লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে গ্রামে গ্রামে ঘুরে টিকা নিবন্ধন করছেন একদল তরুণ-যুবক। স্ব-উদ্যোগে নিজেদের এ কার্যক্রম এলাকায় দৃষ্টান্ত স্থাপন করেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিদিন সকালে তাঁরা ল্যাপটপ অথবা ট্যাব নিয়ে বের হন একেক গ্রামের উদ্দেশে। প্রত্যন্ত গ্রামের মানুষের বাড়ির আঙিনায় গিয়ে তাঁদের কাছ থেকে টেবিল-চেয়ার নিয়ে বসেন তাঁরা। প্রযুক্তির বাইরে থাকা সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে বিনা মূল্যে টিকা নিবন্ধন ক্যাম্পিংয়ের পাশাপাশি মানুষকে সচেতন করতে লিফলেট ও সুরক্ষা সামগ্রী বিতরণ করেন। স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘সেবা সামাজিক সংঘে’র ব্যানারে এ কার্যক্রম চালাচ্ছেন।
উপজেলার পানঘাটা গ্রামের আলেয়া বেগম (৪৭) বলেন, বাড়ির কাজে ব্যস্ত থাকায় দোকানে গিয়ে টিকা নিবন্ধন করা সম্ভব হয় না। গ্রামে এসে রেজিস্ট্রেশন করে দেওয়ায় তাঁরা অনেক খুশি। এতে খরচ হয় না, আবার সময় অপচয় হচ্ছে না। শুধু কার্ড নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে টিকা নিয়ে আসছেন।
গোধড়া গ্রামের সামসুল ইসলাম (৬৫) বলেন, একদল তরুণ-যুবক গ্রামে গ্রামে ঘুরে সুবিধাবঞ্চিত মানুষের করোনার টিকা নিবন্ধন করে দিচ্ছেন। এতে মহামারি করোনা থেকে সাধারণ মানুষ মুক্তি পাচ্ছেন।
সেবা সামাজিক সংঘের সভাপতি মো. ইমন আলী বলেন, সংগঠনের ৩৩ জন শিক্ষিত তরুণ-যুবক এ পর্যন্ত বিভিন্ন গ্রামে ক্যাম্পিংয়ের মাধ্যমে প্রায় ১০ হাজার সুবিধাবঞ্চিত মানুষকে টিকা আওতায় আনতে পেরেছেন। এ ছাড়া বিভিন্ন সেবামূলক কাজ করছেন তাঁরা।
নাটোরের লালপুরে গ্রামে গ্রামে ঘুরে টিকা নিবন্ধন করছেন একদল তরুণ-যুবক। স্ব-উদ্যোগে নিজেদের এ কার্যক্রম এলাকায় দৃষ্টান্ত স্থাপন করেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিদিন সকালে তাঁরা ল্যাপটপ অথবা ট্যাব নিয়ে বের হন একেক গ্রামের উদ্দেশে। প্রত্যন্ত গ্রামের মানুষের বাড়ির আঙিনায় গিয়ে তাঁদের কাছ থেকে টেবিল-চেয়ার নিয়ে বসেন তাঁরা। প্রযুক্তির বাইরে থাকা সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে বিনা মূল্যে টিকা নিবন্ধন ক্যাম্পিংয়ের পাশাপাশি মানুষকে সচেতন করতে লিফলেট ও সুরক্ষা সামগ্রী বিতরণ করেন। স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘সেবা সামাজিক সংঘে’র ব্যানারে এ কার্যক্রম চালাচ্ছেন।
উপজেলার পানঘাটা গ্রামের আলেয়া বেগম (৪৭) বলেন, বাড়ির কাজে ব্যস্ত থাকায় দোকানে গিয়ে টিকা নিবন্ধন করা সম্ভব হয় না। গ্রামে এসে রেজিস্ট্রেশন করে দেওয়ায় তাঁরা অনেক খুশি। এতে খরচ হয় না, আবার সময় অপচয় হচ্ছে না। শুধু কার্ড নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে টিকা নিয়ে আসছেন।
গোধড়া গ্রামের সামসুল ইসলাম (৬৫) বলেন, একদল তরুণ-যুবক গ্রামে গ্রামে ঘুরে সুবিধাবঞ্চিত মানুষের করোনার টিকা নিবন্ধন করে দিচ্ছেন। এতে মহামারি করোনা থেকে সাধারণ মানুষ মুক্তি পাচ্ছেন।
সেবা সামাজিক সংঘের সভাপতি মো. ইমন আলী বলেন, সংগঠনের ৩৩ জন শিক্ষিত তরুণ-যুবক এ পর্যন্ত বিভিন্ন গ্রামে ক্যাম্পিংয়ের মাধ্যমে প্রায় ১০ হাজার সুবিধাবঞ্চিত মানুষকে টিকা আওতায় আনতে পেরেছেন। এ ছাড়া বিভিন্ন সেবামূলক কাজ করছেন তাঁরা।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে