করোনা শনাক্ত বাড়ছে চিকিৎসক সংকট

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২২, ০৭: ১৬

বরগুনার পাথরঘাটায় এক মাসের মধ্যে সর্বোচ্চ করোনা শনাক্ত হয়েছে গতকাল সোমবার। পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা যায়, জানুয়ারি মাসে ২৫ জনের করোনা শনাক্ত হলেও মাসের শেষ দিন সোমবার শনাক্ত হয়েছে ৮ জন। যা এক মাসের মধ্যে সর্বোচ্চ শনাক্ত।

এদিকে চিকিৎসক সংকট থাকায় ঠিকমতো চিকিৎসা সেবা দিতে বেগ পোহাতে হচ্ছে। পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা সাইফুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পাথরঘাটা উপজেলার সাধারণ মানুষ টিকা দেওয়ার বিষয়ে আগ্রহী থাকলেও স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে উদাসীন। গত এক মাসে পাথরঘাটায় যে হারে সংক্রমণ হয়েছেন তাঁর থেকে মাসের শেষ সপ্তাহে বেশি আক্রান্ত হয়েছেন। তিনি জানান, এর আগে স্বাস্থ্য কমপ্লেক্সের তিনজন চিকিৎসকও আক্রান্ত হয়েছিলেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, বিভিন্ন রোগের উপসর্গ নিয়ে হাসপাতালে ভিড় জমিয়েছেন রোগীরা। তবে চাহিদা অনুযায়ী চিকিৎসক না থাকায় জরুরি বিভাগের সামনে দীর্ঘ লাইন। চিকিৎসকের আসনটিও শূন্য। অপরদিকে সদ্য করোনা আক্রান্ত রোগীরাও অপেক্ষা করছেন চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য।

জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক জিএম আকবরের আসনে তাঁকে না পেয়ে খোঁজ নিয়ে দেখা যায়, সদ্য জন্ম নেওয়া এক নবজাতককে বাঁচাতে ব্যস্ত তিনি। পরে তাঁর সঙ্গে কথা হলে তিনি জানান, সকাল থেকে একাই দুটি বিভাগের দায়িত্ব পালন করে আসছেন তিনি। একদিকে জরুরি বিভাগের রোগীদের সেবা, অপরদিকে বহির্বিভাগের চিকিৎসা দেওয়া।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার সাইফুল হাসান জানান, পাথরঘাটায় নতুন করে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। অপরদিকে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট রয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত