ইসমাইল নাজিম, ঢাকা
বহুলপ্রতীক্ষিত ‘আমেরিকা’স গট ট্যালেন্ট’ (এজিটি)-এর ১৭তম সিজনের পর্দা নেমেছে গত মঙ্গলবার। এতে চ্যাম্পিয়ন হয়েছে লেবানিজ নৃত্যদল মাইয়াস। আরব নিউজ জানিয়েছে, এক মিলিয়ন মার্কিন ডলারের এই পুরস্কার জিতে অভিনন্দনের জোয়ারে ভাসছেন নৃত্যদলের তরুণীরা।
২০২১ সালে ‘ব্রিটেন’স গট ট্যালেন্ট’-এর মঞ্চেও দর্শক মাতিয়েছিল লেবাননের নৃত্যদল মাইয়াস। দলটি ২০১৯ সালে ‘আরব’স গট ট্যালেন্ট’-এ চ্যাম্পিয়ন হয়ে আরববিশ্বে ব্যাপক পরিচিতি পায়। ৩১ সদস্যের এই নৃত্যদলে রয়েছেন ১৩ থেকে ২৫ বছরের কিশোরী ও তরুণীরা। সবাই লেবাননের রাজধানী বৈরুতের বাসিন্দা। গানের তালে তালে দুর্দান্ত দলবদ্ধ নাচের মাধ্যমে দর্শকদের আনন্দ দেন তাঁরা। প্রতিভাবান লেবানিজ নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার নাদিম সেরফান মাইয়াস দলটির সাফল্যের পেছনের কারিগর। তিনিই দীর্ঘদিন ধরে দলটিকে গড়ে তুলেছেন।
নাদিম সেরফান বলেন, ‘এই জয় আমাকে আবার স্বপ্ন দেখার সুযোগ এনে দিয়েছে। কেউ যখন স্বপ্ন স্পর্শ করতে পারে, তখন সে নতুন স্বপ্নের সন্ধান করে। তাই আমি খুব খুশি। এখন মনে হচ্ছে, অপেক্ষা করার মতো, স্বপ্ন দেখার মতো এবং লড়াই করার মতো অনেক কিছুই বাকি আছে।’
মাইয়াস নৃত্যদলের এক সদস্য বিজয় উদ্যাপনের পর সংবাদমাধ্যমকে বলেন, ‘অবিশ্বাস্য! অনেক দিনের হাঁটুভাঙা পরিশ্রমের পর আমরা এখানে পৌঁছাতে পেরেছি। এই দিন দেখার জন্যই আমরা আমাদের কাজকর্ম, ঘর-বিদ্যালয় সব ছেড়ে দিনের পর দিন রিহার্সাল করেছি। এই সম্মাননা আমাদের এবং পুরো লেবাননের। আমরা পেরেছি।’
এজিটির অন্যতম বিচারক সোফিয়া ভারগারা মাইয়াসের সদস্যদের বিজয়ীর মুকুট পরিয়ে দিয়ে বলেন, ‘মাইয়াস এই পুরস্কারের যোগ্য। এই দুর্দিনে মাইয়াসের নারীরা আমাদের চোখ ধাঁধিয়ে দিয়েছে।’
আরেক বিচারক সাইমন কাওয়েল বলেন, ‘তাঁরা নিজেদের প্রতিভা বিশ্বের সামনে উপস্থাপন করে নিজের দেশের প্রতিনিধিত্ব করেছেন, এটি অনেক বড় ব্যাপার। আগামীর বিশ্ব তাঁদের হাতে।’
গত মঙ্গলবার অনুষ্ঠিত ফাইনালে মাইয়াসের বিজয়ী পারফরম্যান্স ছিল আলোর ঝলকানিতে সাদা পোশাকে পালক ছড়িয়ে আরবি স্টাইলের নাচ। এর মাধ্যমে তাঁরা লেবানিজ নববধূর রূপ তুলে ধরতে চেয়েছেন। দর্শকেরা তুমুল করতালি আর লেবাননের পতাকা উড়িয়ে অভিবাদন জানান।
মাইয়াস লেবাননের ভক্তদের অকুণ্ঠ সমর্থন পেয়েছে। লেবানিজ ব্রডকাস্টিং করপোরেশন ইন্টারন্যাশনাল ‘কেরমালাক ইয়া লেবনান’ স্লোগানে চমৎকার বিজ্ঞাপনের মাধ্যমে মাইয়াসের জন্য সমর্থন জুগিয়েছে। মাইয়াসের পরিচালক নাদিম সেরফান বলেন, ‘যাঁরা আমাদের সমর্থন দিয়েছেন, সবার প্রতি কৃতজ্ঞতা।’
চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে মাইয়াস অভিনন্দনের জোয়ারে ভাসছে। আরব বিশ্বের বিখ্যাত শোবিজ তারকা থেকে শুরু করে ধনাঢ্য ব্যবসায়ী, সবাই টুইটার-ইনস্টাগ্রামে মাইয়াসকে উষ্ণ অভিবাদন জানাচ্ছেন। লেবানিজ গায়িকা মায়া দায়াব লেখেন, ‘অসাধারণ শিল্পের মাধ্যমে মাইয়াস লেবাননের নাম বিশ্বদরবারে তুলে ধরেছে। আমরা আনন্দিত ও গর্বিত।’
মাইয়াসের ফাইনাল পারফরম্যান্স শেয়ার করে দুবাইয়ের লেবানিজ প্রভাবশালী ব্যক্তিত্ব কারেন ওয়াজেন লেখেন, ‘আমি বাক্রুদ্ধ!’
সূত্র: আরব নিউজ ও নেইজাবেনকুয়েট ডটকম
বহুলপ্রতীক্ষিত ‘আমেরিকা’স গট ট্যালেন্ট’ (এজিটি)-এর ১৭তম সিজনের পর্দা নেমেছে গত মঙ্গলবার। এতে চ্যাম্পিয়ন হয়েছে লেবানিজ নৃত্যদল মাইয়াস। আরব নিউজ জানিয়েছে, এক মিলিয়ন মার্কিন ডলারের এই পুরস্কার জিতে অভিনন্দনের জোয়ারে ভাসছেন নৃত্যদলের তরুণীরা।
২০২১ সালে ‘ব্রিটেন’স গট ট্যালেন্ট’-এর মঞ্চেও দর্শক মাতিয়েছিল লেবাননের নৃত্যদল মাইয়াস। দলটি ২০১৯ সালে ‘আরব’স গট ট্যালেন্ট’-এ চ্যাম্পিয়ন হয়ে আরববিশ্বে ব্যাপক পরিচিতি পায়। ৩১ সদস্যের এই নৃত্যদলে রয়েছেন ১৩ থেকে ২৫ বছরের কিশোরী ও তরুণীরা। সবাই লেবাননের রাজধানী বৈরুতের বাসিন্দা। গানের তালে তালে দুর্দান্ত দলবদ্ধ নাচের মাধ্যমে দর্শকদের আনন্দ দেন তাঁরা। প্রতিভাবান লেবানিজ নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার নাদিম সেরফান মাইয়াস দলটির সাফল্যের পেছনের কারিগর। তিনিই দীর্ঘদিন ধরে দলটিকে গড়ে তুলেছেন।
নাদিম সেরফান বলেন, ‘এই জয় আমাকে আবার স্বপ্ন দেখার সুযোগ এনে দিয়েছে। কেউ যখন স্বপ্ন স্পর্শ করতে পারে, তখন সে নতুন স্বপ্নের সন্ধান করে। তাই আমি খুব খুশি। এখন মনে হচ্ছে, অপেক্ষা করার মতো, স্বপ্ন দেখার মতো এবং লড়াই করার মতো অনেক কিছুই বাকি আছে।’
মাইয়াস নৃত্যদলের এক সদস্য বিজয় উদ্যাপনের পর সংবাদমাধ্যমকে বলেন, ‘অবিশ্বাস্য! অনেক দিনের হাঁটুভাঙা পরিশ্রমের পর আমরা এখানে পৌঁছাতে পেরেছি। এই দিন দেখার জন্যই আমরা আমাদের কাজকর্ম, ঘর-বিদ্যালয় সব ছেড়ে দিনের পর দিন রিহার্সাল করেছি। এই সম্মাননা আমাদের এবং পুরো লেবাননের। আমরা পেরেছি।’
এজিটির অন্যতম বিচারক সোফিয়া ভারগারা মাইয়াসের সদস্যদের বিজয়ীর মুকুট পরিয়ে দিয়ে বলেন, ‘মাইয়াস এই পুরস্কারের যোগ্য। এই দুর্দিনে মাইয়াসের নারীরা আমাদের চোখ ধাঁধিয়ে দিয়েছে।’
আরেক বিচারক সাইমন কাওয়েল বলেন, ‘তাঁরা নিজেদের প্রতিভা বিশ্বের সামনে উপস্থাপন করে নিজের দেশের প্রতিনিধিত্ব করেছেন, এটি অনেক বড় ব্যাপার। আগামীর বিশ্ব তাঁদের হাতে।’
গত মঙ্গলবার অনুষ্ঠিত ফাইনালে মাইয়াসের বিজয়ী পারফরম্যান্স ছিল আলোর ঝলকানিতে সাদা পোশাকে পালক ছড়িয়ে আরবি স্টাইলের নাচ। এর মাধ্যমে তাঁরা লেবানিজ নববধূর রূপ তুলে ধরতে চেয়েছেন। দর্শকেরা তুমুল করতালি আর লেবাননের পতাকা উড়িয়ে অভিবাদন জানান।
মাইয়াস লেবাননের ভক্তদের অকুণ্ঠ সমর্থন পেয়েছে। লেবানিজ ব্রডকাস্টিং করপোরেশন ইন্টারন্যাশনাল ‘কেরমালাক ইয়া লেবনান’ স্লোগানে চমৎকার বিজ্ঞাপনের মাধ্যমে মাইয়াসের জন্য সমর্থন জুগিয়েছে। মাইয়াসের পরিচালক নাদিম সেরফান বলেন, ‘যাঁরা আমাদের সমর্থন দিয়েছেন, সবার প্রতি কৃতজ্ঞতা।’
চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে মাইয়াস অভিনন্দনের জোয়ারে ভাসছে। আরব বিশ্বের বিখ্যাত শোবিজ তারকা থেকে শুরু করে ধনাঢ্য ব্যবসায়ী, সবাই টুইটার-ইনস্টাগ্রামে মাইয়াসকে উষ্ণ অভিবাদন জানাচ্ছেন। লেবানিজ গায়িকা মায়া দায়াব লেখেন, ‘অসাধারণ শিল্পের মাধ্যমে মাইয়াস লেবাননের নাম বিশ্বদরবারে তুলে ধরেছে। আমরা আনন্দিত ও গর্বিত।’
মাইয়াসের ফাইনাল পারফরম্যান্স শেয়ার করে দুবাইয়ের লেবানিজ প্রভাবশালী ব্যক্তিত্ব কারেন ওয়াজেন লেখেন, ‘আমি বাক্রুদ্ধ!’
সূত্র: আরব নিউজ ও নেইজাবেনকুয়েট ডটকম
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে