শিপুল ইসলাম, তারাগঞ্জ
আমন খেত ঘিরে এবার মনে ভীষণ আনন্দ ছিল তারাগঞ্জের মেনানগর গ্রামের আশরাফুল ইসলামের। কারণ এবার বন্যা কম হওয়ায় তাঁর আমন ধান ডুবে যায়নি। সেই খেতের গাছ থেকে ধানের শিষ বেরিয়েছে। শিষের অধিকাংশ ধান চিটা হওয়ায় তাঁর হাসিমুখ মলিন হয়ে গেছে।
আশরাফুল ইসলাম আজকের পত্রিকার এই প্রতিবেদককে বলেন, ‘এইবার হলফলা ধান খেত দেখি মনোত খুব আনন্দ আছলো। ভাবছুনু ভালোই ধান হইবে। ধান বেচে লাভের টাকা দিয়া ধার দেনা শোধ করিম। কিন্তু তাক কোনটে হওচে। ধানের খেতোত শিষ বেরার পর দেখছো আধেক (অর্ধেক) ধান পাতান (চিটা) হয়া গেইচে। এবার মনে হয় আবাদের টাকায় উঠার নেয়।’
এ সম্পর্কে উপজেলা কৃষি কর্মকর্তা উর্মি তাবাসসুম বলেন, তাপমাত্রার তারতম্য এবং ঝোড়ো বাতাসের কারণে ধানের গাছ থেকে প্রস্বেদন প্রক্রিয়ায় পানি বেরিয়ে গেলে ফুলের অঙ্গ গঠনে বাধা পায়। এ ছাড়া পরাগায়ন ও ধানের মধ্যে চালের বৃদ্ধি ব্যাহত হয়। এ কারণে ধানের থোড় বা শিষের রং বদলে গিয়ে চিটায় পরিণত হয়। প্রচণ্ড তাপদাহের পর গত ১৯ অক্টোবর থেকে টানা তিন দিন বৃষ্টিপাত হওয়ায় ধারণা করা হচ্ছে ধানের ফুল পর্যায়ে পরাগায়ন হয়নি। ফলে কিছু কিছু খেতের ধানের শিষের ধান চিটা হয়েছে। ব্যাকটেরিয়ার কারণেও ধান চিটা হয়ে থাকে। কৃষকদের ব্যাকটেরিয়া নাশক স্প্রে করার পরামর্শ দেওয়া হচ্ছে।
গত শুক্রবার উপজেলার ইকরচালী, হাড়িয়ারকুঠি, সয়ার, আলমপুর ও কুর্শার বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়, ধান খেতে সবেমাত্র শিষ বের হয়েছে। কিন্তু খেত সাদা ও হলুদ বর্ণ ধারণ করেছে। শুকিয়ে গেছে অনেক আমন খেতের শিষ।
বাটুপাড়া গ্রামের গোলজার হোসেন (৬৫) সয়ার পশ্চিম মাঠে এক একর জমিতে আমন চাষ করেছেন। খেতের অধিকাংশ শিষের ধান চিটা হয়ে গেছে। ওই মাঠে গোলজার হোসেন বলেন, ‘এমনি আমন ধানের ফলন কম, তাঁর ওপর ধান চিটা হয়া গেইছে। কয়েকবার কীটনাশক দিয়াও কোনো কাম হওচে না। এবার হামার মরণ দশা।’
ওই মাঠে কথা হয় মমিজ উদ্দিনের সঙ্গে। তিনি বলেন, ‘অনেক আশা নিয়ে ৪০ শতক জমিত গুটি স্বর্ণা জাতের ধান লাগিয়েছিলাম। ১৫ দিন আগে বৃষ্টির পর খেতে অর্ধেক ধান চিটা হয়ে গেছে। এখন কী করমো, কিছুই বুঝে উঠতে পারছি না। খেত জুড়ে ধান মরে সাদা ও হলুদ হয়ে গেছে। শিষে থাকা ধান চিটা হয়ে গেছে।’
দোলাপাড়ার মাঠে মেনানগর গ্রামের নুরুল ইসলাম (৫০) বলেন, ‘খেতের অর্ধেক ধান শুকি গেইছে। খড় ছাড়া কিছু নাই। ধান না হইলে খামো কি?
ডাঙ্গাপাড়া গ্রামের কৃষক নজরুল মিয়া (৫০) এবার তিনি ৪০ শতক জমিতে আমন লাগিয়েছেন। তিনি বলেন, ‘কৃষাণের পোড়া কপাল। কত কষ্ট করি ধান কোনা আবাদ করনু। তাক পাতান হয়া গেল। জমির মালিকোক কি দেইম, মুই কি নেই। খরচের টাকায় উঠবে না। ধান টিপি দেখ চাল নাই।’
উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলার পাঁচটি ইউনিয়নে ৯ হাজার ৯৪০ হেক্টর জমিতে আমন চাষ হয়েছে। প্রচণ্ড রোদের পর হঠাৎ ধান বের হওয়ার সময় বৃষ্টিপাত হওয়ায় কৃষকের আমন ধান চিটা হয়ে যাচ্ছে। এতে লোকসানের মুখে পড়বেন চাষিরা।
আমন খেত ঘিরে এবার মনে ভীষণ আনন্দ ছিল তারাগঞ্জের মেনানগর গ্রামের আশরাফুল ইসলামের। কারণ এবার বন্যা কম হওয়ায় তাঁর আমন ধান ডুবে যায়নি। সেই খেতের গাছ থেকে ধানের শিষ বেরিয়েছে। শিষের অধিকাংশ ধান চিটা হওয়ায় তাঁর হাসিমুখ মলিন হয়ে গেছে।
আশরাফুল ইসলাম আজকের পত্রিকার এই প্রতিবেদককে বলেন, ‘এইবার হলফলা ধান খেত দেখি মনোত খুব আনন্দ আছলো। ভাবছুনু ভালোই ধান হইবে। ধান বেচে লাভের টাকা দিয়া ধার দেনা শোধ করিম। কিন্তু তাক কোনটে হওচে। ধানের খেতোত শিষ বেরার পর দেখছো আধেক (অর্ধেক) ধান পাতান (চিটা) হয়া গেইচে। এবার মনে হয় আবাদের টাকায় উঠার নেয়।’
এ সম্পর্কে উপজেলা কৃষি কর্মকর্তা উর্মি তাবাসসুম বলেন, তাপমাত্রার তারতম্য এবং ঝোড়ো বাতাসের কারণে ধানের গাছ থেকে প্রস্বেদন প্রক্রিয়ায় পানি বেরিয়ে গেলে ফুলের অঙ্গ গঠনে বাধা পায়। এ ছাড়া পরাগায়ন ও ধানের মধ্যে চালের বৃদ্ধি ব্যাহত হয়। এ কারণে ধানের থোড় বা শিষের রং বদলে গিয়ে চিটায় পরিণত হয়। প্রচণ্ড তাপদাহের পর গত ১৯ অক্টোবর থেকে টানা তিন দিন বৃষ্টিপাত হওয়ায় ধারণা করা হচ্ছে ধানের ফুল পর্যায়ে পরাগায়ন হয়নি। ফলে কিছু কিছু খেতের ধানের শিষের ধান চিটা হয়েছে। ব্যাকটেরিয়ার কারণেও ধান চিটা হয়ে থাকে। কৃষকদের ব্যাকটেরিয়া নাশক স্প্রে করার পরামর্শ দেওয়া হচ্ছে।
গত শুক্রবার উপজেলার ইকরচালী, হাড়িয়ারকুঠি, সয়ার, আলমপুর ও কুর্শার বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়, ধান খেতে সবেমাত্র শিষ বের হয়েছে। কিন্তু খেত সাদা ও হলুদ বর্ণ ধারণ করেছে। শুকিয়ে গেছে অনেক আমন খেতের শিষ।
বাটুপাড়া গ্রামের গোলজার হোসেন (৬৫) সয়ার পশ্চিম মাঠে এক একর জমিতে আমন চাষ করেছেন। খেতের অধিকাংশ শিষের ধান চিটা হয়ে গেছে। ওই মাঠে গোলজার হোসেন বলেন, ‘এমনি আমন ধানের ফলন কম, তাঁর ওপর ধান চিটা হয়া গেইছে। কয়েকবার কীটনাশক দিয়াও কোনো কাম হওচে না। এবার হামার মরণ দশা।’
ওই মাঠে কথা হয় মমিজ উদ্দিনের সঙ্গে। তিনি বলেন, ‘অনেক আশা নিয়ে ৪০ শতক জমিত গুটি স্বর্ণা জাতের ধান লাগিয়েছিলাম। ১৫ দিন আগে বৃষ্টির পর খেতে অর্ধেক ধান চিটা হয়ে গেছে। এখন কী করমো, কিছুই বুঝে উঠতে পারছি না। খেত জুড়ে ধান মরে সাদা ও হলুদ হয়ে গেছে। শিষে থাকা ধান চিটা হয়ে গেছে।’
দোলাপাড়ার মাঠে মেনানগর গ্রামের নুরুল ইসলাম (৫০) বলেন, ‘খেতের অর্ধেক ধান শুকি গেইছে। খড় ছাড়া কিছু নাই। ধান না হইলে খামো কি?
ডাঙ্গাপাড়া গ্রামের কৃষক নজরুল মিয়া (৫০) এবার তিনি ৪০ শতক জমিতে আমন লাগিয়েছেন। তিনি বলেন, ‘কৃষাণের পোড়া কপাল। কত কষ্ট করি ধান কোনা আবাদ করনু। তাক পাতান হয়া গেল। জমির মালিকোক কি দেইম, মুই কি নেই। খরচের টাকায় উঠবে না। ধান টিপি দেখ চাল নাই।’
উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলার পাঁচটি ইউনিয়নে ৯ হাজার ৯৪০ হেক্টর জমিতে আমন চাষ হয়েছে। প্রচণ্ড রোদের পর হঠাৎ ধান বের হওয়ার সময় বৃষ্টিপাত হওয়ায় কৃষকের আমন ধান চিটা হয়ে যাচ্ছে। এতে লোকসানের মুখে পড়বেন চাষিরা।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে