সুনামগঞ্জ প্রতিনিধি
একুশে পদকপ্রাপ্ত বাউলসম্রাট শাহ আবদুল করিমের ১০৬তম জন্মবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জের দিরাইয়ে শুরু হয়েছে ‘লোক উৎসব’। উপজেলার উজানধল গ্রামের খেলার মাঠে গতকাল মঙ্গলবার দুই দিনব্যাপী এই উৎসব শুরু হয়।
এ সময় আলোচনায় সভায় বাউলসম্রাটের ছেলে শাহ নুর জালালের সভাপতিত্বে বক্তব্য দেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুর রহমান মামুন। লোকজ গবেষকসহ জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা বক্তব্য দেন। আলোচনা সভা শেষে সন্ধ্যার পর শুরু হয় বাউলগানের আসর।
সভায় ক্ষোভ প্রকাশ করে শাহ নুর জালাল বলেন, ‘যে যেভাবে পারছে, আমার বাবার রচিত গানগুলোকে বিকৃত সুরে গাইছে। আমার অনুরোধ, আপনারা বাবার স্মৃতি রক্ষার্থে প্রকৃত সুরে গান গাইবেন।’
তবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা করিম ভক্তরা হতাশা প্রকাশ করেন। তিন বছর ধরে বাউলসম্রাট শাহ পরিষদের নিজস্ব অর্থায়নে এই উৎসব হয়ে আসছে। এর আগে বিভিন্ন বেসরকারি কোম্পানির সহযোগিতায় লোক উৎসব পরিচালিত হতো।
ঢাকা থেকে আসা করিমভক্ত আরিফ হাসান বলেন, ‘শাহ আবদুল করিমের মতো একজন বড় মাপের সাধকের জন্ম ও মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান ক্ষুদ্র পরিসরে হয়। এটা দেখে আমরা হতবাক হয়েছি।’
সরকারের পৃষ্ঠপোষকতা থাকলে শাহ আবদুল করিমের উৎসব আরও জাঁকজমক হবে এমনটাই দাবি এই ভক্তের।
বাউলসম্রাটের জীবদ্দশায় নিজ বাড়িতেই একটি সংগীত বিদ্যালয় করেছিলেন। কিন্তু পৃষ্ঠপোষকতার অভাবে তা এখন প্রায় অন্ধকারে।
এই বাউলের এক শিষ্য বাউল আবদুর রহমান বলেন, ‘শাহ আবদুল করিমের শেষ ইচ্ছা ছিল, তাঁর প্রতিষ্ঠিত সংগীত বিদ্যালয়টিতে শিষ্যরা সংগীতচর্চা করবেন। কিন্তু প্রতিষ্ঠানটি বর্তমানে অন্ধকারে নিমজ্জিত। সরকারি সহযোগিতায় এই প্রতিষ্ঠান পুনরায় চালু হতে পারে।’
একাডেমিক শিক্ষায় শিক্ষিত না হলেও প্রাকৃতিকভাবেই শিক্ষিত সাধক বাউলসম্রাট শাহ আবদুল করিম। তাঁর রচনায় ফুটে উঠেছে সমাজ ও রাষ্ট্রব্যবস্থার কথা, আছে শোষিত, বঞ্চিত, নির্যাতিত মানুষের অধিকারের কথা। একুশে পদকপ্রাপ্ত বাউলসম্রাট শাহ আবদুল করিম তাঁর দর্শন, চিন্তা ও চেতনায় গণমানুষের পক্ষে গানকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন।
এই বাউলের গানগুলো সঠিক সুরে এখন অনেকেই গায় না।
বাউলসম্রাটের জন্মবার্ষিকী উপলক্ষে ২০০৬ সাল থেকে ধল গ্রামবাসীর উদ্যোগে আনুষ্ঠানিকভাবে এই উৎসব শুরু হয়। এর ধারাবাহিকতায় এটি হচ্ছে ১৬তম লোক উৎসব। বাউল করিমের জন্মবার্ষিকী স্মরণে লোক উৎসব ঘিরে উজানধল মাঠে গ্রামীণ মেলা বসেছে। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই উৎসব শেষ হবে আজ বুধবার।
একুশে পদকপ্রাপ্ত বাউলসম্রাট শাহ আবদুল করিমের ১০৬তম জন্মবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জের দিরাইয়ে শুরু হয়েছে ‘লোক উৎসব’। উপজেলার উজানধল গ্রামের খেলার মাঠে গতকাল মঙ্গলবার দুই দিনব্যাপী এই উৎসব শুরু হয়।
এ সময় আলোচনায় সভায় বাউলসম্রাটের ছেলে শাহ নুর জালালের সভাপতিত্বে বক্তব্য দেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুর রহমান মামুন। লোকজ গবেষকসহ জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা বক্তব্য দেন। আলোচনা সভা শেষে সন্ধ্যার পর শুরু হয় বাউলগানের আসর।
সভায় ক্ষোভ প্রকাশ করে শাহ নুর জালাল বলেন, ‘যে যেভাবে পারছে, আমার বাবার রচিত গানগুলোকে বিকৃত সুরে গাইছে। আমার অনুরোধ, আপনারা বাবার স্মৃতি রক্ষার্থে প্রকৃত সুরে গান গাইবেন।’
তবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা করিম ভক্তরা হতাশা প্রকাশ করেন। তিন বছর ধরে বাউলসম্রাট শাহ পরিষদের নিজস্ব অর্থায়নে এই উৎসব হয়ে আসছে। এর আগে বিভিন্ন বেসরকারি কোম্পানির সহযোগিতায় লোক উৎসব পরিচালিত হতো।
ঢাকা থেকে আসা করিমভক্ত আরিফ হাসান বলেন, ‘শাহ আবদুল করিমের মতো একজন বড় মাপের সাধকের জন্ম ও মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান ক্ষুদ্র পরিসরে হয়। এটা দেখে আমরা হতবাক হয়েছি।’
সরকারের পৃষ্ঠপোষকতা থাকলে শাহ আবদুল করিমের উৎসব আরও জাঁকজমক হবে এমনটাই দাবি এই ভক্তের।
বাউলসম্রাটের জীবদ্দশায় নিজ বাড়িতেই একটি সংগীত বিদ্যালয় করেছিলেন। কিন্তু পৃষ্ঠপোষকতার অভাবে তা এখন প্রায় অন্ধকারে।
এই বাউলের এক শিষ্য বাউল আবদুর রহমান বলেন, ‘শাহ আবদুল করিমের শেষ ইচ্ছা ছিল, তাঁর প্রতিষ্ঠিত সংগীত বিদ্যালয়টিতে শিষ্যরা সংগীতচর্চা করবেন। কিন্তু প্রতিষ্ঠানটি বর্তমানে অন্ধকারে নিমজ্জিত। সরকারি সহযোগিতায় এই প্রতিষ্ঠান পুনরায় চালু হতে পারে।’
একাডেমিক শিক্ষায় শিক্ষিত না হলেও প্রাকৃতিকভাবেই শিক্ষিত সাধক বাউলসম্রাট শাহ আবদুল করিম। তাঁর রচনায় ফুটে উঠেছে সমাজ ও রাষ্ট্রব্যবস্থার কথা, আছে শোষিত, বঞ্চিত, নির্যাতিত মানুষের অধিকারের কথা। একুশে পদকপ্রাপ্ত বাউলসম্রাট শাহ আবদুল করিম তাঁর দর্শন, চিন্তা ও চেতনায় গণমানুষের পক্ষে গানকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন।
এই বাউলের গানগুলো সঠিক সুরে এখন অনেকেই গায় না।
বাউলসম্রাটের জন্মবার্ষিকী উপলক্ষে ২০০৬ সাল থেকে ধল গ্রামবাসীর উদ্যোগে আনুষ্ঠানিকভাবে এই উৎসব শুরু হয়। এর ধারাবাহিকতায় এটি হচ্ছে ১৬তম লোক উৎসব। বাউল করিমের জন্মবার্ষিকী স্মরণে লোক উৎসব ঘিরে উজানধল মাঠে গ্রামীণ মেলা বসেছে। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই উৎসব শেষ হবে আজ বুধবার।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে