সম্পাদকীয়
সুর করার ব্যাপারে একটা নিয়ম মেনে চলতেন হেমন্ত মুখোপাধ্যায়। সুর করার জন্য বেশি সময় দিতেন না। গানের কথা দেখে স্বাভাবিকভাবে যে সুরটা মাথায় গেঁথে যায়, সেটাই করতেন। এরপর তিনি সেই সুর ফেলে রাখতেন সাত-আট দিন। সে সময় যদি কানে ভালো লাগত আগের সুরটা, তাহলে সেটাই অনুমোদন করতেন। আর যদি মনে হতো, নাহ, কানে খুব ভালো ঠেকছে না, তাহলে বাতিল করে দিতেন সেই সুর।
সে সময় বম্বেতে খুব ব্যস্ত তিনি। কিন্তু শাপমোচনে কাজ করার পর বাংলা সিনেমায় তাঁর ডাক আসছে বেশি। টাকাপয়সার হিসাবটাও বদলে গেছে। একবার নাম হয়ে গেলে তার সব কাজই প্রশংসিত হতে থাকে। কলকাতায় সেটা হচ্ছিল তখন। বম্বেতে ‘নাগিন’ ছবির গানগুলোর সুর হেমন্তের জন্য ফিল্মফেয়ার পুরস্কারও এনে দিয়েছিল।
হেমন্ত লক্ষ করেছিলেন, অনেক খেটে করা সুরও কখনো কখনো সুরকারকে ঠকায়, আবার ১০ মিনিটের মধ্যে করা সুরও বাহ্বা পায়; অর্থাৎ কুস্তি করে ভালো সুর বের করা যায় না।
সিনেমার গান লেখানোর ব্যাপারেও হেমন্ত একটা রীতি মানতেন। যেকোনো গানের প্রথম পঙ্ক্তি তিনি নিজে লিখে গীতিকারকে দিতেন। বাকিটা লিখতেন গীতিকার। হেমন্তের গীতিকার ছিলেন মূলত গৌরিপ্রসন্ন মজুমদার। ‘তুমি যে আমার…’ গানের প্রথম পঙ্ক্তি লিখলেন হেমন্ত। এরপর গৌরিপ্রসন্ন মজুমদার গানটা পুরো লিখে ফেলার আধঘণ্টার মধ্যেই সুর করে ফেললেন সুরকার। তারপর চলে গেলেন বম্বে। সেখানেও তো অঢেল কাজ পড়ে আছে। আবার যখন কলকাতায় এলেন, তখন তৈরি হলো ‘আজ দুজনার দুটি পথ…’। হেমন্ত সেটা সুর করলেন ১৫ মিনিটে। দুটো গানের রেকর্ডিং হয়ে গেল।
আশপাশের কেউ কেউ ফিসফিস করে বলছিল, এত তাড়াহুড়া করে কি সুর হয়? মজার ব্যাপার, ‘হারানো সুর’ যখন মুক্তি পেল, তখন এই গান দুটিই ছিল দর্শক-শ্রোতাদের মুখে মুখে। নিন্দাকারীরা আর কিছু বলতে সাহস পায়নি।
সূত্র: হেমন্ত মুখোপাধ্যায়, আনন্দধারা
সুর করার ব্যাপারে একটা নিয়ম মেনে চলতেন হেমন্ত মুখোপাধ্যায়। সুর করার জন্য বেশি সময় দিতেন না। গানের কথা দেখে স্বাভাবিকভাবে যে সুরটা মাথায় গেঁথে যায়, সেটাই করতেন। এরপর তিনি সেই সুর ফেলে রাখতেন সাত-আট দিন। সে সময় যদি কানে ভালো লাগত আগের সুরটা, তাহলে সেটাই অনুমোদন করতেন। আর যদি মনে হতো, নাহ, কানে খুব ভালো ঠেকছে না, তাহলে বাতিল করে দিতেন সেই সুর।
সে সময় বম্বেতে খুব ব্যস্ত তিনি। কিন্তু শাপমোচনে কাজ করার পর বাংলা সিনেমায় তাঁর ডাক আসছে বেশি। টাকাপয়সার হিসাবটাও বদলে গেছে। একবার নাম হয়ে গেলে তার সব কাজই প্রশংসিত হতে থাকে। কলকাতায় সেটা হচ্ছিল তখন। বম্বেতে ‘নাগিন’ ছবির গানগুলোর সুর হেমন্তের জন্য ফিল্মফেয়ার পুরস্কারও এনে দিয়েছিল।
হেমন্ত লক্ষ করেছিলেন, অনেক খেটে করা সুরও কখনো কখনো সুরকারকে ঠকায়, আবার ১০ মিনিটের মধ্যে করা সুরও বাহ্বা পায়; অর্থাৎ কুস্তি করে ভালো সুর বের করা যায় না।
সিনেমার গান লেখানোর ব্যাপারেও হেমন্ত একটা রীতি মানতেন। যেকোনো গানের প্রথম পঙ্ক্তি তিনি নিজে লিখে গীতিকারকে দিতেন। বাকিটা লিখতেন গীতিকার। হেমন্তের গীতিকার ছিলেন মূলত গৌরিপ্রসন্ন মজুমদার। ‘তুমি যে আমার…’ গানের প্রথম পঙ্ক্তি লিখলেন হেমন্ত। এরপর গৌরিপ্রসন্ন মজুমদার গানটা পুরো লিখে ফেলার আধঘণ্টার মধ্যেই সুর করে ফেললেন সুরকার। তারপর চলে গেলেন বম্বে। সেখানেও তো অঢেল কাজ পড়ে আছে। আবার যখন কলকাতায় এলেন, তখন তৈরি হলো ‘আজ দুজনার দুটি পথ…’। হেমন্ত সেটা সুর করলেন ১৫ মিনিটে। দুটো গানের রেকর্ডিং হয়ে গেল।
আশপাশের কেউ কেউ ফিসফিস করে বলছিল, এত তাড়াহুড়া করে কি সুর হয়? মজার ব্যাপার, ‘হারানো সুর’ যখন মুক্তি পেল, তখন এই গান দুটিই ছিল দর্শক-শ্রোতাদের মুখে মুখে। নিন্দাকারীরা আর কিছু বলতে সাহস পায়নি।
সূত্র: হেমন্ত মুখোপাধ্যায়, আনন্দধারা
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
১ দিন আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
১ দিন আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৫ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৯ দিন আগে