নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ারে তৌহিদ হৃদয়ের শুরুটা আশা জাগানিয়া। ৮ ম্যাচের ৪টিতেই হাফসেঞ্চুরি। কিন্তু ইনিংসগুলোর পূর্ণতা দিতে পারছিলেন না। অবশেষে স্বপ্নের তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছে গেলেন হৃদয়। গতকাল বঙ্গবন্ধু বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় রাউন্ডের তৃতীয় দিনে বিসিবি দক্ষিণাঞ্চল ব্যাটার তুলে নিলেন সেঞ্চুরি।
প্রথম সেঞ্চুরির দেখা পেলেন তাঁর সতীর্থ অমিত হাসানও। এই দুজনের সেঞ্চুরির পর দাঁড়িয়ে ৩ উইকেটে ৩৫০ রানে দিনের খেলা শেষ করেছে দক্ষিণাঞ্চল। প্রথম ইনিংসে বিসিবি উত্তরাঞ্চলের চেয়ে এখনো ৩৫ রানে পিছিয়ে আছে তারা। তাতে অবধারিতভাবেই ড্রয়ের পথে এগোচ্ছে বিসিবির দুই দলের লড়াইটি। তিন দিন পেরিয়ে গেলেও দুই দলের প্রথম ইনিংসই শেষ হলো না!
চট্টগ্রামে ম্যাড়মেড়ে দিন কাটলেও ঢাকায় দারুণ লড়াই হয়েছে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল ও ওয়ালটন মধ্যাঞ্চলের। প্রথম ইনিংসের লিড কাজে লাগাতে পারেনি পূর্বাঞ্চল। মধ্যাঞ্চল পেস তোপে উল্টো হারের মুখে পড়েছে তারা। আজ চতুর্থ তথা শেষ দিনে জিততে হলে পূর্বাঞ্চলকে নিতে হবে ৯ উইকেট। আর টানা দ্বিতীয় ম্যাচ জিততে মধ্যাঞ্চলের দরকার ১১২ রান।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনভর উত্তরাঞ্চল বোলারদের ভুগিয়েছেন দক্ষিণাঞ্চলের টপঅর্ডার। আগের দিন ওপেনার এনামুল হক বিজয়ের আউটের পর তৃতীয় উইকেটে অমিত ও হৃদয় গড়েন ২৫৮ রানের জুটি। জুটি ভাঙে অমিত ১৩১ রানে বিদায় নিলে। প্রথম শ্রেণির ক্যারিয়ারে চতুর্থ সেঞ্চুরিটি অমিত সাজান ১২টি চারে। ১৫৯ রানে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেন হৃদয়। ইনিংসে ১৩ চার ও তিন ছক্কা মেরেছেন তিনি। আজ তাঁর সঙ্গী জাকির (১৭)।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তৃতীয় দিনের খেলা শেষে জয়ের সুবাস পাচ্ছে মধ্যাঞ্চল। ১৯৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১ উইকেটে ৮৭ রান করেছে তারা। মিজানুর রহমান ১২ রানে আউট হন। তবে টিকে আছেন মোহাম্মদ মিঠুন (৪২*) ও সৌম্য সরকার (৩৩*)। এর আগে দ্বিতীয় ইনিংসে পূর্বাঞ্চলকে ১৮০ রানে গুঁড়িয়ে দিয়েছে শুভাগত হোমের দল। প্রথম ইনিংসের চেয়ে ৬৫ রান কম।
দ্বিতীয় ইনিংসে ৫১ রানে ৬ উইকেট হারায় পূর্বাঞ্চল। পরে প্রীতম কুমার ও নাঈম হাসান প্রতিরোধ গড়ে তোলেন। ১০৩ রানের জুটিতে দুজনই পেয়েছেন ব্যক্তিগত অর্ধশতক। প্রীতম ৫৪ ও নাঈম ৬৮ রানে আউট হওয়ার পর ফের ছন্দপতন হয় পূর্বাঞ্চলের। মধ্যাঞ্চলের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন হাসান মুরাদ।
প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ারে তৌহিদ হৃদয়ের শুরুটা আশা জাগানিয়া। ৮ ম্যাচের ৪টিতেই হাফসেঞ্চুরি। কিন্তু ইনিংসগুলোর পূর্ণতা দিতে পারছিলেন না। অবশেষে স্বপ্নের তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছে গেলেন হৃদয়। গতকাল বঙ্গবন্ধু বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় রাউন্ডের তৃতীয় দিনে বিসিবি দক্ষিণাঞ্চল ব্যাটার তুলে নিলেন সেঞ্চুরি।
প্রথম সেঞ্চুরির দেখা পেলেন তাঁর সতীর্থ অমিত হাসানও। এই দুজনের সেঞ্চুরির পর দাঁড়িয়ে ৩ উইকেটে ৩৫০ রানে দিনের খেলা শেষ করেছে দক্ষিণাঞ্চল। প্রথম ইনিংসে বিসিবি উত্তরাঞ্চলের চেয়ে এখনো ৩৫ রানে পিছিয়ে আছে তারা। তাতে অবধারিতভাবেই ড্রয়ের পথে এগোচ্ছে বিসিবির দুই দলের লড়াইটি। তিন দিন পেরিয়ে গেলেও দুই দলের প্রথম ইনিংসই শেষ হলো না!
চট্টগ্রামে ম্যাড়মেড়ে দিন কাটলেও ঢাকায় দারুণ লড়াই হয়েছে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল ও ওয়ালটন মধ্যাঞ্চলের। প্রথম ইনিংসের লিড কাজে লাগাতে পারেনি পূর্বাঞ্চল। মধ্যাঞ্চল পেস তোপে উল্টো হারের মুখে পড়েছে তারা। আজ চতুর্থ তথা শেষ দিনে জিততে হলে পূর্বাঞ্চলকে নিতে হবে ৯ উইকেট। আর টানা দ্বিতীয় ম্যাচ জিততে মধ্যাঞ্চলের দরকার ১১২ রান।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনভর উত্তরাঞ্চল বোলারদের ভুগিয়েছেন দক্ষিণাঞ্চলের টপঅর্ডার। আগের দিন ওপেনার এনামুল হক বিজয়ের আউটের পর তৃতীয় উইকেটে অমিত ও হৃদয় গড়েন ২৫৮ রানের জুটি। জুটি ভাঙে অমিত ১৩১ রানে বিদায় নিলে। প্রথম শ্রেণির ক্যারিয়ারে চতুর্থ সেঞ্চুরিটি অমিত সাজান ১২টি চারে। ১৫৯ রানে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেন হৃদয়। ইনিংসে ১৩ চার ও তিন ছক্কা মেরেছেন তিনি। আজ তাঁর সঙ্গী জাকির (১৭)।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তৃতীয় দিনের খেলা শেষে জয়ের সুবাস পাচ্ছে মধ্যাঞ্চল। ১৯৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১ উইকেটে ৮৭ রান করেছে তারা। মিজানুর রহমান ১২ রানে আউট হন। তবে টিকে আছেন মোহাম্মদ মিঠুন (৪২*) ও সৌম্য সরকার (৩৩*)। এর আগে দ্বিতীয় ইনিংসে পূর্বাঞ্চলকে ১৮০ রানে গুঁড়িয়ে দিয়েছে শুভাগত হোমের দল। প্রথম ইনিংসের চেয়ে ৬৫ রান কম।
দ্বিতীয় ইনিংসে ৫১ রানে ৬ উইকেট হারায় পূর্বাঞ্চল। পরে প্রীতম কুমার ও নাঈম হাসান প্রতিরোধ গড়ে তোলেন। ১০৩ রানের জুটিতে দুজনই পেয়েছেন ব্যক্তিগত অর্ধশতক। প্রীতম ৫৪ ও নাঈম ৬৮ রানে আউট হওয়ার পর ফের ছন্দপতন হয় পূর্বাঞ্চলের। মধ্যাঞ্চলের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন হাসান মুরাদ।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে