কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
তৃতীয়বারের মতো করোনার টিকা নিয়ে রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম বড়থলি ইউনিয়নে গেছে বিমানবাহিনীর হেলিকপ্টার। জেলার কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের হেলিপ্যাড থেকে গতকাল বৃহস্পতিবার ১০টায় রওনা হয় বিলাইছড়ি উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের ৬ সদস্যের একটি দল। এ ছাড়া এই দলে সেনাবাহিনীর ৩ জন মেডিকেল সদস্য আছেন।
দলে নেতৃত্ব দিচ্ছেন বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা।
বিলাইছড়ির দুর্গম বড়থলি ইউনিয়নে উপজেলা সদর থেকে হেঁটে যেতে কমপক্ষে ৪ দিন লাগে। আবার বান্দরবানের রুমা উপজেলার বগা লেক থেকে হেঁটে যেতে লাগে ২ দিন। বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, এ বার দুর্গম বড়থলি ইউনিয়নের রাইখ্যং লেকের পাশের পুকুরপাড়া এলাকায় টিকা দেওয়া হবে। গণটিকার আওতায় সেখানে সিনোফার্মের প্রথম ডোজ টিকা দেওয়া হবে।
রওনা দেওয়ার আগে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রশ্মি চাকমা বলেন, ‘আমরা দেড় হাজার ডোজ টিকা নিয়ে যাচ্ছি। যথারীতি টিকাদানের পাশাপাশি মোবাইল মেডিকেল ক্যাম্পের আওতায় ওই অঞ্চলে স্বাস্থ্য সেবা দেওয়া হবে।’ আগের মতো এবারও স্বাস্থ্য বিভাগকে সাহায্য করার জন্য রাঙামাটি জেলা প্রশাসন, সেনা ও বিমানবাহিনীকে ধন্যবাদ জানান এই কর্মকর্তা।
বিলাইছড়ি ইউএনও মো. মিজানুর রহমান জানান, ‘গণটিকার আওতায় দেশের সবচেয়ে দুর্গম বড়থলি ইউনিয়নের বড়থলি পাড়ায় গত ১০ আগস্ট প্রথম ডোজ ও গত ১৪ সেপ্টেম্বর দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। পুরো ইউনিয়নকে টিকার আওতায় আনার জন্য ইউনিয়নের অপর প্রান্ত পুকুরপাড়ায় আজ (বৃহস্পতিবার) গণটিকার প্রথম ডোজ প্রদান করব।’ এ জন্য রাঙামাটির সাংসদ দীপংকর তালুকদার, জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, জেলা সিভিল সার্জনসহ বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান।
এদিকে টিকাদান শেষে গতকাল বিকেল ৪টায় কাপ্তাই হেলিপ্যাডে ফেরত আসেন দলটি। এ দিন মোট ১৮৫ জনকে করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে বলে তাঁরা জানান।
তৃতীয়বারের মতো করোনার টিকা নিয়ে রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম বড়থলি ইউনিয়নে গেছে বিমানবাহিনীর হেলিকপ্টার। জেলার কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের হেলিপ্যাড থেকে গতকাল বৃহস্পতিবার ১০টায় রওনা হয় বিলাইছড়ি উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের ৬ সদস্যের একটি দল। এ ছাড়া এই দলে সেনাবাহিনীর ৩ জন মেডিকেল সদস্য আছেন।
দলে নেতৃত্ব দিচ্ছেন বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা।
বিলাইছড়ির দুর্গম বড়থলি ইউনিয়নে উপজেলা সদর থেকে হেঁটে যেতে কমপক্ষে ৪ দিন লাগে। আবার বান্দরবানের রুমা উপজেলার বগা লেক থেকে হেঁটে যেতে লাগে ২ দিন। বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, এ বার দুর্গম বড়থলি ইউনিয়নের রাইখ্যং লেকের পাশের পুকুরপাড়া এলাকায় টিকা দেওয়া হবে। গণটিকার আওতায় সেখানে সিনোফার্মের প্রথম ডোজ টিকা দেওয়া হবে।
রওনা দেওয়ার আগে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রশ্মি চাকমা বলেন, ‘আমরা দেড় হাজার ডোজ টিকা নিয়ে যাচ্ছি। যথারীতি টিকাদানের পাশাপাশি মোবাইল মেডিকেল ক্যাম্পের আওতায় ওই অঞ্চলে স্বাস্থ্য সেবা দেওয়া হবে।’ আগের মতো এবারও স্বাস্থ্য বিভাগকে সাহায্য করার জন্য রাঙামাটি জেলা প্রশাসন, সেনা ও বিমানবাহিনীকে ধন্যবাদ জানান এই কর্মকর্তা।
বিলাইছড়ি ইউএনও মো. মিজানুর রহমান জানান, ‘গণটিকার আওতায় দেশের সবচেয়ে দুর্গম বড়থলি ইউনিয়নের বড়থলি পাড়ায় গত ১০ আগস্ট প্রথম ডোজ ও গত ১৪ সেপ্টেম্বর দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। পুরো ইউনিয়নকে টিকার আওতায় আনার জন্য ইউনিয়নের অপর প্রান্ত পুকুরপাড়ায় আজ (বৃহস্পতিবার) গণটিকার প্রথম ডোজ প্রদান করব।’ এ জন্য রাঙামাটির সাংসদ দীপংকর তালুকদার, জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, জেলা সিভিল সার্জনসহ বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান।
এদিকে টিকাদান শেষে গতকাল বিকেল ৪টায় কাপ্তাই হেলিপ্যাডে ফেরত আসেন দলটি। এ দিন মোট ১৮৫ জনকে করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে বলে তাঁরা জানান।
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
১ দিন আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
১ দিন আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৫ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৯ দিন আগে