উজিরপুর প্রতিনিধি
বরিশালের উজিরপুরের কাংশি গ্রামে ধামুরা-উজিরপুর খালের ওপর গার্ডার সেতু ৯ মাসের মধ্যে নির্মাণ করার কথা থাকলেও দীর্ঘ দেড় বছরেও নির্মিত হয়নি। সেতু নির্মাণে খালে বাঁধ দিয়ে রাখায় পানি চলাচল বন্ধ হয়ে বিপাকে পড়েছেন এলাকার বোরোচাষিরা।
উপজেলা এলজিইডি কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২০ সালে আইবিআরপি প্রকল্পের আওতায় ১৫ মিটার দৈর্ঘ্যের গার্ডার সেতুটি নির্মাণের জন্য ১ কোটি ৪৪ লাখ ৪০ হাজার ৬৪ টাকা বরাদ্দ করা হয়। ২০২০ সালের ১৮ অক্টোবর সেতু নির্মাণের কার্যাদেশ পায় মেসার্স রুপালী কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কার্যাদেশ পাওয়ার ৯ মাসের মধ্যে (অর্থাৎ ২০২১ সালের ১৮ জুলাই) নির্মাণকাজ সম্পন্ন হওয়ার কথা ছিল।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, সেতু নির্মাণের শুরু থেকে এ পর্যন্ত ঠিকাদারি প্রতিষ্ঠানটি ব্রিজের গার্ডার নির্মাণের কাজই সম্পন্ন করতে পারেনি। বর্তমানে কাজ বন্ধ রয়েছে। কবে নাগাদ সেতুটি নির্মাণ শেষ হবে তা কেউ বলতে পাড়ছেন না।
স্থানীয় কৃষকদের অভিযোগ, দুই বছর আগে নির্মাণের জন্য খালে বাঁধ দেওয়া হয়েছে। ফলে গত বছর ওই এলাকার পাঁচটি বোরো ব্লকে সেচ সংকট দেখা দেয়। খালে বাঁধ থাকায় চলতি বোরো মৌসুমেও চরম সেচ সংকট দেখা দিয়েছে। ফলে বোরো ধানের ফলন বিপর্যয়ের আশঙ্কায় আছেন তাঁরা।
এ বিষয়ে মেসার্স রুপালী কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী অরুন সুমনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও ফোন নম্বর বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি। করে বরিশাল এলজিইডি বিভাগের নির্বাহী প্রকৌশলী শরীফ মো. জামাল উদ্দিন বলেন, ইতিমধ্যে ঠিকাদারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করার জন্য এলজিইডি থেকে তদারকি করা হবে।
বরিশালের উজিরপুরের কাংশি গ্রামে ধামুরা-উজিরপুর খালের ওপর গার্ডার সেতু ৯ মাসের মধ্যে নির্মাণ করার কথা থাকলেও দীর্ঘ দেড় বছরেও নির্মিত হয়নি। সেতু নির্মাণে খালে বাঁধ দিয়ে রাখায় পানি চলাচল বন্ধ হয়ে বিপাকে পড়েছেন এলাকার বোরোচাষিরা।
উপজেলা এলজিইডি কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২০ সালে আইবিআরপি প্রকল্পের আওতায় ১৫ মিটার দৈর্ঘ্যের গার্ডার সেতুটি নির্মাণের জন্য ১ কোটি ৪৪ লাখ ৪০ হাজার ৬৪ টাকা বরাদ্দ করা হয়। ২০২০ সালের ১৮ অক্টোবর সেতু নির্মাণের কার্যাদেশ পায় মেসার্স রুপালী কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কার্যাদেশ পাওয়ার ৯ মাসের মধ্যে (অর্থাৎ ২০২১ সালের ১৮ জুলাই) নির্মাণকাজ সম্পন্ন হওয়ার কথা ছিল।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, সেতু নির্মাণের শুরু থেকে এ পর্যন্ত ঠিকাদারি প্রতিষ্ঠানটি ব্রিজের গার্ডার নির্মাণের কাজই সম্পন্ন করতে পারেনি। বর্তমানে কাজ বন্ধ রয়েছে। কবে নাগাদ সেতুটি নির্মাণ শেষ হবে তা কেউ বলতে পাড়ছেন না।
স্থানীয় কৃষকদের অভিযোগ, দুই বছর আগে নির্মাণের জন্য খালে বাঁধ দেওয়া হয়েছে। ফলে গত বছর ওই এলাকার পাঁচটি বোরো ব্লকে সেচ সংকট দেখা দেয়। খালে বাঁধ থাকায় চলতি বোরো মৌসুমেও চরম সেচ সংকট দেখা দিয়েছে। ফলে বোরো ধানের ফলন বিপর্যয়ের আশঙ্কায় আছেন তাঁরা।
এ বিষয়ে মেসার্স রুপালী কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী অরুন সুমনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও ফোন নম্বর বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি। করে বরিশাল এলজিইডি বিভাগের নির্বাহী প্রকৌশলী শরীফ মো. জামাল উদ্দিন বলেন, ইতিমধ্যে ঠিকাদারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করার জন্য এলজিইডি থেকে তদারকি করা হবে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে