বাঘা প্রতিনিধি
বাঘা পৌরসভার সাবেক মেয়র আক্কাছ আলীর বিরুদ্ধে বিপুল পরিমাণ আয়কর ও ভ্যাট সরকারি কোষাগারে জমা না দেওয়ার অভিযোগ তুলে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ করেছেন পৌরসভার বর্তমান মেয়র আব্দুর রাজ্জাক।
গত ১১ নভেম্বর মেয়র আব্দুর রাজ্জাকের স্বাক্ষরিত লিখিত অভিযোগ দুর্নীতি দমন কমিশন, রাজশাহীর উপপরিচালক বরাবর দেওয়া হয়েছে। অভিযোগের সেই কপি স্থানীয় গণমাধ্যমকর্মীদের সরবরাহ করেছেন আব্দুর রাজ্জাক।
এর আগে বাঘা পৌরসভার বর্তমান মেয়রের বিরুদ্ধে নিয়োগ-বাণিজ্য, টাকা আত্মসাৎ, কর্মকর্তা-কর্মচারীদের বেতনভাতা না দেওয়াসহ পাহাড় সমান অভিযোগ উঠেছিল। এই পৌরসভায় পরিচ্ছন্নতাকর্মী ও মালি ছাড়া অস্থায়ী কর্মী নিয়োগের বিধান না থাকলেও অর্থের বিনিময়ে মেয়র আবদুর রাজ্জাক বারবার কর্মচারী নিয়োগের চেষ্টা চালিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে সম্প্রতি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে গত ১১ অক্টোবর লিখিত অভিযোগ করেন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম। অভিযোগ খতিয়ে দেখতে গত ২৮ অক্টোবর তদন্ত এবং সংশ্লিষ্ট নিয়োগ কার্যক্রম স্থগিতের নির্দেশ দেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ফারুক হোসেন। এই অভিযোগের তদন্ত শেষ না হতেই সাবেক মেয়রের বিরুদ্ধে রাজস্ব ফাঁকির ঘটনাসহ আরও অনিয়মের অভিযোগ দুদকে জমা পড়ল।
বর্তমান মেয়র আব্দুর রাজ্জাক দুদকে দাখিল করা তাঁর অভিযোগে উল্লেখ করেন, ২০০৬ সালের ৪ মে থেকে ২০১৮ সালের ৩১ আগস্ট পর্যন্ত আক্কাছ আলী পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে বিভিন্ন ধরনের দুর্নীতি হয়েছে। বিগত ২০০৬ সালের মে মাস থেকে ২০১৮ সালের ৩১ আগস্ট পর্যন্ত বিপুল পরিমাণ আয়কর ও ভ্যাট সরকারি কোষাগারে জমা দেওয়া হয়নি। এর মধ্যে পৌরসভার বিভিন্ন কাজের আয়কর ও ভ্যাটের ১০০ খানা চেক সরকারি কোষাগারে জমা দেওয়া হয়নি। এতে সরকারের ১৫ লাখ ৫৪ হাজার ৬৪৬ টাকা ক্ষতি হয়েছে। ২০১৩-২০১৪ অর্ধবছর থেকে ২০১৬-২০১৭ অর্থবছর পর্যন্ত এডিবি ও বিশেষ বরাদ্দের চেক রেজিস্ট্রারের মাধ্যমে ব্যয় হওয়া মোট ৫ কোটি ১২ লাখ ৪০ হাজার ২০৯ টাকার প্রয়োজনীয় কাগজপত্র নেই।
দায়িত্ব নেওয়ার প্রায় ৪ বছর পর অভিযোগ কেন তা জানতে চাইলে মেয়র আব্দুর রাজ্জাক বলেন, মানবিক কারণে বিষয়গুলো সেই সময় খতিয়ে দেখেননি তিনি। আরও বলেন, ‘আমি কোনো অনিয়ম দুর্নীতি করিনি, তারপরেও আমার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।’
সাবেক মেয়র আক্কাছ আলী বলেন, রাজস্ব ফাঁকির ঘটনায় তিনি জড়িত নন। টাকা জমা দেওয়ার দায়িত্ব প্রধান হিসাব রক্ষকের। সে কী করেছেন, তা তাঁর জানা নেই। বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে কোনো টাকা বকেয়া থাকলে পরবর্তী মেয়র সেই টাকা আদায় করতে পারেন। তাঁর দায়িত্ব পালনকালে একাধিকবার অডিট হয়েছে। কিন্তু কোনো অনিয়ম ধরা পড়েনি।
সাবেক মেয়র আরও বলেন, পৌরসভার নির্বাচন ঘনিয়ে আসছে। তাই তাঁর জনপ্রিয়তা হ্রাস করার ষড়যন্ত্র করে অহেতুক অভিযোগ করা হয়েছে।
পৌরসভার প্রধান হিসাবরক্ষক হাসান আলী বলেন, ‘আমি হুকুমের গোলাম। মেয়র যা বলেন আমাকে তাই করতে হয়।’
অভিযোগের বিষয় জানার জন্য দুদকের রাজশাহীর উপপরিচালকের সরকারি টেলিফোনে যোগাযোগ করলে কর্মচারী মজিবুল হক জানান, ‘স্যার বিশেষ কাজে বাইরে আছেন।’
উল্লেখ্য, ২০১৭ সালের ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে আক্কাছ আলীকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন আব্দুল রাজ্জাক। এর আগে ২০০৬ সালে আব্দুর রাজ্জাককে পরাজিত করে মেয়র নির্বাচিত হয়েছিলেন আক্কাছ আলী। সীমানা জটিলতার কারণে প্রায় ১১ বছর পর আটকে ছিল বাঘা পৌরসভার নির্বাচন।
বাঘা পৌরসভার সাবেক মেয়র আক্কাছ আলীর বিরুদ্ধে বিপুল পরিমাণ আয়কর ও ভ্যাট সরকারি কোষাগারে জমা না দেওয়ার অভিযোগ তুলে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ করেছেন পৌরসভার বর্তমান মেয়র আব্দুর রাজ্জাক।
গত ১১ নভেম্বর মেয়র আব্দুর রাজ্জাকের স্বাক্ষরিত লিখিত অভিযোগ দুর্নীতি দমন কমিশন, রাজশাহীর উপপরিচালক বরাবর দেওয়া হয়েছে। অভিযোগের সেই কপি স্থানীয় গণমাধ্যমকর্মীদের সরবরাহ করেছেন আব্দুর রাজ্জাক।
এর আগে বাঘা পৌরসভার বর্তমান মেয়রের বিরুদ্ধে নিয়োগ-বাণিজ্য, টাকা আত্মসাৎ, কর্মকর্তা-কর্মচারীদের বেতনভাতা না দেওয়াসহ পাহাড় সমান অভিযোগ উঠেছিল। এই পৌরসভায় পরিচ্ছন্নতাকর্মী ও মালি ছাড়া অস্থায়ী কর্মী নিয়োগের বিধান না থাকলেও অর্থের বিনিময়ে মেয়র আবদুর রাজ্জাক বারবার কর্মচারী নিয়োগের চেষ্টা চালিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে সম্প্রতি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে গত ১১ অক্টোবর লিখিত অভিযোগ করেন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম। অভিযোগ খতিয়ে দেখতে গত ২৮ অক্টোবর তদন্ত এবং সংশ্লিষ্ট নিয়োগ কার্যক্রম স্থগিতের নির্দেশ দেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ফারুক হোসেন। এই অভিযোগের তদন্ত শেষ না হতেই সাবেক মেয়রের বিরুদ্ধে রাজস্ব ফাঁকির ঘটনাসহ আরও অনিয়মের অভিযোগ দুদকে জমা পড়ল।
বর্তমান মেয়র আব্দুর রাজ্জাক দুদকে দাখিল করা তাঁর অভিযোগে উল্লেখ করেন, ২০০৬ সালের ৪ মে থেকে ২০১৮ সালের ৩১ আগস্ট পর্যন্ত আক্কাছ আলী পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে বিভিন্ন ধরনের দুর্নীতি হয়েছে। বিগত ২০০৬ সালের মে মাস থেকে ২০১৮ সালের ৩১ আগস্ট পর্যন্ত বিপুল পরিমাণ আয়কর ও ভ্যাট সরকারি কোষাগারে জমা দেওয়া হয়নি। এর মধ্যে পৌরসভার বিভিন্ন কাজের আয়কর ও ভ্যাটের ১০০ খানা চেক সরকারি কোষাগারে জমা দেওয়া হয়নি। এতে সরকারের ১৫ লাখ ৫৪ হাজার ৬৪৬ টাকা ক্ষতি হয়েছে। ২০১৩-২০১৪ অর্ধবছর থেকে ২০১৬-২০১৭ অর্থবছর পর্যন্ত এডিবি ও বিশেষ বরাদ্দের চেক রেজিস্ট্রারের মাধ্যমে ব্যয় হওয়া মোট ৫ কোটি ১২ লাখ ৪০ হাজার ২০৯ টাকার প্রয়োজনীয় কাগজপত্র নেই।
দায়িত্ব নেওয়ার প্রায় ৪ বছর পর অভিযোগ কেন তা জানতে চাইলে মেয়র আব্দুর রাজ্জাক বলেন, মানবিক কারণে বিষয়গুলো সেই সময় খতিয়ে দেখেননি তিনি। আরও বলেন, ‘আমি কোনো অনিয়ম দুর্নীতি করিনি, তারপরেও আমার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।’
সাবেক মেয়র আক্কাছ আলী বলেন, রাজস্ব ফাঁকির ঘটনায় তিনি জড়িত নন। টাকা জমা দেওয়ার দায়িত্ব প্রধান হিসাব রক্ষকের। সে কী করেছেন, তা তাঁর জানা নেই। বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে কোনো টাকা বকেয়া থাকলে পরবর্তী মেয়র সেই টাকা আদায় করতে পারেন। তাঁর দায়িত্ব পালনকালে একাধিকবার অডিট হয়েছে। কিন্তু কোনো অনিয়ম ধরা পড়েনি।
সাবেক মেয়র আরও বলেন, পৌরসভার নির্বাচন ঘনিয়ে আসছে। তাই তাঁর জনপ্রিয়তা হ্রাস করার ষড়যন্ত্র করে অহেতুক অভিযোগ করা হয়েছে।
পৌরসভার প্রধান হিসাবরক্ষক হাসান আলী বলেন, ‘আমি হুকুমের গোলাম। মেয়র যা বলেন আমাকে তাই করতে হয়।’
অভিযোগের বিষয় জানার জন্য দুদকের রাজশাহীর উপপরিচালকের সরকারি টেলিফোনে যোগাযোগ করলে কর্মচারী মজিবুল হক জানান, ‘স্যার বিশেষ কাজে বাইরে আছেন।’
উল্লেখ্য, ২০১৭ সালের ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে আক্কাছ আলীকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন আব্দুল রাজ্জাক। এর আগে ২০০৬ সালে আব্দুর রাজ্জাককে পরাজিত করে মেয়র নির্বাচিত হয়েছিলেন আক্কাছ আলী। সীমানা জটিলতার কারণে প্রায় ১১ বছর পর আটকে ছিল বাঘা পৌরসভার নির্বাচন।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে