বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রকাশ পেয়েছে আর্বোভাইরাস ব্যান্ডের নতুন গান ‘হয়তো’। গানটির কথা লিখেছেন নিলয় বিশ্বাস ও সুর করেছেন মুনতাসির মামুন স্বপ্ন। ভিডিও পরিচালনা করেছেন মারুফ রাইয়ান। নতুন এই গান উৎসর্গ করা হয়েছে প্রয়াত দুই ব্যান্ড শিল্পী ইশতিয়াক আহমেদ শোভন ও আহসান তানভীর পিয়ালকে। শোভন ছিলেন আর্বোভাইরাসের প্রতিষ্ঠাকালীন ভোকাল ও গীতিকার, আর পিয়াল ছিলেন অড সিগনেচার ব্যান্ডের গিটারিস্ট ও ভোকাল।
আর্বোভাইরাস ব্যান্ডের প্রতিষ্ঠাকালীন সদস্য ও গিটারিস্ট সুহার্তো শেরিফ বলেন, ‘ইশতিয়াক আহমেদ শোভন আর্বোভাইরাসের প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন। ২০০১ থেকে ২০০৩ সাল পর্যন্ত তিনি ব্যান্ডের সঙ্গে ছিলেন। ব্যান্ডের অনেক জনপ্রিয় গান তাঁর লেখা। ব্যান্ড ছাড়ার পাঁচ বছর পর সে মারা যায়। আমাদের সেই বন্ধু এবং অড সিগনেচার ব্যান্ডের অকালপ্রয়াত ভোকাল পিয়ালের স্মৃতির উদ্দেশে গানটি উৎসর্গ করা।’
গানের কথাতেও ফুটে উঠেছে প্রিয় কাউকে হারিয়ে ফেলার পর ফিরে পাওয়ার আর্তনাদ। এ বিষয়ে সুহার্তো শেরিফ বলেন, ‘গানের কথা আসলে আপেক্ষিক। একই কথা একেকজনের কাছে একেক রকম অর্থ দাঁড় করায়। এই কারণে আর্বোভাইরাস কখনো বলে না, কোনো গান নির্দিষ্ট ঘরানার মানুষের জন্য। আমরা মনে করি, গান সব শ্রোতার জন্য।’
ব্যান্ডের ইউটিউব চ্যানেল ছাড়াও স্পটিফাই, অ্যাপল মিউজিকসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশ করা হয়েছে হয়তো শিরোনামের গানটি। এটি ব্যান্ডের চতুর্থ স্টুডিও অ্যালবাম ‘রিপাবলিক অব আর্বোভাইরাস’-এর চতুর্থ গান। এর আগে ‘অনুভূতি’, ‘অবাস্তব’ ও ‘ইন্দ্রিয়’ শিরোনামে তিনটি গান প্রকাশিত হয়েছে। সুহার্তো জানান, এই অ্যালবামে গান থাকবে ৮টি। ইতিমধ্যে সব গানের রেকর্ডিং শেষ হয়েছে। এখন চলছে ভিডিও নির্মাণের কাজ। জুলাই মাসেই প্রকাশ পাবে অ্যালবামের পঞ্চম গান ‘ক্রোধ’।
আর্বোভাইরাসের বর্তমান লাইনআপে রয়েছেন, সুহার্তো শেরিফ (গিটার ও ভোকাল), মুনতাসির মামুন স্বপ্ন (গিটার ও ভোকাল), মো. সায়েমুল ইসলাম রিয়াদ (ড্রামস), শামস আলিম বিশ্বাস (বেজ), শাহান কামাল (ভোকাল) ও নিলয় বিশ্বাস (ম্যানেজার)।
প্রকাশ পেয়েছে আর্বোভাইরাস ব্যান্ডের নতুন গান ‘হয়তো’। গানটির কথা লিখেছেন নিলয় বিশ্বাস ও সুর করেছেন মুনতাসির মামুন স্বপ্ন। ভিডিও পরিচালনা করেছেন মারুফ রাইয়ান। নতুন এই গান উৎসর্গ করা হয়েছে প্রয়াত দুই ব্যান্ড শিল্পী ইশতিয়াক আহমেদ শোভন ও আহসান তানভীর পিয়ালকে। শোভন ছিলেন আর্বোভাইরাসের প্রতিষ্ঠাকালীন ভোকাল ও গীতিকার, আর পিয়াল ছিলেন অড সিগনেচার ব্যান্ডের গিটারিস্ট ও ভোকাল।
আর্বোভাইরাস ব্যান্ডের প্রতিষ্ঠাকালীন সদস্য ও গিটারিস্ট সুহার্তো শেরিফ বলেন, ‘ইশতিয়াক আহমেদ শোভন আর্বোভাইরাসের প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন। ২০০১ থেকে ২০০৩ সাল পর্যন্ত তিনি ব্যান্ডের সঙ্গে ছিলেন। ব্যান্ডের অনেক জনপ্রিয় গান তাঁর লেখা। ব্যান্ড ছাড়ার পাঁচ বছর পর সে মারা যায়। আমাদের সেই বন্ধু এবং অড সিগনেচার ব্যান্ডের অকালপ্রয়াত ভোকাল পিয়ালের স্মৃতির উদ্দেশে গানটি উৎসর্গ করা।’
গানের কথাতেও ফুটে উঠেছে প্রিয় কাউকে হারিয়ে ফেলার পর ফিরে পাওয়ার আর্তনাদ। এ বিষয়ে সুহার্তো শেরিফ বলেন, ‘গানের কথা আসলে আপেক্ষিক। একই কথা একেকজনের কাছে একেক রকম অর্থ দাঁড় করায়। এই কারণে আর্বোভাইরাস কখনো বলে না, কোনো গান নির্দিষ্ট ঘরানার মানুষের জন্য। আমরা মনে করি, গান সব শ্রোতার জন্য।’
ব্যান্ডের ইউটিউব চ্যানেল ছাড়াও স্পটিফাই, অ্যাপল মিউজিকসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশ করা হয়েছে হয়তো শিরোনামের গানটি। এটি ব্যান্ডের চতুর্থ স্টুডিও অ্যালবাম ‘রিপাবলিক অব আর্বোভাইরাস’-এর চতুর্থ গান। এর আগে ‘অনুভূতি’, ‘অবাস্তব’ ও ‘ইন্দ্রিয়’ শিরোনামে তিনটি গান প্রকাশিত হয়েছে। সুহার্তো জানান, এই অ্যালবামে গান থাকবে ৮টি। ইতিমধ্যে সব গানের রেকর্ডিং শেষ হয়েছে। এখন চলছে ভিডিও নির্মাণের কাজ। জুলাই মাসেই প্রকাশ পাবে অ্যালবামের পঞ্চম গান ‘ক্রোধ’।
আর্বোভাইরাসের বর্তমান লাইনআপে রয়েছেন, সুহার্তো শেরিফ (গিটার ও ভোকাল), মুনতাসির মামুন স্বপ্ন (গিটার ও ভোকাল), মো. সায়েমুল ইসলাম রিয়াদ (ড্রামস), শামস আলিম বিশ্বাস (বেজ), শাহান কামাল (ভোকাল) ও নিলয় বিশ্বাস (ম্যানেজার)।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে