লঞ্চ থেকে যাত্রীর মালামাল চুরি

ভোলা প্রতিনিধি
প্রকাশ : ১০ নভেম্বর ২০২১, ১০: ২০
আপডেট : ১০ নভেম্বর ২০২১, ১৭: ০৮

লঞ্চের কেবিন থেকে যাত্রীর নগদ প্রায় ৪৫ হাজার টাকা ও ১৫ ভরি স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মালামাল চুরি হয়েছে।

গত সোমবার রাতে ঢাকার সদরঘাটে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ভোলা সদর উপজেলার নাজিউর রহমান ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও ভোলা প্রেসক্লাবের সাবেক সভাপতি এম ফারুকুর রহমান। তিনি জানান, তাঁর অসুস্থ বড় ছেলে সোহেল মাহমুদ, ছোট ছেলে রোমেল মাহমুদ ও স্ত্রীকে নিয়ে গত সোমবার সন্ধ্যায় ঢাকার সদরঘাট থেকে যাত্রীবাহী লঞ্চ এমভি গ্লোরী অব শ্রীনগর লঞ্চের একটি ভিআইপি-২ ও একটি সিঙ্গেল কেবিনে ওঠেন। লঞ্চটি সদরঘাট থেকে ছাড়ার আগ মুহূর্তে সিঙ্গেল কেবিনটি রোমেল মাহমুদ তালাবদ্ধ করে ভিআইপি কেবিনে তাঁর অসুস্থ ভাইকে দেখতে যান। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন কেবিনের লেপতোশক তছনছ করা।

এম ফারুকুর রহমান বলেন, ‘একটি ব্রিফকেজ ও স্ত্রীর ভ্যানিটি ব্যাগ (হাত ব্যাগ) চুরি হয়ে যায়। ওই হাত ব্যাগে সাড়ে ৪ ভরি ওজনের একটি স্বর্ণের হার, একটি হীরার আংটিসহ প্রায় ১৫ ভরি অলঙ্কার, নগদ ৪৫ হাজার টাকা ছিল।’

বিষয়টি সদরঘাট নৌ-পুলিশকে জানানো হয়েছে। তদন্ত চলছে বলে জানান সদরঘাট নৌ পুলিশের ইনচার্জ কাইয়ুম আলী সরদার।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত