ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে রয়েছেন মেয়েরা। এ ছাড়া শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ২৯। আর একজনও কৃতকার্য হননি, এমন প্রতিষ্ঠান রয়েছে একটি।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, পাস করা শিক্ষার্থীদের মধ্যে ছাত্রের সংখ্যা ৩১ হাজার ৭৮৫ জন। তাঁদের পাসের হার ৯৫ দশমিক ৪১ শতাংশ। অপরদিকে ৩৪ হাজার ৪৬৫ জন ছাত্রী পাস করেছেন। পাসের হার ৯৬ দশমিক ৯৫ শতাংশ। এ ছাড়া জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রসংখ্যা ৩ হাজার ৫৬৪ জন আর ছাত্রীর সংখ্যা ৪ হাজার ১২৩ জন।
পাসের হারে এগিয়ে নেত্রকোনা জেলা: ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে চার জেলার মধ্যে পাসের হারে এগিয়ে রয়েছে নেত্রকোনা জেলা। এ জেলায় পাসের হার ৯৬ দশমিক ৪৩ শতাংশ। এ ছাড়া জামালপুরে ৯৫ দশমিক ৯৬, ময়মনসিংহে ৯৫ দশমিক ৭০ এবং শেরপুরে পাসের হার ৯৪ দশমিক ৩৪ শতাংশ। চার জেলার ২৭৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেন।
এদিকে ময়মনসিংহ নগরীর ঐতিহ্যবাহী শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজে পাসের হার ৯৯ দশমিক ৭৮ শতাংশ। ১ হাজার ৩৯৬ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৯৫৪ জন। ফলাফল ঘোষণার পরপরই উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষক-শিক্ষার্থীরা।
মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পাওয়া শারমিন নাহার বলেন, ‘করোনার জন্য পরীক্ষা হবে কি না, তা নিয়ে খুব চিন্তায় ছিলাম। তবে অনলাইনে শিক্ষকদের ধারাবাহিক ক্লাসে সফলতা পেয়েছি। আশা করছি, সব সমস্যা কাটিয়ে ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারব।’
আরেক শিক্ষার্থী সুমন মিয়া বলেন, ‘পরীক্ষা পুরো না সংক্ষিপ্ত সিলেবাসে হবে, সেটা নিয়ে সব সময় চিন্তা কাজ করত। তবে আমরা সবাই ভালো ফল করেছি। শিক্ষকেরা আমাদের প্রতি খুব আন্তরিক ছিলেন। ফল প্রকাশের পর তাঁরা মিষ্টি খাইয়েছেন। এর চেয়ে আনন্দের আর কী হতে পারে।’
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের জ্যেষ্ঠ শিক্ষক মফিজুন নূর খোকা বলেন, ‘কলেজ বন্ধ থাকলেও অনলাইনে ক্লাস চালিয়ে গেছি আমরা। এ কারণে আমাদের কলেজ ফলাফলের দিক দিয়ে ময়মনসিংহ বিভাগে প্রথম হয়েছে।’
ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে রয়েছেন মেয়েরা। এ ছাড়া শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ২৯। আর একজনও কৃতকার্য হননি, এমন প্রতিষ্ঠান রয়েছে একটি।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, পাস করা শিক্ষার্থীদের মধ্যে ছাত্রের সংখ্যা ৩১ হাজার ৭৮৫ জন। তাঁদের পাসের হার ৯৫ দশমিক ৪১ শতাংশ। অপরদিকে ৩৪ হাজার ৪৬৫ জন ছাত্রী পাস করেছেন। পাসের হার ৯৬ দশমিক ৯৫ শতাংশ। এ ছাড়া জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রসংখ্যা ৩ হাজার ৫৬৪ জন আর ছাত্রীর সংখ্যা ৪ হাজার ১২৩ জন।
পাসের হারে এগিয়ে নেত্রকোনা জেলা: ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে চার জেলার মধ্যে পাসের হারে এগিয়ে রয়েছে নেত্রকোনা জেলা। এ জেলায় পাসের হার ৯৬ দশমিক ৪৩ শতাংশ। এ ছাড়া জামালপুরে ৯৫ দশমিক ৯৬, ময়মনসিংহে ৯৫ দশমিক ৭০ এবং শেরপুরে পাসের হার ৯৪ দশমিক ৩৪ শতাংশ। চার জেলার ২৭৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেন।
এদিকে ময়মনসিংহ নগরীর ঐতিহ্যবাহী শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজে পাসের হার ৯৯ দশমিক ৭৮ শতাংশ। ১ হাজার ৩৯৬ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৯৫৪ জন। ফলাফল ঘোষণার পরপরই উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষক-শিক্ষার্থীরা।
মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পাওয়া শারমিন নাহার বলেন, ‘করোনার জন্য পরীক্ষা হবে কি না, তা নিয়ে খুব চিন্তায় ছিলাম। তবে অনলাইনে শিক্ষকদের ধারাবাহিক ক্লাসে সফলতা পেয়েছি। আশা করছি, সব সমস্যা কাটিয়ে ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারব।’
আরেক শিক্ষার্থী সুমন মিয়া বলেন, ‘পরীক্ষা পুরো না সংক্ষিপ্ত সিলেবাসে হবে, সেটা নিয়ে সব সময় চিন্তা কাজ করত। তবে আমরা সবাই ভালো ফল করেছি। শিক্ষকেরা আমাদের প্রতি খুব আন্তরিক ছিলেন। ফল প্রকাশের পর তাঁরা মিষ্টি খাইয়েছেন। এর চেয়ে আনন্দের আর কী হতে পারে।’
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের জ্যেষ্ঠ শিক্ষক মফিজুন নূর খোকা বলেন, ‘কলেজ বন্ধ থাকলেও অনলাইনে ক্লাস চালিয়ে গেছি আমরা। এ কারণে আমাদের কলেজ ফলাফলের দিক দিয়ে ময়মনসিংহ বিভাগে প্রথম হয়েছে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে