বিনোদন প্রতিবেদক, ঢাকা
ময়না নিখোঁজ। সবজি বিক্রেতা সবুর মিয়ার কন্যা ময়নাকে খুঁজে পাওয়া যাচ্ছে না সকাল থেকে। এলাকায় মাইকিং করা হচ্ছে। মেয়েকে হারিয়ে সবুর পাগলপ্রায়। মা শিউলি বেগম বারবার মূর্ছা যাচ্ছে। মেয়ের খোঁজে ফকির, মাজার, পানি পড়া—কিছুই বাকি রাখে না শিউলি।
পুলিশের দ্বারস্থ হয় সবুর-শিউলি দম্পতি। তবু খোঁজ মেলে না ময়নার। উল্টো পুলিশ কর্মকর্তা মোসলে উদ্দিন নানাভাবে হেনস্তা করে সবুরকে। এমন গল্প নিয়ে সাদাত রাসেল বানিয়েছেন নাটক ‘নিঁখোজ’। সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার এ গল্প দিয়ে অনেক দিন পর নির্মাণে ফিরেছেন সাদাত।
‘ম্যাজিক ও আফ্রোদিতি’, ‘পঙ্খিরাজ’, ‘কে তুমি’, ‘দুষ্টু কুটুম’, ‘রূপকথা’, ‘সমুদ্রের নীল রাত্রি’, ‘প্রণয় এবং রমনী’, ‘সেনোরিতা’সহ অনেক নাটকের এ নির্মাতা ও চিত্রনাট্যকার নিরীক্ষাধর্মী গল্প নিয়ে কাজ করতেই বেশি ভালোবাসেন। নিখোঁজ গল্পেও সে ছাপ থাকবে বলে জানিয়েছেন সাদাত।
নিখোঁজ নাটকে সবুর মিয়া চরিত্রে আছেন মুশফিক ফারহান ও শিউলি চরিত্রে সামিরা খান মাহি। এ ছাড়া বিভিন্ন চরিত্রে দেখা যাবে জয়রাজ, মাহমুদুল ইসলাম মিঠু, সিকদার মুকিত ও পারভেজ সুমনকে। নির্মাতা জানিয়েছেন, গল্পটি প্রাথমিকভাবে সরল মনে হলেও এর গভীরে আছে অনেক স্তর। বড় অঙ্কের ঋণের চাপে পিষ্ট সবুর।
মাঝে মাঝে ব্যবসার পাশাপাশি এক ডেকোরেটরের দোকানে কাজ করে। পাওনাদারের টাকা শোধ করার জন্য একদিন ক্যাশ থেকে অনেক টাকা সরায়। ধরা খেয়ে উপর্যুপরি প্রহারের শিকার হয়। ঋণ থেকে মুক্ত হওয়ার জন্য সবুর ও শিউলি নানা ধরনের পরিকল্পনা করতে থাকে।
নির্মাতা সাদাত রাসেল বলেন, ‘সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে নাটকটি। এটা আসলে সারভাইভাল স্টোরি, আবার কিছুটা সাইকোপ্যাথ। এ গল্পে উঠে আসবে পুঁজিবাদ কীভাবে মানুষকে সাইকোপ্যাথ করে দেয়। বেঁচে থাকাই এখন যুদ্ধ, বেঁচে থাকার জন্য মানুষ যেকোনোভাবেই হোক অর্থ উপার্জনে উৎসাহিত।
সম্মান, ভালো-মন্দ, অসততা কোনো ইস্যুই নয়। যার কাছে অর্থ আছে, সে-ই এখন সম্মানিত। নিরীক্ষাধর্মী গল্পটি তুলে আনার জন্য ফারহান ও মাহি দুর্দান্ত ডেডিকেটেড ছিল।’ নির্মাতা জানিয়েছেন, দীপ্ত টিভির ঈদের অনুষ্ঠানে প্রচারিত হবে নিখোঁজ নাটকটি।
ময়না নিখোঁজ। সবজি বিক্রেতা সবুর মিয়ার কন্যা ময়নাকে খুঁজে পাওয়া যাচ্ছে না সকাল থেকে। এলাকায় মাইকিং করা হচ্ছে। মেয়েকে হারিয়ে সবুর পাগলপ্রায়। মা শিউলি বেগম বারবার মূর্ছা যাচ্ছে। মেয়ের খোঁজে ফকির, মাজার, পানি পড়া—কিছুই বাকি রাখে না শিউলি।
পুলিশের দ্বারস্থ হয় সবুর-শিউলি দম্পতি। তবু খোঁজ মেলে না ময়নার। উল্টো পুলিশ কর্মকর্তা মোসলে উদ্দিন নানাভাবে হেনস্তা করে সবুরকে। এমন গল্প নিয়ে সাদাত রাসেল বানিয়েছেন নাটক ‘নিঁখোজ’। সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার এ গল্প দিয়ে অনেক দিন পর নির্মাণে ফিরেছেন সাদাত।
‘ম্যাজিক ও আফ্রোদিতি’, ‘পঙ্খিরাজ’, ‘কে তুমি’, ‘দুষ্টু কুটুম’, ‘রূপকথা’, ‘সমুদ্রের নীল রাত্রি’, ‘প্রণয় এবং রমনী’, ‘সেনোরিতা’সহ অনেক নাটকের এ নির্মাতা ও চিত্রনাট্যকার নিরীক্ষাধর্মী গল্প নিয়ে কাজ করতেই বেশি ভালোবাসেন। নিখোঁজ গল্পেও সে ছাপ থাকবে বলে জানিয়েছেন সাদাত।
নিখোঁজ নাটকে সবুর মিয়া চরিত্রে আছেন মুশফিক ফারহান ও শিউলি চরিত্রে সামিরা খান মাহি। এ ছাড়া বিভিন্ন চরিত্রে দেখা যাবে জয়রাজ, মাহমুদুল ইসলাম মিঠু, সিকদার মুকিত ও পারভেজ সুমনকে। নির্মাতা জানিয়েছেন, গল্পটি প্রাথমিকভাবে সরল মনে হলেও এর গভীরে আছে অনেক স্তর। বড় অঙ্কের ঋণের চাপে পিষ্ট সবুর।
মাঝে মাঝে ব্যবসার পাশাপাশি এক ডেকোরেটরের দোকানে কাজ করে। পাওনাদারের টাকা শোধ করার জন্য একদিন ক্যাশ থেকে অনেক টাকা সরায়। ধরা খেয়ে উপর্যুপরি প্রহারের শিকার হয়। ঋণ থেকে মুক্ত হওয়ার জন্য সবুর ও শিউলি নানা ধরনের পরিকল্পনা করতে থাকে।
নির্মাতা সাদাত রাসেল বলেন, ‘সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে নাটকটি। এটা আসলে সারভাইভাল স্টোরি, আবার কিছুটা সাইকোপ্যাথ। এ গল্পে উঠে আসবে পুঁজিবাদ কীভাবে মানুষকে সাইকোপ্যাথ করে দেয়। বেঁচে থাকাই এখন যুদ্ধ, বেঁচে থাকার জন্য মানুষ যেকোনোভাবেই হোক অর্থ উপার্জনে উৎসাহিত।
সম্মান, ভালো-মন্দ, অসততা কোনো ইস্যুই নয়। যার কাছে অর্থ আছে, সে-ই এখন সম্মানিত। নিরীক্ষাধর্মী গল্পটি তুলে আনার জন্য ফারহান ও মাহি দুর্দান্ত ডেডিকেটেড ছিল।’ নির্মাতা জানিয়েছেন, দীপ্ত টিভির ঈদের অনুষ্ঠানে প্রচারিত হবে নিখোঁজ নাটকটি।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে