লালমোহন (ভোলা) প্রতিনিধি
৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীন হয় বাংলাদেশ। পরাধীনতার শৃঙ্খল ভেঙে বাংলার আকাশে ওড়ে লাল-সবুজের পতাকা। বিজয়ে দিবসে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা ওড়ানো হয়।
অনেকে ব্যক্তিগতভাবে শখ করেও বাসা-বাড়ির ছাদ, মোটরসাইকেল ও গাড়ির সামনে পতাকা লাগান।
স্বাধীনতা দিবস, বিজয় দিবস, মাতৃভাষা দিবস কিংবা জাতীয় শোক দিবসের আগে পতাকা বিক্রি করতে দেখা যায় একশ্রেণির মৌসুমি বিক্রেতাকে। তাঁদেরই একজন মাদারীপুরের খলিল বেপারি। গত মঙ্গলবার সকালে বাঁশের লাঠিতে ছোট-বড় নানা আকৃতির পতাকা ঝুলিয়ে ভোলার লালমোহনের সদর বাজারে তিনি বিক্রি করছিলেন।
এ সময় পতাকা নিয়ে কথা হয় খলিল বেপারির সঙ্গে। তিনি জানান, মাদারীপুরের শিবচর উপজেলা থেকে পতাকা নিয়ে লালমোহনে এসেছেন তিনি। গত ৭ থেকে ৮ বছর ধরে দেশের বিভিন্ন স্থানে গিয়ে পতাকা বিক্রি করতেন তিনি। প্রতিদিন গড়ে দেড় থেকে দুই হাজার টাকার পতাকা বিক্রি করেন তিনি। পতাকা বিক্রিতে প্রত্যাশা অনুযায়ী রোজগার হয়তো হয় না, কিন্তু মনে আনন্দ পান বলে জানান তিনি।
খলিল বেপারি আরও জানান, পরিবারে স্ত্রী ও তিন সন্তান রয়েছে তাঁর। শুধুমাত্র দিবসগুলোকে সামনে রেখেই রেখেই পতাকা বিক্রি করেন তিনি। অন্য সময়ে ইজি বাইক চালিয়ে জীবিকা নির্বাহ করেন।
খলিল বেপারি বলেন, ‘আমি আকার অনুযায়ী পতাকার দাম নেই। ১০ টাকা থেকে শুরু করে ১৫০ টাকা দামের পতাকা রয়েছে আমার কাছে। বাচ্চাদের জন্য তৈরি করা ১০ টাকার পতাকার চাহিদা বেশি। তাদের হাতে লাল সবুজের পতাকা তুলে দিয়ে মনে আমি দারুণ প্রশান্তি পাই।’
এই মৌসুমি পতাকা বিক্রেতা জানান দেশের প্রতি ভালোবাসা থেকে জাতীয় দিবসগুলো কেন্দ্র করে পতাকা বিক্রি করেন তিনি।
৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীন হয় বাংলাদেশ। পরাধীনতার শৃঙ্খল ভেঙে বাংলার আকাশে ওড়ে লাল-সবুজের পতাকা। বিজয়ে দিবসে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা ওড়ানো হয়।
অনেকে ব্যক্তিগতভাবে শখ করেও বাসা-বাড়ির ছাদ, মোটরসাইকেল ও গাড়ির সামনে পতাকা লাগান।
স্বাধীনতা দিবস, বিজয় দিবস, মাতৃভাষা দিবস কিংবা জাতীয় শোক দিবসের আগে পতাকা বিক্রি করতে দেখা যায় একশ্রেণির মৌসুমি বিক্রেতাকে। তাঁদেরই একজন মাদারীপুরের খলিল বেপারি। গত মঙ্গলবার সকালে বাঁশের লাঠিতে ছোট-বড় নানা আকৃতির পতাকা ঝুলিয়ে ভোলার লালমোহনের সদর বাজারে তিনি বিক্রি করছিলেন।
এ সময় পতাকা নিয়ে কথা হয় খলিল বেপারির সঙ্গে। তিনি জানান, মাদারীপুরের শিবচর উপজেলা থেকে পতাকা নিয়ে লালমোহনে এসেছেন তিনি। গত ৭ থেকে ৮ বছর ধরে দেশের বিভিন্ন স্থানে গিয়ে পতাকা বিক্রি করতেন তিনি। প্রতিদিন গড়ে দেড় থেকে দুই হাজার টাকার পতাকা বিক্রি করেন তিনি। পতাকা বিক্রিতে প্রত্যাশা অনুযায়ী রোজগার হয়তো হয় না, কিন্তু মনে আনন্দ পান বলে জানান তিনি।
খলিল বেপারি আরও জানান, পরিবারে স্ত্রী ও তিন সন্তান রয়েছে তাঁর। শুধুমাত্র দিবসগুলোকে সামনে রেখেই রেখেই পতাকা বিক্রি করেন তিনি। অন্য সময়ে ইজি বাইক চালিয়ে জীবিকা নির্বাহ করেন।
খলিল বেপারি বলেন, ‘আমি আকার অনুযায়ী পতাকার দাম নেই। ১০ টাকা থেকে শুরু করে ১৫০ টাকা দামের পতাকা রয়েছে আমার কাছে। বাচ্চাদের জন্য তৈরি করা ১০ টাকার পতাকার চাহিদা বেশি। তাদের হাতে লাল সবুজের পতাকা তুলে দিয়ে মনে আমি দারুণ প্রশান্তি পাই।’
এই মৌসুমি পতাকা বিক্রেতা জানান দেশের প্রতি ভালোবাসা থেকে জাতীয় দিবসগুলো কেন্দ্র করে পতাকা বিক্রি করেন তিনি।
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
৭ ঘণ্টা আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
৯ ঘণ্টা আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৮ দিন আগে