জসিম উদ্দিন, নীলফামারী
নীলফামারীর ডিমলা ও সৈয়দপুর উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন জমে উঠেছে। ইতিমধ্যে নির্বাচনী এলাকায় সংঘর্ষ, মামলা ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের একে অপরের বিরুদ্ধে হুমকি-ধমকি দেওয়ার অভিযোগ উঠেছে। বেলা ২টা থেকে রাত ৮টা পর্যন্ত ভোটারের বাড়ি বাড়ি প্রার্থী, কর্মী ও সমর্থকদের উপস্থিতি চোখে পড়ার মতো। গ্রামের রাস্তাঘাট, হাটবাজারে ছেয়ে গেছে পোস্টার। প্রার্থীদের উপস্থিতিতে হ্যান্ডমাইক দিয়ে চলছে পাড়ায় পাড়ায় উঠান বৈঠক। তবে নির্বাচনী প্রচারে যেকোনো ধরনের বিশৃঙ্খলা রুখতে নির্বাচনী মাঠে প্রশাসনের টহল অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ প্রশাসন।
ডিমলা ও সৈয়দপুর উপজেলার কয়েকটি নির্বাচনী এলাকা ঘুরে দেখা গেছে, প্রার্থী ও কর্মীরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে ভোটারদের কাছে গিয়ে নিজ নিজ প্রার্থীদের যোগ্যতা ও প্রতিশ্রুতি দিয়ে ভোটারের মন আকৃষ্ট করার চেষ্টা চালাচ্ছেন। হ্যান্ডমাইক ব্যবহার করায় জমে উঠছে উঠান বৈঠকগুলো। সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নে স্বতন্ত্র দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনটি বাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে। পরে উভয় পক্ষ থানায় মামলা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান।
এদিকে ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের নাউতারা বাজারে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সংঘর্ষে স্বতন্ত্র প্রার্থী মোশাররফ হোসেন মিন্টুসহ উভয় পক্ষের ১৫ জন কর্মী আহত হয়। আহতদের ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো মামলা হয়নি বলে জানান ডিমলা থানার ওসি সিরাজুল ইসলাম।
কথা হয় সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী প্রভাষক আব্দুল হাফিজ হাপ্পুর সঙ্গে। তিনি জানান, নির্বাচনী আচরণবিধি মেনে প্রচার চালাচ্ছেন। ভোটারদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন।
তিনি অভিযোগ করে বলেন, ‘প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আব্দুল মোন্নাফ আচরণবিধি উপেক্ষা করে প্রার্থীদের বিরুদ্ধে অশালীন বক্তব্য দিয়ে নির্বাচনী পরিবেশ অস্থিতিশীল করে তুলছেন। এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।’
স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের আব্দুল মোন্নাফ এ প্রসঙ্গে আজকের পত্রিকাকে বলেন, ‘নৌকার বিভিন্ন পথসভা ও উঠান বৈঠকে বক্তারা আনারসের কর্মীদের হুমকি দিচ্ছেন। কর্মীদের বাড়িতে বসে থাকার ভয়ভীতি দেখাচ্ছেন। রিটার্নিং কর্মকর্তার কাছে বিষয়টি মৌখিকভাবে জানিয়েছি। লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।’
ডিমলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের কালিগঞ্জ গ্রামের ভোটার ব্যবসায়ী আমিনুল ইসলাম ও সৈয়দপুরের বাঙ্গালীপুর ইউনিয়নের চড়কপাড়ার কলেজছাত্র মাহিনুর ইসলাম জানান, ভোটের সময় আসলে প্রার্থীরা নানা রকম প্রতিশ্রুতি দেন। ভোটের পর তাঁরা এ সবকিছুই মনে রাখেন না। এবার প্রার্থীদের প্রতিশ্রুতিতে না ভুলে দেখেশুনে ভোট দেবেন বলে জানান তাঁরা।
সৈয়দপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা রবিউল আলম জানান, ‘নির্বাচনী আচরণবিধি ভঙ্গের লিখিত ও মৌখিক অভিযোগ পেয়েছি। অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে।’ একই কথা জানান, ডিমলা উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মাহবুবা আকতার বানু।
উল্লেখ্য, সৈয়দপুরে পাঁচটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৯ জন, সংরক্ষিত নারী সদস্য পড়ে ৬২ জন ও সাধারণ সদস্য পদে ১৮৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ডিমলা উপজেলার সাতটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৪, সংরক্ষিত ৯৬ ও সাধারণ সদস্য পদে ২৫৯ জন প্রার্থী রয়েছেন।
নীলফামারীর ডিমলা ও সৈয়দপুর উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন জমে উঠেছে। ইতিমধ্যে নির্বাচনী এলাকায় সংঘর্ষ, মামলা ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের একে অপরের বিরুদ্ধে হুমকি-ধমকি দেওয়ার অভিযোগ উঠেছে। বেলা ২টা থেকে রাত ৮টা পর্যন্ত ভোটারের বাড়ি বাড়ি প্রার্থী, কর্মী ও সমর্থকদের উপস্থিতি চোখে পড়ার মতো। গ্রামের রাস্তাঘাট, হাটবাজারে ছেয়ে গেছে পোস্টার। প্রার্থীদের উপস্থিতিতে হ্যান্ডমাইক দিয়ে চলছে পাড়ায় পাড়ায় উঠান বৈঠক। তবে নির্বাচনী প্রচারে যেকোনো ধরনের বিশৃঙ্খলা রুখতে নির্বাচনী মাঠে প্রশাসনের টহল অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ প্রশাসন।
ডিমলা ও সৈয়দপুর উপজেলার কয়েকটি নির্বাচনী এলাকা ঘুরে দেখা গেছে, প্রার্থী ও কর্মীরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে ভোটারদের কাছে গিয়ে নিজ নিজ প্রার্থীদের যোগ্যতা ও প্রতিশ্রুতি দিয়ে ভোটারের মন আকৃষ্ট করার চেষ্টা চালাচ্ছেন। হ্যান্ডমাইক ব্যবহার করায় জমে উঠছে উঠান বৈঠকগুলো। সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নে স্বতন্ত্র দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনটি বাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে। পরে উভয় পক্ষ থানায় মামলা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান।
এদিকে ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের নাউতারা বাজারে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সংঘর্ষে স্বতন্ত্র প্রার্থী মোশাররফ হোসেন মিন্টুসহ উভয় পক্ষের ১৫ জন কর্মী আহত হয়। আহতদের ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো মামলা হয়নি বলে জানান ডিমলা থানার ওসি সিরাজুল ইসলাম।
কথা হয় সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী প্রভাষক আব্দুল হাফিজ হাপ্পুর সঙ্গে। তিনি জানান, নির্বাচনী আচরণবিধি মেনে প্রচার চালাচ্ছেন। ভোটারদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন।
তিনি অভিযোগ করে বলেন, ‘প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আব্দুল মোন্নাফ আচরণবিধি উপেক্ষা করে প্রার্থীদের বিরুদ্ধে অশালীন বক্তব্য দিয়ে নির্বাচনী পরিবেশ অস্থিতিশীল করে তুলছেন। এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।’
স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের আব্দুল মোন্নাফ এ প্রসঙ্গে আজকের পত্রিকাকে বলেন, ‘নৌকার বিভিন্ন পথসভা ও উঠান বৈঠকে বক্তারা আনারসের কর্মীদের হুমকি দিচ্ছেন। কর্মীদের বাড়িতে বসে থাকার ভয়ভীতি দেখাচ্ছেন। রিটার্নিং কর্মকর্তার কাছে বিষয়টি মৌখিকভাবে জানিয়েছি। লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।’
ডিমলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের কালিগঞ্জ গ্রামের ভোটার ব্যবসায়ী আমিনুল ইসলাম ও সৈয়দপুরের বাঙ্গালীপুর ইউনিয়নের চড়কপাড়ার কলেজছাত্র মাহিনুর ইসলাম জানান, ভোটের সময় আসলে প্রার্থীরা নানা রকম প্রতিশ্রুতি দেন। ভোটের পর তাঁরা এ সবকিছুই মনে রাখেন না। এবার প্রার্থীদের প্রতিশ্রুতিতে না ভুলে দেখেশুনে ভোট দেবেন বলে জানান তাঁরা।
সৈয়দপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা রবিউল আলম জানান, ‘নির্বাচনী আচরণবিধি ভঙ্গের লিখিত ও মৌখিক অভিযোগ পেয়েছি। অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে।’ একই কথা জানান, ডিমলা উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মাহবুবা আকতার বানু।
উল্লেখ্য, সৈয়দপুরে পাঁচটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৯ জন, সংরক্ষিত নারী সদস্য পড়ে ৬২ জন ও সাধারণ সদস্য পদে ১৮৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ডিমলা উপজেলার সাতটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৪, সংরক্ষিত ৯৬ ও সাধারণ সদস্য পদে ২৫৯ জন প্রার্থী রয়েছেন।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে