রাজশাহী প্রতিনিধি
চাহিদামতো ট্রেনের টিকিট না দেওয়ায় রেলওয়ের এক কর্মচারী রাজশাহী রেলস্টেশনের কর্মকর্তাদের অশ্রাব্য ভাষায় গালাগাল করেছেন। স্টেশন ব্যবস্থাপকের কক্ষে তাঁর সামনেই ওই কর্মচারী গালাগাল করেন। এ সময় শ্রমিক লীগের এক নেতা তাঁর সঙ্গে ছিলেন। গত রোববার রাতের এ ঘটনায় মঙ্গলবার রাতে রাজশাহী রেলওয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
ওই কর্মচারীর নাম দেবব্রত সিনহা দেবু। তিনি পশ্চিম রেলের প্রধান প্রকৌশলীর দপ্তরের উচ্চমান সহকারী। এ ছাড়া তিনি রাজশাহী মহানগর শ্রমিক লীগের নেতা। ঈদ পরবর্তী ট্রেনের টিকিটের চাপের মধ্যেই চাহিদামতো টিকিট না পেয়ে গত রোববার রাতে তিনি নগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ওয়ালী খানকে নিয়ে স্টেশন ব্যবস্থাপকের কক্ষে গিয়ে আস্ফালন দেখিয়েছেন। ওয়ালী খান রেলওয়ে শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটিরও কার্যকরী সভাপতি।
ঘটনার সময়ের একটি ভিডিওচিত্র পাওয়া গেছে। এতে দেখা গেছে, স্টেশন ব্যবস্থাপক আবদুল করিমের সামনেই অশ্রাব্য ভাষা ব্যবহার করছেন দেবব্রত। তিনি বলেন, ‘সকাল থেকে আমি পাঁচবার এসেছি। আমাকে বলল সন্ধ্যার সময় টিকিট দেব।’ এ সময় ওয়ালি খান স্টেশন ব্যবস্থাপককে বলেন, ‘জিএমকে আমার নাম বলবেন যে, ওয়ালি খান এসেছে।’
এ সময় দেবব্রত বলেন, ‘ওই মেহেদী (রেলওয়ে শ্রমিক লীগের নেতা) এসে টিকিট নিয়ে যায়। আর আমরা কি (লেখার অযোগ্য)?’ তখন ওয়ালি বলেন, ‘এখন কি আমরা জিএম সাহেবকে ঘেরাও করব মহানগর শ্রমিক লীগ? আমার ৪২টা ইউনিট। এখনো ৪২টা ইউনিটের সভাপতি আমি। জিএম সবাইকে টিকিট দেবে, আমাদের টিকিট দেবে না এটা তো হতে পারে না। আপনি মোমিনকে (স্টেশনের প্রধান বুকিং সহকারী) ডাকেন...।’
এ ঘটনায় গত মঙ্গলবার স্টেশনের প্রধান বুকিং সহকারী আবদুল মোমিন রাজশাহী রেলওয়ে থানায় জিডি করেছেন।
রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিব-উল-হোসেন বলেন, ‘হুমকি-গালাগালির ঘটনায় থানায় জিডি হয়েছে। আমরা আদালতের অনুমতি নিয়ে এর তদন্ত করব। তারপর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
স্টেশন ব্যবস্থাপকের কক্ষে উত্তেজিত হওয়ার বিষয়ে দেবব্রত সিনহা দেবু বলেন, ‘অসুস্থ রোগীর জন্য একটি টিকিটের দরকার ছিল। তাও দেয়নি। তাই আমি একটু কথা বলেছি।’ ওয়ালী খান বলেন, ‘আমরা সিনিয়র মানুষ। আমাদের টিকিট দেয় না। জিএম খারাপ। খারাপকে খারাপ বলব না?’
এ বিষয়ে জানতে চাইলে প্রধান বুকিং সহকারী আবদুল মোমিন আজকের পত্রিকাকে বলেন, ১৫ জুলাই দেবব্রত বুকিং সার্ভার ঘিরে রেখে বিভিন্ন ট্রেনের ১২টি এসি ও ১২টি শোভন আসনের টিকিট নিয়েছেন। তাঁর চাহিদা ৪০টি টিকিট। এত টিকিট তো দেওয়া সম্ভব না।পশ্চিম রেলের জিএম অসীম কুমার তালুকদার বলেন, ‘দুজনের গালিগালাজ করার ভিডিওটা রেলমন্ত্রী মহোদয়ও দেখেছেন। তিনিও ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেব।’
চাহিদামতো ট্রেনের টিকিট না দেওয়ায় রেলওয়ের এক কর্মচারী রাজশাহী রেলস্টেশনের কর্মকর্তাদের অশ্রাব্য ভাষায় গালাগাল করেছেন। স্টেশন ব্যবস্থাপকের কক্ষে তাঁর সামনেই ওই কর্মচারী গালাগাল করেন। এ সময় শ্রমিক লীগের এক নেতা তাঁর সঙ্গে ছিলেন। গত রোববার রাতের এ ঘটনায় মঙ্গলবার রাতে রাজশাহী রেলওয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
ওই কর্মচারীর নাম দেবব্রত সিনহা দেবু। তিনি পশ্চিম রেলের প্রধান প্রকৌশলীর দপ্তরের উচ্চমান সহকারী। এ ছাড়া তিনি রাজশাহী মহানগর শ্রমিক লীগের নেতা। ঈদ পরবর্তী ট্রেনের টিকিটের চাপের মধ্যেই চাহিদামতো টিকিট না পেয়ে গত রোববার রাতে তিনি নগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ওয়ালী খানকে নিয়ে স্টেশন ব্যবস্থাপকের কক্ষে গিয়ে আস্ফালন দেখিয়েছেন। ওয়ালী খান রেলওয়ে শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটিরও কার্যকরী সভাপতি।
ঘটনার সময়ের একটি ভিডিওচিত্র পাওয়া গেছে। এতে দেখা গেছে, স্টেশন ব্যবস্থাপক আবদুল করিমের সামনেই অশ্রাব্য ভাষা ব্যবহার করছেন দেবব্রত। তিনি বলেন, ‘সকাল থেকে আমি পাঁচবার এসেছি। আমাকে বলল সন্ধ্যার সময় টিকিট দেব।’ এ সময় ওয়ালি খান স্টেশন ব্যবস্থাপককে বলেন, ‘জিএমকে আমার নাম বলবেন যে, ওয়ালি খান এসেছে।’
এ সময় দেবব্রত বলেন, ‘ওই মেহেদী (রেলওয়ে শ্রমিক লীগের নেতা) এসে টিকিট নিয়ে যায়। আর আমরা কি (লেখার অযোগ্য)?’ তখন ওয়ালি বলেন, ‘এখন কি আমরা জিএম সাহেবকে ঘেরাও করব মহানগর শ্রমিক লীগ? আমার ৪২টা ইউনিট। এখনো ৪২টা ইউনিটের সভাপতি আমি। জিএম সবাইকে টিকিট দেবে, আমাদের টিকিট দেবে না এটা তো হতে পারে না। আপনি মোমিনকে (স্টেশনের প্রধান বুকিং সহকারী) ডাকেন...।’
এ ঘটনায় গত মঙ্গলবার স্টেশনের প্রধান বুকিং সহকারী আবদুল মোমিন রাজশাহী রেলওয়ে থানায় জিডি করেছেন।
রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিব-উল-হোসেন বলেন, ‘হুমকি-গালাগালির ঘটনায় থানায় জিডি হয়েছে। আমরা আদালতের অনুমতি নিয়ে এর তদন্ত করব। তারপর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
স্টেশন ব্যবস্থাপকের কক্ষে উত্তেজিত হওয়ার বিষয়ে দেবব্রত সিনহা দেবু বলেন, ‘অসুস্থ রোগীর জন্য একটি টিকিটের দরকার ছিল। তাও দেয়নি। তাই আমি একটু কথা বলেছি।’ ওয়ালী খান বলেন, ‘আমরা সিনিয়র মানুষ। আমাদের টিকিট দেয় না। জিএম খারাপ। খারাপকে খারাপ বলব না?’
এ বিষয়ে জানতে চাইলে প্রধান বুকিং সহকারী আবদুল মোমিন আজকের পত্রিকাকে বলেন, ১৫ জুলাই দেবব্রত বুকিং সার্ভার ঘিরে রেখে বিভিন্ন ট্রেনের ১২টি এসি ও ১২টি শোভন আসনের টিকিট নিয়েছেন। তাঁর চাহিদা ৪০টি টিকিট। এত টিকিট তো দেওয়া সম্ভব না।পশ্চিম রেলের জিএম অসীম কুমার তালুকদার বলেন, ‘দুজনের গালিগালাজ করার ভিডিওটা রেলমন্ত্রী মহোদয়ও দেখেছেন। তিনিও ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেব।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে