কুমিল্লা প্রতিনিধি
ভোজ্য তেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধিতে নিম্ন আয়ের ও মধ্যবিত্ত পরিবারগুলো হাহাকার করছে। এই যখন পরিস্থিতি তখন নগরের বিভিন্ন স্থানে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে ভোজ্য তেল বিক্রির অভিযোগ উঠছে। অসাধু ব্যবসায়ীরা বোতলে মুদ্রিত মূল্য মুছে বেশি দামে সয়াবিন তেল বিক্রি করছেন। এই ধরনের অপরাধ ঠেকাতে গতকাল বৃহস্পতিবার ছদ্মবেশে অভিযানে নামেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা কার্যালয়ের সদস্যরা। এ সময় দুই দোকানি তাঁদের কাছেও বেশি দামে তেল বিক্রি করেন।
এরপরই ভোক্তা অধিদপ্তর কুমিল্লা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম পুলিশ সদস্যদের সহযোগিতায় অভিযান চালান। গতকাল নগরের বাদশা মিয়ার বাজার ও স্টেশন এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় দুটি দোকানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা হয় মূল্য মুছে ফেলা ৩৪ লিটার সয়াবিন তেল।
ভোক্তা অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম জানান, অভিযানে দেখা গেছে, মেসার্স শাহিন এন্টারপ্রাইজে বিভিন্ন কোম্পানির বোতলজাত সয়াবিন তেলের বোতলের গায়ের মূল্য মুছে ইচ্ছেমাফিক দামে বিক্রি করা হচ্ছে। অভিযানে ছদ্মবেশে থাকা এক সদস্যের কাছেও অতিরিক্ত মূল্যে তেল বিক্রি করা হয়। মূল্য তুলে ফেলায় ক্রেতারা তর্ক করেও সুবিধা করতে পারেন না বলে জানা গেছে।
সহকারী পরিচালক আরও জানান, পরে দোকানে তল্লাশি করে দেখা যায়, বিপুল পরিমাণ বোতলজাত সয়াবিন তেলের মুদ্রিত মূল্য মুছে ফেলা হয়েছে। বিষয়টি দোকানদার স্বীকার করেন। ফলে ভোক্তা আইনে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং ৩৪ লিটার তেল জব্দ করা হয়। পরে জব্দ করা তেল নগরীর কাসেমূল উলুম মাদ্রাসার এতিমখানায় দান করা হয়।
অপর দিকে মেসার্স শাহিন স্টোরে দেখা গেছে, মুদ্রিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে সয়াবিন তেল বিক্রি করা হচ্ছে। অভিযানে ছদ্মবেশী সদস্যের কাছেও দোকানি অতিরিক্ত দাম রাখেন। পরে অভিযানে দোকানি বেশি দামে কিনছেন দাবি করলেও স্বপক্ষে কোনো কেনার রসিদ দেখাতে পারেননি। দোকানিকে নিয়ে তাঁর কাছে বিক্রয় করা পরিবেশকের কাছে গেলেও পরিবেশক দাবি করেন, ওই দোকানি তাঁর কাছ থেকে এসব পণ্য কেনেননি। তিনি সব কেনাকাটার রসিদ দেন বলে দাবি করেন। ফলে মেসার্স শাহিন স্টোরকে বেশি দামে তেল বিক্রির অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। এতে জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে।
ভোজ্য তেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধিতে নিম্ন আয়ের ও মধ্যবিত্ত পরিবারগুলো হাহাকার করছে। এই যখন পরিস্থিতি তখন নগরের বিভিন্ন স্থানে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে ভোজ্য তেল বিক্রির অভিযোগ উঠছে। অসাধু ব্যবসায়ীরা বোতলে মুদ্রিত মূল্য মুছে বেশি দামে সয়াবিন তেল বিক্রি করছেন। এই ধরনের অপরাধ ঠেকাতে গতকাল বৃহস্পতিবার ছদ্মবেশে অভিযানে নামেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা কার্যালয়ের সদস্যরা। এ সময় দুই দোকানি তাঁদের কাছেও বেশি দামে তেল বিক্রি করেন।
এরপরই ভোক্তা অধিদপ্তর কুমিল্লা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম পুলিশ সদস্যদের সহযোগিতায় অভিযান চালান। গতকাল নগরের বাদশা মিয়ার বাজার ও স্টেশন এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় দুটি দোকানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা হয় মূল্য মুছে ফেলা ৩৪ লিটার সয়াবিন তেল।
ভোক্তা অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম জানান, অভিযানে দেখা গেছে, মেসার্স শাহিন এন্টারপ্রাইজে বিভিন্ন কোম্পানির বোতলজাত সয়াবিন তেলের বোতলের গায়ের মূল্য মুছে ইচ্ছেমাফিক দামে বিক্রি করা হচ্ছে। অভিযানে ছদ্মবেশে থাকা এক সদস্যের কাছেও অতিরিক্ত মূল্যে তেল বিক্রি করা হয়। মূল্য তুলে ফেলায় ক্রেতারা তর্ক করেও সুবিধা করতে পারেন না বলে জানা গেছে।
সহকারী পরিচালক আরও জানান, পরে দোকানে তল্লাশি করে দেখা যায়, বিপুল পরিমাণ বোতলজাত সয়াবিন তেলের মুদ্রিত মূল্য মুছে ফেলা হয়েছে। বিষয়টি দোকানদার স্বীকার করেন। ফলে ভোক্তা আইনে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং ৩৪ লিটার তেল জব্দ করা হয়। পরে জব্দ করা তেল নগরীর কাসেমূল উলুম মাদ্রাসার এতিমখানায় দান করা হয়।
অপর দিকে মেসার্স শাহিন স্টোরে দেখা গেছে, মুদ্রিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে সয়াবিন তেল বিক্রি করা হচ্ছে। অভিযানে ছদ্মবেশী সদস্যের কাছেও দোকানি অতিরিক্ত দাম রাখেন। পরে অভিযানে দোকানি বেশি দামে কিনছেন দাবি করলেও স্বপক্ষে কোনো কেনার রসিদ দেখাতে পারেননি। দোকানিকে নিয়ে তাঁর কাছে বিক্রয় করা পরিবেশকের কাছে গেলেও পরিবেশক দাবি করেন, ওই দোকানি তাঁর কাছ থেকে এসব পণ্য কেনেননি। তিনি সব কেনাকাটার রসিদ দেন বলে দাবি করেন। ফলে মেসার্স শাহিন স্টোরকে বেশি দামে তেল বিক্রির অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। এতে জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে