আজকের পত্রিকা ডেস্ক
নানা আয়োজনে টাঙ্গাইলের বিভিন্ন উপজেলায় গতকাল বৃহস্পতিবার মহান বিজয়ের ৫০ বছর পূর্তি উদ্যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শহীদ মিনারে পুষ্পাঞ্জলি অর্পণ, শোভাযাত্রাসহ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
টাঙ্গাইল: সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ৫০ বার তোপধ্বনির মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে জেলা সদরে শহীদ স্মৃতিস্তম্ভে প্রথমে জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি শহীদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, স্বাস্থ্য বিভাগের পক্ষে সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান, পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন, টাঙ্গাইল প্রেসক্লাবের পক্ষে সভাপতি জাফর আহমেদসহ বিভিন্ন সরকারি বেসরকারি ও শ্রেণি পেশার লোকজন শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
ধনবাড়ী: ধনবাড়ী নওয়াব ইনস্টিটিউশন মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সামিউল হকের সভাপতিত্বে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হারুনার রশীদ হীরা। অন্যদের মধ্য বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামছুল হুদা, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন কালু প্রমুখ। এ ছাড়া উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি, গণমাধ্যমকর্মী, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
মধুপুর: শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা ইয়াসমিন দিবসের কার্যক্রম উদ্বোধন করেন। পরে রাণি ভবানী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা কুচকাওয়াজ, শারীরিক কসরত প্রদর্শন, চিত্রাঙ্কন, রচনা, সংগীত, নৃত্যসহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ের সুবর্ণ জয়ন্তীর আলোচনায় সভাপতিত্ব করেন ইউএনও। অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, মধুপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান খন্দকার শফিউদ্দিন মনি, পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামালসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।
সখীপুর: উপজেলায় সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৫০ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের সূচনা হয়। ভোরে উপজেলার কোকিলা পাবর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, উপজেলা পরিষদ মাঠে পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ স্কাউটস, রোভার স্কাউট, গার্লস গাইড, কাপদল, এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করা হয়। দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। পরে মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও কেন্দ্রীয় মন্দিরে প্রার্থনা করা হয়।
ভূঞাপুর: দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, শহীদ বেদি ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন, শহীদ মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শান্তি কামনায় ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা এবং হাসপাতাল ও এতিমখানায় খাবার পরিবেশন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ইশরাত জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাংসদ ছোট মনির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোছা. নার্গিস বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. মাসুদুল হক মাসুদ প্রমুখ।
মির্জাপুর: সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহীদ মিনারে শহীদ স্মরণে পুষ্পস্তবক অর্পণ, মির্জাপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে শিশু কিশোরদের কুচকাওয়াজ অনুষ্ঠান, মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও বিকেল একই স্থানে প্রধানমন্ত্রীর সঙ্গে কণ্ঠ মিলিয়ে শপথ নিয়েছে মির্জাপুরের সর্বস্তরের জনগণ। এ সময় উপজেলা চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, টাঙ্গাইল-৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীসহ ছাত্র-ছাত্রী বিভিন্ন শ্রেণি পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ গ্রহণ করেন। সন্ধ্যায় একই মাঠে বিজয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কালিহাতী: উপজেলায় দিবসটি উপলক্ষে ৫০ বার তোপধ্বনি, শহীদ মিনার ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় সংগীতের সঙ্গে সঙ্গে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ ছাড়া কুচকাওয়াজ, শরীরচর্চা প্রদর্শনী, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান, পুরস্কার প্রদান, মসজিদ-মন্দিরে বিশেষ প্রার্থনা, হাসপাতাল ও এতিমখানায় খাবার পরিবেশন, মহিলা সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা, প্রীতি ফুটবল ম্যাচ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ও উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোবাশ্বের আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য হাছান ইমাম খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনছার আলী বিকম।
মাভাবিপ্রবি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচির মাধ্যমে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। সকালে জাতীয় পতাকা উত্তোলন ও সম্মান প্রদর্শন, পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচি শুরু করা হয়। এর পর ভাইস-চ্যান্সেলর (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. এ আর এম সোলাইমান ও কোষাধ্যক্ষ ড. মো. সিরাজুল ইসলাম এর নেতৃত্বে ক্যাম্পাসে বিজয় শোভাযাত্রা বের করা হয়। এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন।
নানা আয়োজনে টাঙ্গাইলের বিভিন্ন উপজেলায় গতকাল বৃহস্পতিবার মহান বিজয়ের ৫০ বছর পূর্তি উদ্যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শহীদ মিনারে পুষ্পাঞ্জলি অর্পণ, শোভাযাত্রাসহ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
টাঙ্গাইল: সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ৫০ বার তোপধ্বনির মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে জেলা সদরে শহীদ স্মৃতিস্তম্ভে প্রথমে জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি শহীদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, স্বাস্থ্য বিভাগের পক্ষে সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান, পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন, টাঙ্গাইল প্রেসক্লাবের পক্ষে সভাপতি জাফর আহমেদসহ বিভিন্ন সরকারি বেসরকারি ও শ্রেণি পেশার লোকজন শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
ধনবাড়ী: ধনবাড়ী নওয়াব ইনস্টিটিউশন মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সামিউল হকের সভাপতিত্বে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হারুনার রশীদ হীরা। অন্যদের মধ্য বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামছুল হুদা, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন কালু প্রমুখ। এ ছাড়া উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি, গণমাধ্যমকর্মী, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
মধুপুর: শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা ইয়াসমিন দিবসের কার্যক্রম উদ্বোধন করেন। পরে রাণি ভবানী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা কুচকাওয়াজ, শারীরিক কসরত প্রদর্শন, চিত্রাঙ্কন, রচনা, সংগীত, নৃত্যসহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ের সুবর্ণ জয়ন্তীর আলোচনায় সভাপতিত্ব করেন ইউএনও। অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, মধুপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান খন্দকার শফিউদ্দিন মনি, পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামালসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।
সখীপুর: উপজেলায় সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৫০ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের সূচনা হয়। ভোরে উপজেলার কোকিলা পাবর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, উপজেলা পরিষদ মাঠে পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ স্কাউটস, রোভার স্কাউট, গার্লস গাইড, কাপদল, এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করা হয়। দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। পরে মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও কেন্দ্রীয় মন্দিরে প্রার্থনা করা হয়।
ভূঞাপুর: দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, শহীদ বেদি ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন, শহীদ মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শান্তি কামনায় ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা এবং হাসপাতাল ও এতিমখানায় খাবার পরিবেশন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ইশরাত জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাংসদ ছোট মনির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোছা. নার্গিস বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. মাসুদুল হক মাসুদ প্রমুখ।
মির্জাপুর: সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহীদ মিনারে শহীদ স্মরণে পুষ্পস্তবক অর্পণ, মির্জাপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে শিশু কিশোরদের কুচকাওয়াজ অনুষ্ঠান, মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও বিকেল একই স্থানে প্রধানমন্ত্রীর সঙ্গে কণ্ঠ মিলিয়ে শপথ নিয়েছে মির্জাপুরের সর্বস্তরের জনগণ। এ সময় উপজেলা চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, টাঙ্গাইল-৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীসহ ছাত্র-ছাত্রী বিভিন্ন শ্রেণি পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ গ্রহণ করেন। সন্ধ্যায় একই মাঠে বিজয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কালিহাতী: উপজেলায় দিবসটি উপলক্ষে ৫০ বার তোপধ্বনি, শহীদ মিনার ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় সংগীতের সঙ্গে সঙ্গে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ ছাড়া কুচকাওয়াজ, শরীরচর্চা প্রদর্শনী, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান, পুরস্কার প্রদান, মসজিদ-মন্দিরে বিশেষ প্রার্থনা, হাসপাতাল ও এতিমখানায় খাবার পরিবেশন, মহিলা সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা, প্রীতি ফুটবল ম্যাচ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ও উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোবাশ্বের আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য হাছান ইমাম খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনছার আলী বিকম।
মাভাবিপ্রবি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচির মাধ্যমে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। সকালে জাতীয় পতাকা উত্তোলন ও সম্মান প্রদর্শন, পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচি শুরু করা হয়। এর পর ভাইস-চ্যান্সেলর (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. এ আর এম সোলাইমান ও কোষাধ্যক্ষ ড. মো. সিরাজুল ইসলাম এর নেতৃত্বে ক্যাম্পাসে বিজয় শোভাযাত্রা বের করা হয়। এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে