নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
দুই দিন আগেও হাসিমুখে কলেজে গিয়েছিলেন সামিহা রুদবা চৌধুরী। বন্ধুদের সঙ্গে বসে দিয়েছিলেন পরীক্ষাও। গতকাল মঙ্গলবার আবারও বন্ধুদের সঙ্গে দেখা হওয়ার কথা ছিল তাঁর। সেটি আর হলো কোথায়। বন্ধুদের সঙ্গে দেখা হবে না আর কোনো দিন।
আচমকা অসুখে যে চিরতরে পৃথিবী থেকেই বিদায় নিয়েছেন রুদবা। বন্ধুরা যখন গতকাল মঙ্গলবার এইচএসসি পরীক্ষার ফরম পূরণে ব্যস্ততময় সময় পার করছেন রুদবা তখন ঘুমিয়ে আছেন খাটিয়ায়। নিশ্চুপ–নিস্তব্ধ শরীরটা ঢাকা সাদা কাফনে।
রুদবা নগরীর হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের (ইংরেজি মাধ্যম) ছাত্রী ছিলেন। এ বছর তাঁর এইচএসসি পরীক্ষায় বসার কথা ছিল। কদিন ধরে জ্বর–সর্দিতে ভুগছিলেন। পরে ডায়রিয়ায়ও আক্রান্ত হন। গত সোমবার অসুখ আরও বাড়ায় চিকিৎসকের কাছে নেওয়া হলে তিনি জানান রুদবার শারীরিক পরিস্থিতি ভালো না। এরপর নগরীর বেসরকারি ন্যাশনাল হাসপাতালে লাইফ সাপোর্টে রেখে তাঁকে চিকিৎসা দেওয়া হয়। সেখান থেকে আর ফেরেনি ১৯ বছরের রুদবা। মঙ্গলবার ভোর পাঁচটায় পাড়ি জমান মৃত্যুর দেশে।
রুদবার বাবা মহসিন চৌধুরী একটি বেসরকারি টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধানের দায়িত্বে আছেন। দুইবার সামলেছেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্বও। সাংবাদিক হিসেবে তাঁকে লিখতে হয়েছে অনেক অকাল মৃত্যুর খবর। সেই মানুষটিকে এবার দেখতে হলো নিজের মেয়ের মৃত্যুও। বড় মেয়ের অকালে ঝরে যাওয়া স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন তিনি। গতকাল দুপুরে নগরীর খলিফাপট্টি বায়তুন নূর জামে মসজিদে মেয়ের জানাজার আগে গলা বুঝে আসে মহসিন চৌধুরীর। গত বছর দুই ভাইকে হারিয়েছেন তিনি। তিন মাস আগের এক মঙ্গলবারে হারিয়েছেন মাকে। এবার মঙ্গলবারে হারালেন আরেক ‘মাকে’। সেই স্মৃতি তুলে ধরে মহসিন চৌধুরী সবার কাছে দোয়া চান।
বাংলাদেশ এলিমেন্টারি স্কুল থেকে এসএসসি পাস করে কলেজে ভর্তি হয়েছিলেন রুদবা। শিক্ষাজীবনের প্রতিটি স্তরেই রেখেছিলেন মেধার সাক্ষর। জেএসসি ও এসএসসি দুটি সব বিষয়ে জিপিএ–৫ পেয়ে উত্তীর্ণ হয়েছিলেন। স্বপ্ন দেখছিলেন এইচএসসি পরীক্ষায়ও সেই ধারাবাহিকতা ধরে রেখে পরের গন্তব্যে পৌঁছার। কিন্তু সেই স্বপ্ন এত তাড়াতাড়ি যে শেষ হয়ে যাবে কে জানত?
এমন একজন সম্ভাবনাময় ছাত্রীর চলে যাওয়া স্বজনদের পাশাপাশি কাঁদিয়েছে তাঁর বন্ধু–শিক্ষকদেরও। শোকস্তব্ধ হয়ে পড়েছেন মহসিন চৌধুরীর সহকর্মীরাও। রুদবার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ এবং চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলামসহ অনেকেই রুদবার রুহের মাগফিরাত কামনা করেন।
দুই দিন আগেও হাসিমুখে কলেজে গিয়েছিলেন সামিহা রুদবা চৌধুরী। বন্ধুদের সঙ্গে বসে দিয়েছিলেন পরীক্ষাও। গতকাল মঙ্গলবার আবারও বন্ধুদের সঙ্গে দেখা হওয়ার কথা ছিল তাঁর। সেটি আর হলো কোথায়। বন্ধুদের সঙ্গে দেখা হবে না আর কোনো দিন।
আচমকা অসুখে যে চিরতরে পৃথিবী থেকেই বিদায় নিয়েছেন রুদবা। বন্ধুরা যখন গতকাল মঙ্গলবার এইচএসসি পরীক্ষার ফরম পূরণে ব্যস্ততময় সময় পার করছেন রুদবা তখন ঘুমিয়ে আছেন খাটিয়ায়। নিশ্চুপ–নিস্তব্ধ শরীরটা ঢাকা সাদা কাফনে।
রুদবা নগরীর হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের (ইংরেজি মাধ্যম) ছাত্রী ছিলেন। এ বছর তাঁর এইচএসসি পরীক্ষায় বসার কথা ছিল। কদিন ধরে জ্বর–সর্দিতে ভুগছিলেন। পরে ডায়রিয়ায়ও আক্রান্ত হন। গত সোমবার অসুখ আরও বাড়ায় চিকিৎসকের কাছে নেওয়া হলে তিনি জানান রুদবার শারীরিক পরিস্থিতি ভালো না। এরপর নগরীর বেসরকারি ন্যাশনাল হাসপাতালে লাইফ সাপোর্টে রেখে তাঁকে চিকিৎসা দেওয়া হয়। সেখান থেকে আর ফেরেনি ১৯ বছরের রুদবা। মঙ্গলবার ভোর পাঁচটায় পাড়ি জমান মৃত্যুর দেশে।
রুদবার বাবা মহসিন চৌধুরী একটি বেসরকারি টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধানের দায়িত্বে আছেন। দুইবার সামলেছেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্বও। সাংবাদিক হিসেবে তাঁকে লিখতে হয়েছে অনেক অকাল মৃত্যুর খবর। সেই মানুষটিকে এবার দেখতে হলো নিজের মেয়ের মৃত্যুও। বড় মেয়ের অকালে ঝরে যাওয়া স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন তিনি। গতকাল দুপুরে নগরীর খলিফাপট্টি বায়তুন নূর জামে মসজিদে মেয়ের জানাজার আগে গলা বুঝে আসে মহসিন চৌধুরীর। গত বছর দুই ভাইকে হারিয়েছেন তিনি। তিন মাস আগের এক মঙ্গলবারে হারিয়েছেন মাকে। এবার মঙ্গলবারে হারালেন আরেক ‘মাকে’। সেই স্মৃতি তুলে ধরে মহসিন চৌধুরী সবার কাছে দোয়া চান।
বাংলাদেশ এলিমেন্টারি স্কুল থেকে এসএসসি পাস করে কলেজে ভর্তি হয়েছিলেন রুদবা। শিক্ষাজীবনের প্রতিটি স্তরেই রেখেছিলেন মেধার সাক্ষর। জেএসসি ও এসএসসি দুটি সব বিষয়ে জিপিএ–৫ পেয়ে উত্তীর্ণ হয়েছিলেন। স্বপ্ন দেখছিলেন এইচএসসি পরীক্ষায়ও সেই ধারাবাহিকতা ধরে রেখে পরের গন্তব্যে পৌঁছার। কিন্তু সেই স্বপ্ন এত তাড়াতাড়ি যে শেষ হয়ে যাবে কে জানত?
এমন একজন সম্ভাবনাময় ছাত্রীর চলে যাওয়া স্বজনদের পাশাপাশি কাঁদিয়েছে তাঁর বন্ধু–শিক্ষকদেরও। শোকস্তব্ধ হয়ে পড়েছেন মহসিন চৌধুরীর সহকর্মীরাও। রুদবার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ এবং চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলামসহ অনেকেই রুদবার রুহের মাগফিরাত কামনা করেন।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে