ধানের ভালো দামে বোরো চাষে উৎসাহ কৃষকের

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২২, ১০: ২৮

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার কৃষকেরা শীত উপেক্ষা করে বোরো আবাদ করছেন। দীর্ঘদিন পর ধানের ভালো দাম পাওয়ায় এ মৌসুমে তাঁদের মধ্যে বেশ উৎসাহ দেখা যাচ্ছে। ধানের চারা পরিচর্যা ও জমি প্রস্তুত করতে মাঠে ব্যস্ত সময় পার করছেন উপজেলার কৃষকেরা।

সরেজমিন দেখা গেছে, উপজেলার বিভিন্ন ফসলের মাঠে কেউ জমি চাষ করছেন, কেউ জৈব সার দিতে ব্যস্ত, আবার কেউ সেচের জন্য ড্রেন নির্মাণ কিংবা পাম্পের বা শ্যালো মেশিনের জন্য ঘর তৈরি করছেন। অনেকে জমিতে সেচ দিয়ে ভিজিয়ে রাখছেন। আবার কেউ বীজতলা থেকে ধানের চারা তুলে তা রোপণ করছেন। গত আমন মৌসুমে ধানের ভালো ফলন ও দাম পাওয়ায় কৃষকেরা এবার বোরো আবাদে ঝুঁকেছেন।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বছরে গোমস্তাপুর উপজেলায় ১৫ হাজার ৭২০ হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত বছরের তুলনায় এবার ৮৭০ হেক্টর জমিতে লক্ষ্যমাত্রা বেশি ধরা হয়েছে। এর মধ্যে উফশী জাতের বোরো ধান ১৪ হাজার ২২০ হেক্টর, হাইব্রিড জাতের ধান ১ হাজার ৫০০ হেক্টর জমিতে। এ পর্যন্ত ২ হাজার ১২০ হেক্টর জমিতে বোরো ধানের চারা রোপণ করা হয়েছে।

উপজেলার রহনপুর ইউনিয়নের বংপুর গ্রামের কৃষক কলিমুদ্দিন বলেন, গত বছর আমন চাষ করে লাভবান হয়েছেন তিনি। তাই এবারও সে আশায় চার বিঘা জমিতে বোরো ধান রোপণের জন্য জমি প্রস্তুত করেছেন।

শ্রমিক লীলাবতী বলেন, ‘সকালে ঠান্ডার মধ্যে ধান লাগাতে একটু কষ্ট হচ্ছে।’

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সীমা কর্মকার বলেন, জমিতে লাইন করে ধান রোপণ করার জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া ধানের চারা একটু বড় হলে জমিতে ১০ হাত অন্তর লাঠি পুঁতে রাখার জন্য কৃষকদের বলা হয়েছে। এতে করে পোকার আক্রমণ থেকে ধানের চারা রক্ষা পাবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচের রেকর্ড ভাঙল ১৪ বছর পর

৩ মাসে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে ৭৩ হাজার ৫০০ কোটি টাকা

যানজটে গুলি করে ফেঁসে গেলেন জাপার সাবেক এমপি, অস্ত্রসহ আটক

শোরুম উদ্বোধন করতে গিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পরীমনি, কী ঘটেছিল সেখানে

এয়ারক্র্যাফটে স্বর্ণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত