শাহরিয়ার হাসান, ঢাকা
সবার হাতে চায়নিজ রাইফেল, পরনে মেরুন রঙের টি-শার্ট ও খাকি প্যান্ট। চোখে কালো চশমা। একসঙ্গে ১৫ জন শহরের প্রধান সড়ক ধরে হেঁটে চলেছেন। দেখে বোঝার উপায় নেই, তাঁরা কারা।
সামাজিক যোগাযোগমাধ্যমে এমন ছবি ও ভিডিও ভাইরালের পর রাজবাড়ী জেলা পুলিশের কর্মকর্তারা বলছেন, তাঁরা জেলা পুলিশের সদস্য। কেউ সহকারী উপপরিদর্শক (এএসআই), কেউ কনস্টেবল। আসন্ন নির্বাচন সামনে রেখে নাশকতা প্রতিরোধে তাঁদের প্রস্তুত করা হয়েছে। শহরে অপতৎপরতা ও সহিংসতা রুখতে কাজ করবেন এই সদস্যরা।
কিন্তু পুলিশ সদস্যরা এমন পোশাক কোথায় পেলেন? তা ছাড়া পুলিশ পোশাক বিধিমালা, ২০০৪-এর জেলা পুলিশের কোনো ইউনিটে এমন পোশাক পরার কথা উল্লেখ নেই। জেলা পুলিশের সুপার জি এম আবুল কালাম আজাদ অবশ্য আজকের পত্রিকাকে সহজভাবেই বললেন, ‘একটু আকর্ষণীয় করতে ও নাশকতাকারীদের নজরে আনতে এমন পোশাক দেওয়া হয়েছে। এটা ডিবি ও সিআইডির মতোই সিভিল পোশাক।’
জেলা পুলিশের এমন পোশাকের বিষয়ে পুলিশ সদর দপ্তর জানে কি না? এমন প্রশ্নের পুলিশ সুপার বললেন, সদর দপ্তর কিছু জানে না। যেহেতু বিষয়টি নিয়ে আলোচনা চলছে, তাই এই পোশাক বাদ দেবেন।
রাজবাড়ী জেলা পুলিশ সূত্র বলছে, গত বৃহস্পতিবার রাজবাড়ীতে স্পেশাল টাস্কিং গ্রুপ (এসটিজি) নামের পুলিশের একটি বিশেষ দল গঠন করা হয়। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নাশকতা প্রতিরোধ ও নাশকতাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য দলটি গঠন করা হয়েছে। সেদিন ৩০ সদস্যের বিশেষ এমন দুটি দলের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার পর স্পেশাল টাস্কিং গ্রুপের সদস্যরা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
সূত্র বলছে, শহরে ঘুরে বেড়ানো একটি দলের নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম। সবার হাতে ছিল আধুনিক অস্ত্র। প্রথম দিনেই শহরে পুলিশের এমন ইউনিটের ছবি ও ভিডিও আলোচনা তৈরি করে। পরে ধীরে ধীরে অনেকেই বিষয়টি নিয়ে কথা বলতে থাকেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা-সমালোচনা শুরু হয়।
জেলা পুলিশের এমন ইউনিট সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করলে পুলিশ সদর দপ্তরের মুখপাত্রের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকি শুভ্র আজকের পত্রিকাকে বলেন, জেলা পুলিশের কুইক রেসপন্স টিম রয়েছে। তারা যেকোনো জরুরি পরিস্থিতিতে কাজ করার জন্য ২৪ ঘণ্টা প্রস্তুত থাকে। তবে তাদের জন্য আলাদা কোনো পোশাক নেই। নিজেদের মতো বানিয়ে পরারও সুযোগ নেই। তারা নিয়মিত পোশাক বা ডিবির মতো সিভিল পোশাক পরতে পারে।
সবার হাতে চায়নিজ রাইফেল, পরনে মেরুন রঙের টি-শার্ট ও খাকি প্যান্ট। চোখে কালো চশমা। একসঙ্গে ১৫ জন শহরের প্রধান সড়ক ধরে হেঁটে চলেছেন। দেখে বোঝার উপায় নেই, তাঁরা কারা।
সামাজিক যোগাযোগমাধ্যমে এমন ছবি ও ভিডিও ভাইরালের পর রাজবাড়ী জেলা পুলিশের কর্মকর্তারা বলছেন, তাঁরা জেলা পুলিশের সদস্য। কেউ সহকারী উপপরিদর্শক (এএসআই), কেউ কনস্টেবল। আসন্ন নির্বাচন সামনে রেখে নাশকতা প্রতিরোধে তাঁদের প্রস্তুত করা হয়েছে। শহরে অপতৎপরতা ও সহিংসতা রুখতে কাজ করবেন এই সদস্যরা।
কিন্তু পুলিশ সদস্যরা এমন পোশাক কোথায় পেলেন? তা ছাড়া পুলিশ পোশাক বিধিমালা, ২০০৪-এর জেলা পুলিশের কোনো ইউনিটে এমন পোশাক পরার কথা উল্লেখ নেই। জেলা পুলিশের সুপার জি এম আবুল কালাম আজাদ অবশ্য আজকের পত্রিকাকে সহজভাবেই বললেন, ‘একটু আকর্ষণীয় করতে ও নাশকতাকারীদের নজরে আনতে এমন পোশাক দেওয়া হয়েছে। এটা ডিবি ও সিআইডির মতোই সিভিল পোশাক।’
জেলা পুলিশের এমন পোশাকের বিষয়ে পুলিশ সদর দপ্তর জানে কি না? এমন প্রশ্নের পুলিশ সুপার বললেন, সদর দপ্তর কিছু জানে না। যেহেতু বিষয়টি নিয়ে আলোচনা চলছে, তাই এই পোশাক বাদ দেবেন।
রাজবাড়ী জেলা পুলিশ সূত্র বলছে, গত বৃহস্পতিবার রাজবাড়ীতে স্পেশাল টাস্কিং গ্রুপ (এসটিজি) নামের পুলিশের একটি বিশেষ দল গঠন করা হয়। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নাশকতা প্রতিরোধ ও নাশকতাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য দলটি গঠন করা হয়েছে। সেদিন ৩০ সদস্যের বিশেষ এমন দুটি দলের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার পর স্পেশাল টাস্কিং গ্রুপের সদস্যরা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
সূত্র বলছে, শহরে ঘুরে বেড়ানো একটি দলের নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম। সবার হাতে ছিল আধুনিক অস্ত্র। প্রথম দিনেই শহরে পুলিশের এমন ইউনিটের ছবি ও ভিডিও আলোচনা তৈরি করে। পরে ধীরে ধীরে অনেকেই বিষয়টি নিয়ে কথা বলতে থাকেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা-সমালোচনা শুরু হয়।
জেলা পুলিশের এমন ইউনিট সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করলে পুলিশ সদর দপ্তরের মুখপাত্রের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকি শুভ্র আজকের পত্রিকাকে বলেন, জেলা পুলিশের কুইক রেসপন্স টিম রয়েছে। তারা যেকোনো জরুরি পরিস্থিতিতে কাজ করার জন্য ২৪ ঘণ্টা প্রস্তুত থাকে। তবে তাদের জন্য আলাদা কোনো পোশাক নেই। নিজেদের মতো বানিয়ে পরারও সুযোগ নেই। তারা নিয়মিত পোশাক বা ডিবির মতো সিভিল পোশাক পরতে পারে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে