জামালপুর প্রতিনিধি
ছোট-বড় গর্তে বেহাল জামালপুর পৌর এলাকার মাছিমপুর-বেলটিয়া বাইপাস সড়কটি। এতে যান চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, কাজ শেষ করার তিন থেকে চার মাসের মধ্যেই পুরো সড়ক বেহাল হয়ে পড়েছে।
এর আগে, ২০১৮ সালের শুরুতে জামালপুর স্থানীয় সরকার বিভাগ (এলজিইডি) সাড়ে চার কিলোমিটারের সড়কটি জনসাধারণের জন্য খুলে দেয়। ৩ কোটি ৯৮ লাখ টাকা ব্যয়ে সড়কের নির্মাণকাজ শুরু হয় ২০১৭ সালে।
জামালপুর স্থানীয় সরকার বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সায়েদুজ্জামান সাদেক আজকের পত্রিকাকে জানান, ২০১৮ সালে সড়কটি খুলে দেওয়ার পর যান চলাচলে যে নির্দেশনা ছিল, সেটি না মানায় দ্রুত সময়ের মধ্যে সড়কটি ক্ষতিগ্রস্ত হয়। নতুন করে এই সড়কের সংস্কারকাজ করার জন্য জামালপুর সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরকে পত্র দেওয়া হয়েছে। সেই মতে সড়ক ও জনপথ অধিদপ্তরের সড়কটির জন্য নতুন করে প্রকল্প গ্রহণ করার কথা।
অন্যদিকে এই ধরনের কোনো পত্রের কথা জানেন না বলে জানিয়ে সড়ক ও জনপথ অধিদপ্তরের জামালপুরের নির্বাহী প্রকৌশলী খায়রুল বাশার মোহাম্মদ সাদ্দাম হোসেন বলেন, ‘সড়কটি এলজিইডির, তারা সড়কটি আমাদের দিয়েছে এমন কোনো কাগজপত্রই তো আমরা পাইনি। যেহেতু সড়কই আমাদের না, সে ক্ষেত্রে আমরা প্রকল্প কীভাবে গ্রহণ করব।’
জানা গেছে, জামালপুর স্থানীয় সরকার বিভাগ শহরের যানজট নিরসনে পৌরসভার বেলটিয়া হয়ে মাছিমপুর সড়কটির নির্মাণ প্রকল্প হাতে নেয়। সড়কটি নির্মাণ হলে বেলটিয়া থেকে শরিফপুর ইউনাইটেড পাওয়ার প্ল্যান মোড় পর্যন্ত জামালপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে যুক্ত হবে। ফলে দ্রুত সময়ের মধ্যে যানবাহন ও জনসাধারণ চলাচলের সুবিধা পাবে। কমবে শহরের যানজটের চাপ; কিন্তু সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় সব পরিকল্পনায় ভেস্তে গেছে।
সরেজমিনে দেখা গেছে, জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের শরিফপুর ইউনাইটেড পাওয়ার প্ল্যান্টের মোড় থেকে মাছিমপুর এলাকা পর্যন্ত সড়কটি ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।
জামালপুর-ময়মনসিংহ রেলওয়ে লেভেল ক্রসিংয়ের সামনেই সড়কটি ভেঙে বিশাল গর্তে পরিণত হয়েছে। গর্তে প্রায় হাঁটুসমান পানি, মাছিমপুর জামে মসজিদের সামনে গর্ত। এ কারণে কোনো যানবাহনই এই সড়ক দিয়ে চলাচল করতে পারে না। পুরো সড়কের পিচ উঠে গেছে। অনেক স্থানেই দেবে গিয়ে দেখা দিয়েছে ফাটল। সড়কের খানবাড়ি এলাকায় একটি কালভার্ট ভেঙে গেছে। সামনে কালভার্ট ভেঙে সড়কও দেবে গেছে।
বেলটিয়া ও মাছিমপুর এলাকার মানুষেরা জানান, সড়কটি নির্মাণের তিন থেকে চার মাসের মধ্যে ভেঙে দেবে গেছে। প্রায় চার কিলোমিটার রাস্তাজুড়েই এই অবস্থা। অনেক জায়গায় বড় বড় ফাটল দেখা দিয়েছে। এই সড়ক দিয়ে চলাচল করা মানুষের জন্য কষ্ট ও দুর্ভোগের যেন শেষ নেই।
ছোট-বড় গর্তে বেহাল জামালপুর পৌর এলাকার মাছিমপুর-বেলটিয়া বাইপাস সড়কটি। এতে যান চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, কাজ শেষ করার তিন থেকে চার মাসের মধ্যেই পুরো সড়ক বেহাল হয়ে পড়েছে।
এর আগে, ২০১৮ সালের শুরুতে জামালপুর স্থানীয় সরকার বিভাগ (এলজিইডি) সাড়ে চার কিলোমিটারের সড়কটি জনসাধারণের জন্য খুলে দেয়। ৩ কোটি ৯৮ লাখ টাকা ব্যয়ে সড়কের নির্মাণকাজ শুরু হয় ২০১৭ সালে।
জামালপুর স্থানীয় সরকার বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সায়েদুজ্জামান সাদেক আজকের পত্রিকাকে জানান, ২০১৮ সালে সড়কটি খুলে দেওয়ার পর যান চলাচলে যে নির্দেশনা ছিল, সেটি না মানায় দ্রুত সময়ের মধ্যে সড়কটি ক্ষতিগ্রস্ত হয়। নতুন করে এই সড়কের সংস্কারকাজ করার জন্য জামালপুর সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরকে পত্র দেওয়া হয়েছে। সেই মতে সড়ক ও জনপথ অধিদপ্তরের সড়কটির জন্য নতুন করে প্রকল্প গ্রহণ করার কথা।
অন্যদিকে এই ধরনের কোনো পত্রের কথা জানেন না বলে জানিয়ে সড়ক ও জনপথ অধিদপ্তরের জামালপুরের নির্বাহী প্রকৌশলী খায়রুল বাশার মোহাম্মদ সাদ্দাম হোসেন বলেন, ‘সড়কটি এলজিইডির, তারা সড়কটি আমাদের দিয়েছে এমন কোনো কাগজপত্রই তো আমরা পাইনি। যেহেতু সড়কই আমাদের না, সে ক্ষেত্রে আমরা প্রকল্প কীভাবে গ্রহণ করব।’
জানা গেছে, জামালপুর স্থানীয় সরকার বিভাগ শহরের যানজট নিরসনে পৌরসভার বেলটিয়া হয়ে মাছিমপুর সড়কটির নির্মাণ প্রকল্প হাতে নেয়। সড়কটি নির্মাণ হলে বেলটিয়া থেকে শরিফপুর ইউনাইটেড পাওয়ার প্ল্যান মোড় পর্যন্ত জামালপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে যুক্ত হবে। ফলে দ্রুত সময়ের মধ্যে যানবাহন ও জনসাধারণ চলাচলের সুবিধা পাবে। কমবে শহরের যানজটের চাপ; কিন্তু সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় সব পরিকল্পনায় ভেস্তে গেছে।
সরেজমিনে দেখা গেছে, জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের শরিফপুর ইউনাইটেড পাওয়ার প্ল্যান্টের মোড় থেকে মাছিমপুর এলাকা পর্যন্ত সড়কটি ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।
জামালপুর-ময়মনসিংহ রেলওয়ে লেভেল ক্রসিংয়ের সামনেই সড়কটি ভেঙে বিশাল গর্তে পরিণত হয়েছে। গর্তে প্রায় হাঁটুসমান পানি, মাছিমপুর জামে মসজিদের সামনে গর্ত। এ কারণে কোনো যানবাহনই এই সড়ক দিয়ে চলাচল করতে পারে না। পুরো সড়কের পিচ উঠে গেছে। অনেক স্থানেই দেবে গিয়ে দেখা দিয়েছে ফাটল। সড়কের খানবাড়ি এলাকায় একটি কালভার্ট ভেঙে গেছে। সামনে কালভার্ট ভেঙে সড়কও দেবে গেছে।
বেলটিয়া ও মাছিমপুর এলাকার মানুষেরা জানান, সড়কটি নির্মাণের তিন থেকে চার মাসের মধ্যে ভেঙে দেবে গেছে। প্রায় চার কিলোমিটার রাস্তাজুড়েই এই অবস্থা। অনেক জায়গায় বড় বড় ফাটল দেখা দিয়েছে। এই সড়ক দিয়ে চলাচল করা মানুষের জন্য কষ্ট ও দুর্ভোগের যেন শেষ নেই।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে