রাজশাহী বিশ্ববিদ্যায় প্রতিনিধি
দীর্ঘ সাত বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ১৭টি হলের সম্মেলন আগামীকাল ১৪ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যে প্রত্যেকটি হলের কর্মী-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন ঘিরে জমে উঠেছে ছাত্রলীগের রাজনীতি। ব্যানার-পোস্টারে ছেয়ে গেছে ক্যাম্পাস। পদপ্রত্যাশী ও তাঁদের অনুসারীদের আড্ডা মধ্যরাত পর্যন্ত সরগম টুকিটাকি চত্বর। বিশ্ববিদ্যালয়ের শীর্ষ নেতারা বলছেন, যারা রাজনীতিতে সময় দিয়েছেন তাঁরাই নেতৃত্বে আসবেন।
ক্যাম্পাস সূত্রে জানা যায়, সবশেষ ২০১৫ সালের ১৯ ফেব্রুয়ারি ও ২২ নভেম্বর দুই ধাপে ছাত্রদের ১১টি হলের সম্মেলন হয়। পরে বিভিন্ন সময়ে ৯টি হলের কমিটি ঘোষণা করা হয়। বাদ রাখা হয় শের-ই-বাংলা ও শহীদ জিয়াউর রহমান হল শাখার কমিটি। এ ছাড়া ছাত্রীদের ৬টি হলে কবে সবশেষ কমিটি হয়েছে জানাতে পারেনি খোদ ছাত্রলীগ নেতারা। এর পরবর্তীতে বিভিন্ন সময় হল কমিটির বিষয়ে আলোচনা হলেও কমিটি হয়নি। ২০১৯ সালের ১৬ জুন কেন্দ্রীয় ছাত্রলীগের পক্ষ থেকে রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুকে ফোন করে দশ দিনের মধ্যে হল কমিটি করার নির্দেশ দেন। পরবর্তীতে ২০২০ সালের ০৫ ফেব্রুয়ারি হল সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়। ওই সময় ১৭ হলের বিপরীতে সভাপতি সাধারণ সম্পাদক পদে ৪১৭টি সিভি জমা পড়ে। কিন্তু সম্মেলনে তিন আগে রাজশাহী মহানগরের বর্ধিত সভার কথা উল্লেখ করে সম্মেলন স্থগিত হয়। এর বিভিন্ন সময় ক্যাম্পাসে প্রেসে হল কমিটির গুঞ্জন ছড়িয়ে পড়ে। নানা নাটকীয়তা শেষে আগামী ১৪ই মার্চ সমন্বিত হল সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
আগামী কাল অনুষ্ঠেয় হল সম্মেলনে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য আসছেন। আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত শাখা ছাত্রলীগের সভাপতি গোলম কিবরিয়া।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১৭টি হলের ৩২টি পদের বিপরীতে ৪১৭টি সিভি জমা পরেছে। ছাত্রলীগ সূত্রে জানা গেছে, প্রত্যেকটি হলের জন্য আলাদা করে তালিকা করেছেন শাখা ছাত্রলীগের শীর্ষ নেতারা। তালিকায় থাকা কর্মীদের পারিবারিক বিষয় সম্পর্কে জানতে ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মাধ্যমে খোঁজ নেওয়া হয়েছে। ছাত্রলীগের শীর্ষ নেতাদের তৈরি ওই খসড়া কমিটির তালিকা এই প্রতিবেদকের হাতে এসেছে।
তালিকায় দেখা যায়, প্রায় প্রত্যেক হলের দায়িত্বপ্রাপ্ত নেতাদের সভাপতি-সাধারণ সম্পাদক পদের জন্য নির্ধারণ করা হয়েছে। আজকের পত্রিকার অনুসন্ধানে দেখা যায়, অধিকাংশ দায়িত্বপ্রাপ্ত নেতাই সিট বাণিজ্যের সঙ্গে জড়িত।
রাবি ছাত্রলীগের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আসাদুল্লাহ হিল গালিব বলেন, ‘আমরা বর্ধিত সভায় হলের দায়িত্বপ্রাপ্ত নেতাদের সিট বাণিজ্যের বিষয়টি তুলে ছিলাম। কিন্তু সভাপতি ও সাধারণ সম্পাদক এই বিষয়ে জবাব দিতে পারেন নি। আমরা চাই এই বিতর্কিত নেতারা যাতে হলের দায়িত্বে না আসেন।’
রাবি শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের তৈরি খসড়া কমিটি দিন শেষে টিকবে না বলে মনে করেছেন ছাত্রলীগের একাংশ।
ছাত্রলীগ সূত্রে জানা গেছে, রাজশাহী মহানগর থেকে ইতিমধ্যে বিভিন্ন হলের সভাপতি, সাধারণ সম্পাদকের জন্য কয়েজনের জন্য সুপারিশ করা হয়েছে। এর মধ্যে রয়েছেন মো. রিয়াজ উদ্দীন পাপন (শের-ই বাংলা হল), আব্দুল্লাহ আল মামুন স্বদেশ ও নিশাদ ফরহাদ অনিক (মতিহার হল), রবিউল আলম মো. নাসিম ও তানভীর আহমেদ তুষার (এসএম হল), নিয়াজ মোর্শেদ ও শোয়েভ আকতার (হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল), আব্দুল আলীম (মাদার বখ্শ হল), ইশতিয়াক তানভীর (জিয়া হল), আল আমিন আকাশ ও সৈকত (হবিবুর রহমান) ।
দীর্ঘ সাত বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ১৭টি হলের সম্মেলন আগামীকাল ১৪ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যে প্রত্যেকটি হলের কর্মী-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন ঘিরে জমে উঠেছে ছাত্রলীগের রাজনীতি। ব্যানার-পোস্টারে ছেয়ে গেছে ক্যাম্পাস। পদপ্রত্যাশী ও তাঁদের অনুসারীদের আড্ডা মধ্যরাত পর্যন্ত সরগম টুকিটাকি চত্বর। বিশ্ববিদ্যালয়ের শীর্ষ নেতারা বলছেন, যারা রাজনীতিতে সময় দিয়েছেন তাঁরাই নেতৃত্বে আসবেন।
ক্যাম্পাস সূত্রে জানা যায়, সবশেষ ২০১৫ সালের ১৯ ফেব্রুয়ারি ও ২২ নভেম্বর দুই ধাপে ছাত্রদের ১১টি হলের সম্মেলন হয়। পরে বিভিন্ন সময়ে ৯টি হলের কমিটি ঘোষণা করা হয়। বাদ রাখা হয় শের-ই-বাংলা ও শহীদ জিয়াউর রহমান হল শাখার কমিটি। এ ছাড়া ছাত্রীদের ৬টি হলে কবে সবশেষ কমিটি হয়েছে জানাতে পারেনি খোদ ছাত্রলীগ নেতারা। এর পরবর্তীতে বিভিন্ন সময় হল কমিটির বিষয়ে আলোচনা হলেও কমিটি হয়নি। ২০১৯ সালের ১৬ জুন কেন্দ্রীয় ছাত্রলীগের পক্ষ থেকে রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুকে ফোন করে দশ দিনের মধ্যে হল কমিটি করার নির্দেশ দেন। পরবর্তীতে ২০২০ সালের ০৫ ফেব্রুয়ারি হল সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়। ওই সময় ১৭ হলের বিপরীতে সভাপতি সাধারণ সম্পাদক পদে ৪১৭টি সিভি জমা পড়ে। কিন্তু সম্মেলনে তিন আগে রাজশাহী মহানগরের বর্ধিত সভার কথা উল্লেখ করে সম্মেলন স্থগিত হয়। এর বিভিন্ন সময় ক্যাম্পাসে প্রেসে হল কমিটির গুঞ্জন ছড়িয়ে পড়ে। নানা নাটকীয়তা শেষে আগামী ১৪ই মার্চ সমন্বিত হল সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
আগামী কাল অনুষ্ঠেয় হল সম্মেলনে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য আসছেন। আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত শাখা ছাত্রলীগের সভাপতি গোলম কিবরিয়া।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১৭টি হলের ৩২টি পদের বিপরীতে ৪১৭টি সিভি জমা পরেছে। ছাত্রলীগ সূত্রে জানা গেছে, প্রত্যেকটি হলের জন্য আলাদা করে তালিকা করেছেন শাখা ছাত্রলীগের শীর্ষ নেতারা। তালিকায় থাকা কর্মীদের পারিবারিক বিষয় সম্পর্কে জানতে ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মাধ্যমে খোঁজ নেওয়া হয়েছে। ছাত্রলীগের শীর্ষ নেতাদের তৈরি ওই খসড়া কমিটির তালিকা এই প্রতিবেদকের হাতে এসেছে।
তালিকায় দেখা যায়, প্রায় প্রত্যেক হলের দায়িত্বপ্রাপ্ত নেতাদের সভাপতি-সাধারণ সম্পাদক পদের জন্য নির্ধারণ করা হয়েছে। আজকের পত্রিকার অনুসন্ধানে দেখা যায়, অধিকাংশ দায়িত্বপ্রাপ্ত নেতাই সিট বাণিজ্যের সঙ্গে জড়িত।
রাবি ছাত্রলীগের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আসাদুল্লাহ হিল গালিব বলেন, ‘আমরা বর্ধিত সভায় হলের দায়িত্বপ্রাপ্ত নেতাদের সিট বাণিজ্যের বিষয়টি তুলে ছিলাম। কিন্তু সভাপতি ও সাধারণ সম্পাদক এই বিষয়ে জবাব দিতে পারেন নি। আমরা চাই এই বিতর্কিত নেতারা যাতে হলের দায়িত্বে না আসেন।’
রাবি শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের তৈরি খসড়া কমিটি দিন শেষে টিকবে না বলে মনে করেছেন ছাত্রলীগের একাংশ।
ছাত্রলীগ সূত্রে জানা গেছে, রাজশাহী মহানগর থেকে ইতিমধ্যে বিভিন্ন হলের সভাপতি, সাধারণ সম্পাদকের জন্য কয়েজনের জন্য সুপারিশ করা হয়েছে। এর মধ্যে রয়েছেন মো. রিয়াজ উদ্দীন পাপন (শের-ই বাংলা হল), আব্দুল্লাহ আল মামুন স্বদেশ ও নিশাদ ফরহাদ অনিক (মতিহার হল), রবিউল আলম মো. নাসিম ও তানভীর আহমেদ তুষার (এসএম হল), নিয়াজ মোর্শেদ ও শোয়েভ আকতার (হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল), আব্দুল আলীম (মাদার বখ্শ হল), ইশতিয়াক তানভীর (জিয়া হল), আল আমিন আকাশ ও সৈকত (হবিবুর রহমান) ।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে