উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি
বিদেশগামী যাত্রীদের ‘চোখ ওঠা’ লক্ষণ প্রকাশের সাত দিনের মধ্যে সম্ভব হলে বিদেশ ভ্রমণ না করার অনুরোধ জানিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিসাসংক্রান্ত জটিলতা এবং জরুরি প্রয়োজনে ‘চোখ ওঠা/কনজাংটিভাইটিস’ রোগে আক্রান্ত যাত্রীরা ভ্রমণ করলে বিএমডিসি রেজিস্টার্ড একজন চক্ষু বিশেষজ্ঞ বা এমবিবিএস ডাক্তারের শরণাপন্ন হতে হবে। সেই সঙ্গে উপযুক্ত প্রেসক্রিপশন, প্রয়োজনীয় ওষুধ ও সানগ্লাস পরে বিমানবন্দরে প্রবেশ করতে হবে। পরবর্তী সময়ে বিমানবন্দরের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা রোগীর অবস্থা পর্যবেক্ষণ এবং ডকুমেন্টস যাচাই করে যাত্রীদের ভ্রমণের ফিটনেস সার্টিফিকেট দেবেন।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ জানান, চোখ ওঠা রোগে আক্রান্ত কেউ বিদেশে যেতে বিমানবন্দরে এলে চিকিৎসকের প্রেসক্রিপশনের সঙ্গে প্রয়োজনীয় সবকিছু দেখাতে হবে। তারপর চোখের অবস্থা দেখে ভ্রমণের জন্য সার্টিফিকেট দেওয়া হবে। আবার চোখের অবস্থা খারাপ থাকলে সার্টিফিকেট দেওয়া হবে না।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহে চোখ ওঠা রোগের কারণে বিদেশে না গিয়ে বিমানবন্দর থেকে অনেককেই ফিরে যেতে হয়েছে। একজন যাত্রী অত্যন্ত সংক্রামক ‘চোখ ওঠা’ রোগে আক্রান্ত হলে ফ্লাইটের অন্য যাত্রীরাও ঝুঁকিতে পড়বেন। এ কারণে বোর্ডিং দেওয়া হতো না। উড়োজাহাজে অনেক যাত্রী থাকেন, কেবিন ক্রুরা থাকেন, তাঁদের সুরক্ষার জন্য এটি করা হয়। এ ছাড়া একই ফ্লাইটে অনেক যাত্রী বিভিন্ন গন্তব্যে যাওয়ায় অন্যান্য দেশের বিমানবন্দর থেকেও নোটিশ এসেছে।
বিদেশগামী যাত্রীদের ‘চোখ ওঠা’ লক্ষণ প্রকাশের সাত দিনের মধ্যে সম্ভব হলে বিদেশ ভ্রমণ না করার অনুরোধ জানিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিসাসংক্রান্ত জটিলতা এবং জরুরি প্রয়োজনে ‘চোখ ওঠা/কনজাংটিভাইটিস’ রোগে আক্রান্ত যাত্রীরা ভ্রমণ করলে বিএমডিসি রেজিস্টার্ড একজন চক্ষু বিশেষজ্ঞ বা এমবিবিএস ডাক্তারের শরণাপন্ন হতে হবে। সেই সঙ্গে উপযুক্ত প্রেসক্রিপশন, প্রয়োজনীয় ওষুধ ও সানগ্লাস পরে বিমানবন্দরে প্রবেশ করতে হবে। পরবর্তী সময়ে বিমানবন্দরের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা রোগীর অবস্থা পর্যবেক্ষণ এবং ডকুমেন্টস যাচাই করে যাত্রীদের ভ্রমণের ফিটনেস সার্টিফিকেট দেবেন।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ জানান, চোখ ওঠা রোগে আক্রান্ত কেউ বিদেশে যেতে বিমানবন্দরে এলে চিকিৎসকের প্রেসক্রিপশনের সঙ্গে প্রয়োজনীয় সবকিছু দেখাতে হবে। তারপর চোখের অবস্থা দেখে ভ্রমণের জন্য সার্টিফিকেট দেওয়া হবে। আবার চোখের অবস্থা খারাপ থাকলে সার্টিফিকেট দেওয়া হবে না।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহে চোখ ওঠা রোগের কারণে বিদেশে না গিয়ে বিমানবন্দর থেকে অনেককেই ফিরে যেতে হয়েছে। একজন যাত্রী অত্যন্ত সংক্রামক ‘চোখ ওঠা’ রোগে আক্রান্ত হলে ফ্লাইটের অন্য যাত্রীরাও ঝুঁকিতে পড়বেন। এ কারণে বোর্ডিং দেওয়া হতো না। উড়োজাহাজে অনেক যাত্রী থাকেন, কেবিন ক্রুরা থাকেন, তাঁদের সুরক্ষার জন্য এটি করা হয়। এ ছাড়া একই ফ্লাইটে অনেক যাত্রী বিভিন্ন গন্তব্যে যাওয়ায় অন্যান্য দেশের বিমানবন্দর থেকেও নোটিশ এসেছে।
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
১৭ ঘণ্টা আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
২০ ঘণ্টা আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৫ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৮ দিন আগে