হোসাইন আহাম্মেদ সুলভ, মুক্তাগাছা
মুক্তাগাছার বিভিন্ন গ্রামে হঠাৎ করেই গরু চুরির হিড়িক পড়েছে। কয়েক দিনে অন্তত ১০টি গরু চুরির ঘটনা ঘটেছে কৃষকের গোয়ালঘর থেকে। এ নিয়ে আতঙ্কে রাত কাটাচ্ছেন উপজেলার খামারিসহ সাধারণ কৃষকেরা। ঘর ছেড়ে গোয়ালঘরে গরুর পাশে বিছানা পেতে রাত কাটাচ্ছেন অনেকে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিভিন্ন গ্রামে পালাক্রমে রাত জেগে গরু চুরি ঠেকাতে অনেকে পাহারা দিচ্ছে। চুরির জিনিস উদ্ধার কিংবা চোর ধরা পড়ার কোনো খবর না পাওয়ায় থানায় যেতে আগ্রহ হারিয়ে ফেলেছেন ক্ষতিগ্রস্ত মানুষ। তবে পুলিশ বলছে, গরুসহ অন্যান্য চুরির ঘটনায় একটা চক্র কাজ করছে। চক্রটিকে শনাক্ত করতে চেষ্টা করছে পুলিশ।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলায় বেশ কয়েকটি অটোরিকশা, মোটরসাইকেলসহ গরু চুরির ঘটনা ঘটেছে। গত সোমবার দিবাগত রাতে নিমুরিয়া গ্রাম থেকে চোরেরা আব্দুল মজিদের একটি, তোতার একটি ও হেলাল উদ্দিনের দুটি গরু চুরি করে নিয়ে যায়।
ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা জানান, রাতে চোরেরা ময়মনসিংহ-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কে ট্রাক রাখে। এদিন ওই সড়ক পথে পিরের মুরিদরা মারফতি গান বাজিয়ে পিরের আস্তানায় ওরসে যোগ দিতে যাচ্ছিলেন। সেই সুযোগে চোরেরা কৃষকের গোয়াল ঘর থেকে গরু চুরি করে ট্রাকে ওঠায়। এভাবে চোরেরা অভিনব কায়দায় গরু চুরি করে নিয়ে যায়।
এর আগের রাতে গাবতলী চারিপাড়া গ্রামের হুরমুজ আলীর খামার থেকে পাঁচটি বিদেশি গরু চুরি করে নিয়ে যায় চোরের দল। এ ছাড়া এক মাসে উপজেলার বিভিন্ন স্থান থেকে অন্তত চারটি মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা, ছাগল, খাসি, পানির পাম্প, বাসা-বাড়ির দরজা-জানালাসহ একাধিক চুরির ঘটনার অভিযোগ পাওয়া গেছে।
খামার মালিক হুরমুজ আলী জানান, তাঁর ডেইরি ফার্ম থেকে একরাতে পাঁচটি বিদেশি গরু চুরি হয়েছে। তিনি এখন নিঃস্ব হয়ে গেছেন। তাঁর মতো এলাকায় আরও কয়েকজনের গরু চুরি হয়েছে বলে তিনি জানান। থানায় মামলা করলে তেমন কোনো লাভ হবে না ভেবে তিনি মামলা করতে যাননি।
নিমুরিয়া, ঘোগা, ভট্টবাড়ি, আড়াইবাড়িয়া, জয়দা, কালিবাড়ী এলাকার একাধিক কৃষক জানিয়েছেন, চোর আতঙ্কে তাঁরা এখন নিজের ঘর ছেড়ে গোয়াল ঘরে গরুর পাশে বিছানা পেতে রাত কাটাচ্ছেন। এখন দ্রুত প্রশাসনের যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি করেছেন তাঁরা।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ‘হঠাৎ চুরির মতো ঘটনা ঘটায় পুলিশি তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। রাতে সড়কে টহল জোরদার করা হয়েছে। গরু চুরির খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। চুরি ঠেকাতে বিভিন্ন কৌশল নিয়ে পুলিশ কাজ করছে বলে জানান ওসি।
মুক্তাগাছার বিভিন্ন গ্রামে হঠাৎ করেই গরু চুরির হিড়িক পড়েছে। কয়েক দিনে অন্তত ১০টি গরু চুরির ঘটনা ঘটেছে কৃষকের গোয়ালঘর থেকে। এ নিয়ে আতঙ্কে রাত কাটাচ্ছেন উপজেলার খামারিসহ সাধারণ কৃষকেরা। ঘর ছেড়ে গোয়ালঘরে গরুর পাশে বিছানা পেতে রাত কাটাচ্ছেন অনেকে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিভিন্ন গ্রামে পালাক্রমে রাত জেগে গরু চুরি ঠেকাতে অনেকে পাহারা দিচ্ছে। চুরির জিনিস উদ্ধার কিংবা চোর ধরা পড়ার কোনো খবর না পাওয়ায় থানায় যেতে আগ্রহ হারিয়ে ফেলেছেন ক্ষতিগ্রস্ত মানুষ। তবে পুলিশ বলছে, গরুসহ অন্যান্য চুরির ঘটনায় একটা চক্র কাজ করছে। চক্রটিকে শনাক্ত করতে চেষ্টা করছে পুলিশ।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলায় বেশ কয়েকটি অটোরিকশা, মোটরসাইকেলসহ গরু চুরির ঘটনা ঘটেছে। গত সোমবার দিবাগত রাতে নিমুরিয়া গ্রাম থেকে চোরেরা আব্দুল মজিদের একটি, তোতার একটি ও হেলাল উদ্দিনের দুটি গরু চুরি করে নিয়ে যায়।
ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা জানান, রাতে চোরেরা ময়মনসিংহ-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কে ট্রাক রাখে। এদিন ওই সড়ক পথে পিরের মুরিদরা মারফতি গান বাজিয়ে পিরের আস্তানায় ওরসে যোগ দিতে যাচ্ছিলেন। সেই সুযোগে চোরেরা কৃষকের গোয়াল ঘর থেকে গরু চুরি করে ট্রাকে ওঠায়। এভাবে চোরেরা অভিনব কায়দায় গরু চুরি করে নিয়ে যায়।
এর আগের রাতে গাবতলী চারিপাড়া গ্রামের হুরমুজ আলীর খামার থেকে পাঁচটি বিদেশি গরু চুরি করে নিয়ে যায় চোরের দল। এ ছাড়া এক মাসে উপজেলার বিভিন্ন স্থান থেকে অন্তত চারটি মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা, ছাগল, খাসি, পানির পাম্প, বাসা-বাড়ির দরজা-জানালাসহ একাধিক চুরির ঘটনার অভিযোগ পাওয়া গেছে।
খামার মালিক হুরমুজ আলী জানান, তাঁর ডেইরি ফার্ম থেকে একরাতে পাঁচটি বিদেশি গরু চুরি হয়েছে। তিনি এখন নিঃস্ব হয়ে গেছেন। তাঁর মতো এলাকায় আরও কয়েকজনের গরু চুরি হয়েছে বলে তিনি জানান। থানায় মামলা করলে তেমন কোনো লাভ হবে না ভেবে তিনি মামলা করতে যাননি।
নিমুরিয়া, ঘোগা, ভট্টবাড়ি, আড়াইবাড়িয়া, জয়দা, কালিবাড়ী এলাকার একাধিক কৃষক জানিয়েছেন, চোর আতঙ্কে তাঁরা এখন নিজের ঘর ছেড়ে গোয়াল ঘরে গরুর পাশে বিছানা পেতে রাত কাটাচ্ছেন। এখন দ্রুত প্রশাসনের যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি করেছেন তাঁরা।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ‘হঠাৎ চুরির মতো ঘটনা ঘটায় পুলিশি তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। রাতে সড়কে টহল জোরদার করা হয়েছে। গরু চুরির খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। চুরি ঠেকাতে বিভিন্ন কৌশল নিয়ে পুলিশ কাজ করছে বলে জানান ওসি।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে