নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আমদানিনির্ভর দেশ হওয়ায় বাণিজ্য ঘাটতি যেন পিছু ছাড়ছে না। আর ইউক্রেন যুদ্ধের নেতিবাচক প্রভাব পড়ায় ডলারের দাম বেড়েছে। এতে বাণিজ্য ঘাটতি ব্যাপক হারে বেড়ে গেছে। চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) বাণিজ্য ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ২৩০ কোটি ডলার, যা বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১০৩ টাকা হিসাবে) ১ লাখ ২৬ হাজার ৬৯০ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদন অনুযায়ী, গত জুলাই থেকে ডিসেম্বর সময়ে ৩ হাজার ৮১৩ কোটি ডলারের পণ্য আমদানি করা হয়েছে। এর বিপরীতে রপ্তানি হয়েছে ২ হাজার ৫৮৩ কোটি ডলারের পণ্য। সেই হিসাবে বাণিজ্য ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ২৩০ কোটি ডলার। এদিকে ডিসেম্বর শেষে সেবা খাতে দেশ আয় করেছে ৪৫৫ কোটি ডলার। অন্যদিকে সেবা খাতে দেশের ব্যয় হয়েছে ৬৫০ কোটি ডলার। এতে সেবা খাতের ঘাটতি দাঁড়িয়েছে ১৯৫ কোটি ডলার।
এ বিষয়ে জানতে চাইলে বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর বলেন, ‘বাংলাদেশ একটি আমদানিনির্ভর দেশ। এখানে বাণিজ্য ঘাটতি থাকা স্বাভাবিক। আর ডলারের দাম বাড়ায় বাণিজ্য ঘাটতিতে উল্লম্ফন হয়েছে। এভাবে হঠাৎ করে বেড়ে গেলে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ে। তাই ডলার সাশ্রয়ে আমদানিতে কড়াকড়ি আরোপ করেছে সরকার। এতে আমদানি ব্যয় কমেছে। পাশাপাশি রপ্তানি আয় ও রেমিট্যান্সে ভালো প্রবৃদ্ধি দেখা দিয়েছে। এ অবস্থা চলতে থাকলে সামনে বাণিজ্য ঘাটতি নিয়ে ভালো একটা ফল আশা করা যায়, তবে নেতিবাচক হওয়ার আশঙ্কা নেই।’
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক বলেন, ‘আমদানি পণ্যের মূল্যবৃদ্ধিতে ডলারের সংকট সৃষ্টি হয়েছে। এ জন্য ডলার সাশ্রয়ে নানা উদ্যোগ নিয়েছে সরকার ও কেন্দ্রীয় ব্যাংক। বিশেষ করে আমদানিতে কড়াকড়ি আরোপ করায় আমদানি ব্যয় উল্লেখযোগ্য হারে কমেছে। পাশাপাশি রপ্তানি আয় ও রেমিট্যান্সে ভালো প্রবৃদ্ধি দেখা দিয়েছে। সামনের মাসগুলোতে বাণিজ্য ঘাটতি নিয়ে ভালো একটা ফল আশা করা যায়।’
আমদানিনির্ভর দেশ হওয়ায় বাণিজ্য ঘাটতি যেন পিছু ছাড়ছে না। আর ইউক্রেন যুদ্ধের নেতিবাচক প্রভাব পড়ায় ডলারের দাম বেড়েছে। এতে বাণিজ্য ঘাটতি ব্যাপক হারে বেড়ে গেছে। চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) বাণিজ্য ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ২৩০ কোটি ডলার, যা বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১০৩ টাকা হিসাবে) ১ লাখ ২৬ হাজার ৬৯০ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদন অনুযায়ী, গত জুলাই থেকে ডিসেম্বর সময়ে ৩ হাজার ৮১৩ কোটি ডলারের পণ্য আমদানি করা হয়েছে। এর বিপরীতে রপ্তানি হয়েছে ২ হাজার ৫৮৩ কোটি ডলারের পণ্য। সেই হিসাবে বাণিজ্য ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ২৩০ কোটি ডলার। এদিকে ডিসেম্বর শেষে সেবা খাতে দেশ আয় করেছে ৪৫৫ কোটি ডলার। অন্যদিকে সেবা খাতে দেশের ব্যয় হয়েছে ৬৫০ কোটি ডলার। এতে সেবা খাতের ঘাটতি দাঁড়িয়েছে ১৯৫ কোটি ডলার।
এ বিষয়ে জানতে চাইলে বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর বলেন, ‘বাংলাদেশ একটি আমদানিনির্ভর দেশ। এখানে বাণিজ্য ঘাটতি থাকা স্বাভাবিক। আর ডলারের দাম বাড়ায় বাণিজ্য ঘাটতিতে উল্লম্ফন হয়েছে। এভাবে হঠাৎ করে বেড়ে গেলে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ে। তাই ডলার সাশ্রয়ে আমদানিতে কড়াকড়ি আরোপ করেছে সরকার। এতে আমদানি ব্যয় কমেছে। পাশাপাশি রপ্তানি আয় ও রেমিট্যান্সে ভালো প্রবৃদ্ধি দেখা দিয়েছে। এ অবস্থা চলতে থাকলে সামনে বাণিজ্য ঘাটতি নিয়ে ভালো একটা ফল আশা করা যায়, তবে নেতিবাচক হওয়ার আশঙ্কা নেই।’
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক বলেন, ‘আমদানি পণ্যের মূল্যবৃদ্ধিতে ডলারের সংকট সৃষ্টি হয়েছে। এ জন্য ডলার সাশ্রয়ে নানা উদ্যোগ নিয়েছে সরকার ও কেন্দ্রীয় ব্যাংক। বিশেষ করে আমদানিতে কড়াকড়ি আরোপ করায় আমদানি ব্যয় উল্লেখযোগ্য হারে কমেছে। পাশাপাশি রপ্তানি আয় ও রেমিট্যান্সে ভালো প্রবৃদ্ধি দেখা দিয়েছে। সামনের মাসগুলোতে বাণিজ্য ঘাটতি নিয়ে ভালো একটা ফল আশা করা যায়।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে