও দুই বছর আগে সাড়ে ৩ লাখ টাকার জন্য আবেদন করেছিলেন। আল ইয়াসবার মতো তাঁর টাকাও তুলে মিজানুর রহমান আর লিটনকে দেননি। একই অভিযোগ হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী প্রদীপ, এক্স-রে অপারেটর ওয়াহিদের।
খোঁজ নিয়ে জানা গেছে, শুধু হাসপাতালেরই ১৮ জন কর্মচারী সমিতির কাছে ঋণের আবেদন করেন। তা অনুমোদিত হওয়ার পরও তাঁরা কেউ টাকা পাননি।
মিজানুর রহমান এখন পর্যন্ত ১২ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলে প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। তাঁর বিরুদ্ধে মামলার প্রস্তুতির কথাও জানিয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।
ষোলশহরের সহকারী স্টেশনমাস্টার আল ইয়াসবা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘২০২১ সালের জানুয়ারিতে সিসিএসের কাছে ঋণের আবেদন করি। ঋণ অনুমোদনের পর ফেব্রুয়ারিতে বেতন থেকে ৭ হাজার টাকা কাটা শুরু হয়। কিন্তু দুই বছরেও ঋণের টাকা পাইনি। সিসিএসের পরিচালক মিজানুর রহমান টাকা তুলে নেন। আমাকে না দিয়ে সেই টাকা তিনি আত্মসাৎ করেন।’
আল ইয়াসবা আক্তার বলেন, ‘বিষয়টি নিয়ে পরিচালকের কাছে অনেকবার গিয়েছি, কিন্তু তিনি টাকা ফেরত দেবেন বলে আর দেননি। এখন তিনি আমার ফোন কলও ধরছেন না। বিষয়টি নিয়ে আমি রেলওয়ের জিএমকে (মহাব্যবস্থাপক) লিখিত আকারে জানাব।’
রেলওয়ে হাসপাতালের ওয়ার্ডবয় লিটন বলেন, ‘আমরা যে বেতন পাই, তা দিয়ে কোনোরকমে সংসার চলে। করোনার সময় খুব প্রয়োজন হওয়ায় সাড়ে ৩ লাখ টাকার জন্য আবেদন করেছিলাম; কিন্তু সেই টাকা এখনো পাইনি অথচ বেতন থেকে টাকাও কেটে নেওয়া হয়েছে কয়েকবার।’
ঋণের টাকা না পেয়ে পূর্বাঞ্চলের সিসিএস দপ্তরের অফিস সহকারী কামরুন নাহার, ওয়েম্যান বিষু ঘোষ, নিরাপত্তাপ্রহরী আবুল কালাম আজাদসহ ১০-১২ জন সমিতি বরাবর অভিযোগও করেছেন। সবাই সাড়ে ৩ লাখ টাকার জন্য আবেদন করেছিলেন। কিন্তু তাঁরা কেউ টাকা পাননি, উল্টো মাসিক বেতন থেকে ঋণের টাকা কেটে নেওয়া হয়।’
জানা গেছে, বিভিন্ন সময় ঋণের টাকা না পেয়ে সমিতির কাছে অর্ধশতাধিক কর্মচারী অভিযোগ করেছেন। পরে সমিতি তদন্ত কমিটি করে এর সত্যতাও পায়। একটি সূত্র জানিয়েছে, অন্তত এক কোটি টাকা আত্মসাৎ করেন মিজানুর রহমান।
সমিতির সচিব মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘অভিযোগ পাওয়ার পর মিজানুর রহমানের বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটি সম্প্রতি তদন্ত প্রতিবেদন জমা দেয়। চারজনের ১১-১২ লাখ টাকা মিজানুর রহমান হাতিয়ে নিয়েছেন বলে প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। তাঁর বিরুদ্ধে আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।’
অভিযোগের বিষয়ে মিজানুর রহমান বলেন, ‘যাঁরা অভিযোগ করেছেন, তাঁরা সবাই টাকা পেয়েছেন। আমি কারও টাকা মেরে খাইনি।’ তবে তদন্ত কমিটির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি কোনো উত্তর দেননি।
পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) জাহাঙ্গীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘সমিতির কাছে অনেকে অভিযোগ দিয়েছে বলে শুনেছি। তবে আমাকে কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ দিলে মিজানুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
পারিবারিক অনটনের কারণে বাংলাদেশ রেলওয়ে সমবায় ঋণদান (সিসিএস) সমিতির কাছে সাড়ে ৩ লাখ টাকার জন্য আবেদন করেন সহকারী স্টেশনমাস্টার আল ইয়াসবা আক্তার। ঋণের টাকা অনুমোদিত হওয়ার পর তাঁর বেতন থেকে টাকা কাটতে শুরু করে ব্যাংক। কিন্তু সেই ঋণের টাকা ২ বছরেও পাননি আল ইয়াসবা। তিনি জানতে পারেন, সমিতির পরিচালক মিজানুর রহমান তাঁর ঋণের টাকা তুলে আত্মসাৎ করেছেন।
শুধু আল ইয়াসবা নন, রেলওয়ে হাসপাতালের ওয়ার্ডবয় লিটনের টাকাও একইভাবে আত্মসাৎ করা হয়। তিনিও দুই বছর আগে সাড়ে ৩ লাখ টাকার জন্য আবেদন করেছিলেন। আল ইয়াসবার মতো তাঁর টাকাও তুলে মিজানুর রহমান আর লিটনকে দেননি। একই অভিযোগ হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী প্রদীপ, এক্স-রে অপারেটর ওয়াহিদের।
খোঁজ নিয়ে জানা গেছে, শুধু হাসপাতালেরই ১৮ জন কর্মচারী সমিতির কাছে ঋণের আবেদন করেন। তা অনুমোদিত হওয়ার পরও তাঁরা কেউ টাকা পাননি।
মিজানুর রহমান এখন পর্যন্ত ১২ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলে প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। তাঁর বিরুদ্ধে মামলার প্রস্তুতির কথাও জানিয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।
ষোলশহরের সহকারী স্টেশনমাস্টার আল ইয়াসবা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘২০২১ সালের জানুয়ারিতে সিসিএসের কাছে ঋণের আবেদন করি। ঋণ অনুমোদনের পর ফেব্রুয়ারিতে বেতন থেকে ৭ হাজার টাকা কাটা শুরু হয়। কিন্তু দুই বছরেও ঋণের টাকা পাইনি। সিসিএসের পরিচালক মিজানুর রহমান টাকা তুলে নেন। আমাকে না দিয়ে সেই টাকা তিনি আত্মসাৎ করেন।’
আল ইয়াসবা আক্তার বলেন, ‘বিষয়টি নিয়ে পরিচালকের কাছে অনেকবার গিয়েছি, কিন্তু তিনি টাকা ফেরত দেবেন বলে আর দেননি। এখন তিনি আমার ফোন কলও ধরছেন না। বিষয়টি নিয়ে আমি রেলওয়ের জিএমকে (মহাব্যবস্থাপক) লিখিত আকারে জানাব।’
রেলওয়ে হাসপাতালের ওয়ার্ডবয় লিটন বলেন, ‘আমরা যে বেতন পাই, তা দিয়ে কোনোরকমে সংসার চলে। করোনার সময় খুব প্রয়োজন হওয়ায় সাড়ে ৩ লাখ টাকার জন্য আবেদন করেছিলাম; কিন্তু সেই টাকা এখনো পাইনি অথচ বেতন থেকে টাকাও কেটে নেওয়া হয়েছে কয়েকবার।’
ঋণের টাকা না পেয়ে পূর্বাঞ্চলের সিসিএস দপ্তরের অফিস সহকারী কামরুন নাহার, ওয়েম্যান বিষু ঘোষ, নিরাপত্তাপ্রহরী আবুল কালাম আজাদসহ ১০-১২ জন সমিতি বরাবর অভিযোগও করেছেন। সবাই সাড়ে ৩ লাখ টাকার জন্য আবেদন করেছিলেন। কিন্তু তাঁরা কেউ টাকা পাননি, উল্টো মাসিক বেতন থেকে ঋণের টাকা কেটে নেওয়া হয়।’
জানা গেছে, বিভিন্ন সময় ঋণের টাকা না পেয়ে সমিতির কাছে অর্ধশতাধিক কর্মচারী অভিযোগ করেছেন। পরে সমিতি তদন্ত কমিটি করে এর সত্যতাও পায়। একটি সূত্র জানিয়েছে, অন্তত এক কোটি টাকা আত্মসাৎ করেন মিজানুর রহমান।
সমিতির সচিব মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘অভিযোগ পাওয়ার পর মিজানুর রহমানের বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটি সম্প্রতি তদন্ত প্রতিবেদন জমা দেয়। চারজনের ১১-১২ লাখ টাকা মিজানুর রহমান হাতিয়ে নিয়েছেন বলে প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। তাঁর বিরুদ্ধে আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।’
অভিযোগের বিষয়ে মিজানুর রহমান বলেন, ‘যাঁরা অভিযোগ করেছেন, তাঁরা সবাই টাকা পেয়েছেন। আমি কারও টাকা মেরে খাইনি।’ তবে তদন্ত কমিটির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি কোনো উত্তর দেননি।
পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) জাহাঙ্গীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘সমিতির কাছে অনেকে অভিযোগ দিয়েছে বলে শুনেছি। তবে আমাকে কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ দিলে মিজানুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে