সাইবার অপরাধের বিরুদ্ধে ‘শিল্প’

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২১, ০৮: ১০
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১৭: ১২

ময়মনসিংহে সাইবার অপরাধের বিরুদ্ধে ‘শিল্প’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে জেলা শিল্পকলা একাডেমি। গত শনিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি হলে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জহিরুল ইসলাম ধ্রুবর উপস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য মো. ইমদাদুল হক সেলিম, কণ্ঠশিল্পী সান্তা রানী পাল ও মিজান বাউলা, আবৃত্তিকার আরিফ হাসান, নৃত্য শিল্পী সাজেদুল হাসান সাজু প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ইমদাদুল হক সেলিম বলেন, দেশের উন্নয়নের স্বার্থে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন অনলাইনে অপরাধের সঙ্গে না জড়ায়। অনলাইন যেন সবাই ভালো কাজে ব্যবহার করে, সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত