ময়মনসিংহ প্রতিনিধি
বোরো আবাদে ব্যস্ত সময় কাটাচ্ছেন ময়মনসিংহের কৃষকেরা। শীত উপেক্ষা করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে কাজ করতে দেখা যায় তাদের। আগের মৌসুমে ধানের প্রত্যাশিত দাম পেয়ে খুশি তাঁরা। তবে আগামী মৌসুমে দাম ভালো পাবেন কি না, তা নিয়ে উদ্বেগ রয়েছে তাঁদের। এ পরিস্থিতিতে ধানের ন্যায্য দাম নিশ্চিতের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, তীব্র শীত উপেক্ষা করে গ্রামে গ্রামে চলছে বোরো আবাদের প্রস্তুতি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে কাজ করতে দেখা গেছে অনেক কৃষককে।
সদর উপজেলার সানাদিয়া গ্রামের কৃষক নজরুল ইসলাম জানান, আবাদের জন্য ৬৬ শতাংশ জমি প্রস্তুত করছেন তিনি। আগের মৌসুমে ধানের ভালো দাম বেশি পেয়ে সবাই খুশি।
আরেক কৃষক মোখলেসুর রহমান বলেন, গত বছর ২৮ কাঠা জমিতে ধান করেছি। ধানের দাম নিয়ে আমরা সন্তুষ্ট। এখন বাজারে ১ হাজার ১০০ টাকা মণ ধান বিক্রি করতে পারছি। এখন খেত প্রস্তুত এবং লাগানো হচ্ছে।
দাম নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসাদুল ইসলাম নামের আরেকজন বলেন, ‘সার ৮০০ টাকা বস্তা। ১৫০ টাকার কীটনাশক তিন কাটা জমিতে দেওয়া যায়। এ বছর ২১ কাঠা জমিতে ধান চাষ করব। ধানের দাম যা নির্ধারিত আছে, তা অব্যাহত থাকলেই খুশি।’
এই কৃষক বলেন, ‘এক সময় সার লাইন ধরে আনতে হতো। এখন সব জায়গায় সার পাওয়া যায়। দাম একটু বেশি হলেও সমস্যা হয় না। কারণ, ধানের দামও বেশি।’
এদিকে গ্রামে ধান চাষ বৃদ্ধি পাওয়ায় কর্মসংস্থানের সুযোগ হয়েছে অনেকের। শ্রমিক আনোয়ার হোসেন বলেন, ‘বোরো আবাদ নিয়ে ব্যস্ত সময় পার করছি। শ্রমিকের সংকট থাকায় এলাকায় তাঁদের চাহিদা রয়েছে। এতে সংসারের খরচ চালিয়েও কিছু বাড়তি অর্থ থাকছে।’
ময়মনসিংহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মতিউজ্জামান বলেন, এ বছর ২ লাখ ৬০ হাজার ৩১৫ হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ অঞ্চল ধান চাষের উপযোগী হওয়ায় এবং ভালো দাম পাওয়ায় কৃষকেরা আবাদ বাড়াচ্ছেন। একটা সময় সারের জন্য হাহাকার করলেও এখন সারসহ যাবতীয় উপকরণ সহজলভ্য হয়েছে বলে দাবি করেন তিনি।
বোরো আবাদে ব্যস্ত সময় কাটাচ্ছেন ময়মনসিংহের কৃষকেরা। শীত উপেক্ষা করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে কাজ করতে দেখা যায় তাদের। আগের মৌসুমে ধানের প্রত্যাশিত দাম পেয়ে খুশি তাঁরা। তবে আগামী মৌসুমে দাম ভালো পাবেন কি না, তা নিয়ে উদ্বেগ রয়েছে তাঁদের। এ পরিস্থিতিতে ধানের ন্যায্য দাম নিশ্চিতের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, তীব্র শীত উপেক্ষা করে গ্রামে গ্রামে চলছে বোরো আবাদের প্রস্তুতি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে কাজ করতে দেখা গেছে অনেক কৃষককে।
সদর উপজেলার সানাদিয়া গ্রামের কৃষক নজরুল ইসলাম জানান, আবাদের জন্য ৬৬ শতাংশ জমি প্রস্তুত করছেন তিনি। আগের মৌসুমে ধানের ভালো দাম বেশি পেয়ে সবাই খুশি।
আরেক কৃষক মোখলেসুর রহমান বলেন, গত বছর ২৮ কাঠা জমিতে ধান করেছি। ধানের দাম নিয়ে আমরা সন্তুষ্ট। এখন বাজারে ১ হাজার ১০০ টাকা মণ ধান বিক্রি করতে পারছি। এখন খেত প্রস্তুত এবং লাগানো হচ্ছে।
দাম নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসাদুল ইসলাম নামের আরেকজন বলেন, ‘সার ৮০০ টাকা বস্তা। ১৫০ টাকার কীটনাশক তিন কাটা জমিতে দেওয়া যায়। এ বছর ২১ কাঠা জমিতে ধান চাষ করব। ধানের দাম যা নির্ধারিত আছে, তা অব্যাহত থাকলেই খুশি।’
এই কৃষক বলেন, ‘এক সময় সার লাইন ধরে আনতে হতো। এখন সব জায়গায় সার পাওয়া যায়। দাম একটু বেশি হলেও সমস্যা হয় না। কারণ, ধানের দামও বেশি।’
এদিকে গ্রামে ধান চাষ বৃদ্ধি পাওয়ায় কর্মসংস্থানের সুযোগ হয়েছে অনেকের। শ্রমিক আনোয়ার হোসেন বলেন, ‘বোরো আবাদ নিয়ে ব্যস্ত সময় পার করছি। শ্রমিকের সংকট থাকায় এলাকায় তাঁদের চাহিদা রয়েছে। এতে সংসারের খরচ চালিয়েও কিছু বাড়তি অর্থ থাকছে।’
ময়মনসিংহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মতিউজ্জামান বলেন, এ বছর ২ লাখ ৬০ হাজার ৩১৫ হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ অঞ্চল ধান চাষের উপযোগী হওয়ায় এবং ভালো দাম পাওয়ায় কৃষকেরা আবাদ বাড়াচ্ছেন। একটা সময় সারের জন্য হাহাকার করলেও এখন সারসহ যাবতীয় উপকরণ সহজলভ্য হয়েছে বলে দাবি করেন তিনি।
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
১০ ঘণ্টা আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
১২ ঘণ্টা আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৮ দিন আগে