মুক্তাগাছা প্রতিনিধি
মুক্তাগাছায় নতুন বছরের প্রথম দিন প্রাথমিকের সিংহভাগ শিক্ষার্থীই পাচ্ছে না নতুন বই। উপজেলা শিক্ষা বিভাগ বলছে, চাহিদা অনুযায়ী বই না পাওয়ায় সৃষ্টি হয়েছে এমন পরিস্থিতির। এ নিয়ে শঙ্কায় রয়েছেন অভিভাবক ও শিক্ষার্থীরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন বছরে উপজেলায় ১৬১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ৬টি ক্লাসের মোট শিক্ষার্থীর সংখ্যা ৫৬ হাজার ৫৮ জন। এ বছর মোট বইয়ের চাহিদা ছিল প্রাক-প্রাথমিকের ৬ হাজার ৪০০, প্রথম শ্রেণির ১১ হাজার ৫০০, দ্বিতীয় শ্রেণির ১০ হাজার ৫০০, তৃতীয় শ্রেণির ১০ হাজার, চতুর্থ শ্রেণির ৯ হাজার এবং পঞ্চম শ্রেণির ৭ হাজার ৫০০ সেট। এর মধ্যে তৃতীয় এবং চতুর্থ শ্রেণির বইগুলো এসেছে।
বাকি প্রাক-প্রাথমিক, প্রথম, দ্বিতীয় ও পঞ্চম শ্রেণির ৩৭ হাজার ৫৮ জন শিক্ষার্থীর জন্য পাওয়া যায়নি নতুন বই। তাদের হাতে নতুন বই পৌঁছাতে আরও ১০ থেকে ১৫ দিনের মতো সময় লাগবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সবুজ মিয়া বলেন, ‘প্রতি বছরের মতো এবারও আমরা নতুন বইয়ের আশায় ছিলাম। কিন্তু স্কুলের স্যাররা বলছেন, এ বছর প্রথম দিন আমাদের নতুন বই দেবে না। বছরের প্রথম দিন নতুন বই পেলে অনেক আনন্দ লাগে।’
অভিভাবক খাইরুল ইসলাম বলেন, ‘আমার মেয়ে কয়েক দিন ধরেই বলছে নতুন বইয়ের কথা। আমি স্কুলে যোগাযোগ করে জানতে পারি, এবার চাহিদা অনুযায়ী নতুন বই না আসার কারণে বই বিতরণে বিলম্ব হবে। তবে ছাত্র-ছাত্রীরা বছরের প্রথম দিন নতুন বইয়ের জন্য অপেক্ষায় থাকে।’
উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘আমরা চাহিদা অনুযায়ী নতুন বই এখনো হাতে পাইনি। শুধু তৃতীয় ও চতুর্থ শ্রেণি এবং প্রাক-প্রাথমিকের একটি অংশ পেয়েছি। ইতিমধ্যে স্কুলে সেগুলো পাঠানোর হয়েছে। বাকি বই হাতে পাওয়া মাত্রই স্কুলে পৌঁছে দেওয়া হবে।’
মুক্তাগাছায় নতুন বছরের প্রথম দিন প্রাথমিকের সিংহভাগ শিক্ষার্থীই পাচ্ছে না নতুন বই। উপজেলা শিক্ষা বিভাগ বলছে, চাহিদা অনুযায়ী বই না পাওয়ায় সৃষ্টি হয়েছে এমন পরিস্থিতির। এ নিয়ে শঙ্কায় রয়েছেন অভিভাবক ও শিক্ষার্থীরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন বছরে উপজেলায় ১৬১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ৬টি ক্লাসের মোট শিক্ষার্থীর সংখ্যা ৫৬ হাজার ৫৮ জন। এ বছর মোট বইয়ের চাহিদা ছিল প্রাক-প্রাথমিকের ৬ হাজার ৪০০, প্রথম শ্রেণির ১১ হাজার ৫০০, দ্বিতীয় শ্রেণির ১০ হাজার ৫০০, তৃতীয় শ্রেণির ১০ হাজার, চতুর্থ শ্রেণির ৯ হাজার এবং পঞ্চম শ্রেণির ৭ হাজার ৫০০ সেট। এর মধ্যে তৃতীয় এবং চতুর্থ শ্রেণির বইগুলো এসেছে।
বাকি প্রাক-প্রাথমিক, প্রথম, দ্বিতীয় ও পঞ্চম শ্রেণির ৩৭ হাজার ৫৮ জন শিক্ষার্থীর জন্য পাওয়া যায়নি নতুন বই। তাদের হাতে নতুন বই পৌঁছাতে আরও ১০ থেকে ১৫ দিনের মতো সময় লাগবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সবুজ মিয়া বলেন, ‘প্রতি বছরের মতো এবারও আমরা নতুন বইয়ের আশায় ছিলাম। কিন্তু স্কুলের স্যাররা বলছেন, এ বছর প্রথম দিন আমাদের নতুন বই দেবে না। বছরের প্রথম দিন নতুন বই পেলে অনেক আনন্দ লাগে।’
অভিভাবক খাইরুল ইসলাম বলেন, ‘আমার মেয়ে কয়েক দিন ধরেই বলছে নতুন বইয়ের কথা। আমি স্কুলে যোগাযোগ করে জানতে পারি, এবার চাহিদা অনুযায়ী নতুন বই না আসার কারণে বই বিতরণে বিলম্ব হবে। তবে ছাত্র-ছাত্রীরা বছরের প্রথম দিন নতুন বইয়ের জন্য অপেক্ষায় থাকে।’
উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘আমরা চাহিদা অনুযায়ী নতুন বই এখনো হাতে পাইনি। শুধু তৃতীয় ও চতুর্থ শ্রেণি এবং প্রাক-প্রাথমিকের একটি অংশ পেয়েছি। ইতিমধ্যে স্কুলে সেগুলো পাঠানোর হয়েছে। বাকি বই হাতে পাওয়া মাত্রই স্কুলে পৌঁছে দেওয়া হবে।’
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
১৫ ঘণ্টা আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
১৮ ঘণ্টা আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৫ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৮ দিন আগে