সম্পাদকীয়
তখন শামসুর রাহমান ম্যাট্রিক পরীক্ষা দিয়েছেন। ১৯৪৫ সালের কথা। আব্বা-আম্মা আজমির যাবেন বলে ঠিক করেছেন।এর আগেও অবশ্য সপরিবারে আজমির শরিফে গিয়েছেন তাঁরা, শামসুর রাহমান ম্যাট্রিকুলেশন পরীক্ষার জন্য যেতে পারেননি। এবার সুযোগ এল।
মাজারে অসম্ভব ভিড়। সেখানে তিনি দেখলেন বিখ্যাত অভিনেত্রী সরদার আখতারকে। বলিউডের তারকা তিনি। আওরাত, রোটি, আন্দাজ ছবি করেছেন। কিন্তু শামসুর রাহমান কথা বলতে পারলেন না সংকোচের কারণে।
মাজারে সবই ভালো লাগল, শুধু বুক চাপড়াতে চাপড়াতে ‘ইয়া খাজা দে দে’ বলা হচ্ছিল যখন, তখন তা খুব খারাপ লাগল তাঁর। আজমির শরিফের মাজারের ভেতর থেকে ভেসে আসা ফুলের ঘ্রাণ আর সেখানকার কাওয়ালি খুব মনে ধরেছিল শামসুরের। এ রকম কাওয়ালি খুব একটা শোনেননি তিনি।
শামসুর রাহমানের খুব ইচ্ছে হলো আগ্রায় যাবেন তাজমহল দেখতে। কিন্তু আলাভোলা ছেলেটিকে আব্বা একা ছাড়লেন না। আজমিরের খাদেমের ছোট ভাই শাহাবুদ্দিনকে সঙ্গে দিলেন রাহাখরচসহ।
আগ্রায় পৌঁছে দুপুরে রুটি-গোশত খাওয়া হলো। এরপর রওনা হলেন তাজমহলের উদ্দেশে এবং শুরুতেই আশা ভঙ্গ হলো! এটাকেই পৃথিবীর সপ্তম আশ্চর্যের এক আশ্চর্য বলা হয়! রবীন্দ্রনাথ আর সত্যেন্দ্রনাথ দত্ত এই তাজমহল নিয়েই কবিতা লিখেছেন! অনেকেই বলে, তাজমহল দেখার সেরা সময় হলো পূর্ণিমা রাত। কিন্তু সে অপেক্ষা আর কে করে!
শামসুর রাহমান ক্লান্ত হয়ে তাজমহলের শ্রেণিবদ্ধ ঝাউগাছের নিচে শুয়ে পড়লেন এবং তারপর গভীর ঘুমে আচ্ছন্ন হলেন। ঘুম ভাঙতেই দেখলেন, তাঁর মাথা ঘাসের ওপরে নেই। শাহাবুদ্দিন সাহেব তাঁর জানু পেতে সেখানেই রেখেছেন শামসুর রাহমানের মাথাটা।
সে সময় তাজমহলের সৌন্দর্য নিয়ে হতাশ হয়েছিলেন বলে পরে লজ্জাও পেয়েছেন। অনেকেই তাঁকে এ নিয়ে খেপাত। আর তখন চিত্তে ধ্বনি-প্রতিধ্বনি তুলত রবীন্দ্রনাথের কয়েকটি পঙ্ক্তি: হীরা মুক্তো মাণিক্যের ঘটা/যেন শূন্য দিগন্তের ইন্দ্রজাল ইন্দ্রচ্ছটা/যায় যদি লুপ্ত হয়ে যাক/শুধু থাক/একবিন্দু নয়নের জল/কালের কপোলতলে শুভ্র সমুজ্জ্বল/এ তাজমহল।
সূত্র: শামসুর রাহমানের গদ্যসংগ্রহ, সম্পাদনা গৌতম রায়, পৃষ্ঠা ৪৯-৫০
তখন শামসুর রাহমান ম্যাট্রিক পরীক্ষা দিয়েছেন। ১৯৪৫ সালের কথা। আব্বা-আম্মা আজমির যাবেন বলে ঠিক করেছেন।এর আগেও অবশ্য সপরিবারে আজমির শরিফে গিয়েছেন তাঁরা, শামসুর রাহমান ম্যাট্রিকুলেশন পরীক্ষার জন্য যেতে পারেননি। এবার সুযোগ এল।
মাজারে অসম্ভব ভিড়। সেখানে তিনি দেখলেন বিখ্যাত অভিনেত্রী সরদার আখতারকে। বলিউডের তারকা তিনি। আওরাত, রোটি, আন্দাজ ছবি করেছেন। কিন্তু শামসুর রাহমান কথা বলতে পারলেন না সংকোচের কারণে।
মাজারে সবই ভালো লাগল, শুধু বুক চাপড়াতে চাপড়াতে ‘ইয়া খাজা দে দে’ বলা হচ্ছিল যখন, তখন তা খুব খারাপ লাগল তাঁর। আজমির শরিফের মাজারের ভেতর থেকে ভেসে আসা ফুলের ঘ্রাণ আর সেখানকার কাওয়ালি খুব মনে ধরেছিল শামসুরের। এ রকম কাওয়ালি খুব একটা শোনেননি তিনি।
শামসুর রাহমানের খুব ইচ্ছে হলো আগ্রায় যাবেন তাজমহল দেখতে। কিন্তু আলাভোলা ছেলেটিকে আব্বা একা ছাড়লেন না। আজমিরের খাদেমের ছোট ভাই শাহাবুদ্দিনকে সঙ্গে দিলেন রাহাখরচসহ।
আগ্রায় পৌঁছে দুপুরে রুটি-গোশত খাওয়া হলো। এরপর রওনা হলেন তাজমহলের উদ্দেশে এবং শুরুতেই আশা ভঙ্গ হলো! এটাকেই পৃথিবীর সপ্তম আশ্চর্যের এক আশ্চর্য বলা হয়! রবীন্দ্রনাথ আর সত্যেন্দ্রনাথ দত্ত এই তাজমহল নিয়েই কবিতা লিখেছেন! অনেকেই বলে, তাজমহল দেখার সেরা সময় হলো পূর্ণিমা রাত। কিন্তু সে অপেক্ষা আর কে করে!
শামসুর রাহমান ক্লান্ত হয়ে তাজমহলের শ্রেণিবদ্ধ ঝাউগাছের নিচে শুয়ে পড়লেন এবং তারপর গভীর ঘুমে আচ্ছন্ন হলেন। ঘুম ভাঙতেই দেখলেন, তাঁর মাথা ঘাসের ওপরে নেই। শাহাবুদ্দিন সাহেব তাঁর জানু পেতে সেখানেই রেখেছেন শামসুর রাহমানের মাথাটা।
সে সময় তাজমহলের সৌন্দর্য নিয়ে হতাশ হয়েছিলেন বলে পরে লজ্জাও পেয়েছেন। অনেকেই তাঁকে এ নিয়ে খেপাত। আর তখন চিত্তে ধ্বনি-প্রতিধ্বনি তুলত রবীন্দ্রনাথের কয়েকটি পঙ্ক্তি: হীরা মুক্তো মাণিক্যের ঘটা/যেন শূন্য দিগন্তের ইন্দ্রজাল ইন্দ্রচ্ছটা/যায় যদি লুপ্ত হয়ে যাক/শুধু থাক/একবিন্দু নয়নের জল/কালের কপোলতলে শুভ্র সমুজ্জ্বল/এ তাজমহল।
সূত্র: শামসুর রাহমানের গদ্যসংগ্রহ, সম্পাদনা গৌতম রায়, পৃষ্ঠা ৪৯-৫০
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
১৯ ঘণ্টা আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
২১ ঘণ্টা আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৫ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৮ দিন আগে