মুক্তিযোদ্ধাদের বাড়ি গিয়ে স্যালুট, উপহার সিএমপি র

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২১, ০৭: ৩৯
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১২: ০৪

বিজয় দিবসে সম্মান জানাতে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধার বাসায় গিয়ে স্যালুট দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। এ সময় তাঁদের হাতে সিএমপির উপহারসামগ্রীও তুলে দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার নগরীর বিভিন্ন থানা এলাকায় এই উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। সিএমপির ভেরিফাইড ফেসবুক পেজে এই সংক্রান্ত ছবি ও তথ্য দিয়ে বিষয়টি জানানো হয়েছে।

ফেসবুক পোস্টে বলা হয়েছে, সিএমপি কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীরের পক্ষ থেকে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের এসব উপহারসামগ্রী বিতরণ করা হয়। সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) নগরীতে ২০১ জন বীর মুক্তিযোদ্ধার হাতে উপহারসামগ্রী হাতে তুলে দেন।

ফেসবুক পোস্টে একাধিক ছবি যুক্ত করা হয়েছে। একটি ছবিতে একজন ব্যক্তির সামনে দাঁড়িয়ে পুলিশ সদস্যকে স্যালুট প্রদান করতে দেখা গেছে। জানা গেছে, স্যালুট প্রদানকারী ওই পুলিশ সদস্য সিএমপি পুলিশের চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান। স্যালুট পাওয়া ব্যক্তি চান্দগাঁও খরমপাড়া এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা ঝন্টু দাস।

পুলিশের এমন মহৎ উদ্যোগ ইতিমধ্যে প্রশংসা কুড়িয়েছে সিএমপি পুলিশ। ভার্চ্যুয়াল মাধ্যমে অনেকে প্রশংসা করছেন। সিএমপি জনসংযোগ কর্মকর্তা অতিরিক্ত উপকমিশনার শাহাদাত হুসেন রাসেল বলেন, ‘কমিশনার মহোদয়ের নিজ উদ্যোগে এই কার্যক্রমটি হাতে নেওয়া হয়। সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা ঘরে ঘরে গিয়ে মুক্তিযোদ্ধাদের হাতে সিএমপির উপহারসামগ্রী তুলে দিয়েছেন।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত