আরিফুল ইসলাম রিগান, কুড়িগ্রাম
গরুর হাটের পাশে টেইলার্সের দোকান, সেই দোকানে স্থাপন করা হয়েছে করোনাভাইরাসের টিকাদান কেন্দ্র। সেখানে শিক্ষার্থীরা দাঁড়িয়ে আছে টিকা নেওয়ার জন্য। গরুর হাটের কাদাপানি আর দুর্গন্ধ সহ্য করেই তাদের টিকা নিতে হচ্ছে। গত বৃহস্পতিবার এমন দৃশ্য দেখা যায় কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের কর্তিমারী বাজারে।
শিক্ষার্থীদের দাবি, স্কুল কর্তৃপক্ষের নির্দেশে তারা এমন পরিবেশ টিকা নিতে আসতে বাধ্য হয়েছে। গরুর হাটের পাশে টিকাদান কেন্দ্র স্থাপন করায় কাদাপানি আর দুর্গন্ধে তাদের দাঁড়িয়ে থাকাই কষ্টসাধ্য হয়ে পড়েছে।
বৃহস্পতিবার শুরু হওয়া এ কার্যক্রমে টেইলার্সের দোকানের টিকাদান কেন্দ্রে যাদুরচর উচ্চবিদ্যালয় ও যাদুরচর বালিকা উচ্চবিদ্যালয়ের ১ হাজার শিক্ষার্থীর টিকার ব্যবস্থা করা হয়।
টিকা নিতে আসা যাদুরচর বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করে বলে, ‘হাটের মধ্যে পানি জমে আছে। গোবর আর মূত্রের গন্ধের মধ্যে দাঁড়িয়ে টিকা নিতে হচ্ছে। স্কুল থেকে আসতে বলেছে বলেই আমরা বাধ্য হয়ে এসেছি। কিন্তু এই পরিবেশ দেখে মনটা খারাপ হয়ে গেল।’
জানতে চাইলে যাদুরচর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন বলেন, ‘আমাদের এটা অনুন্নত এলাকা। কোথাও এসি নাই। ওই দোকানে এসি ছিল বলে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ওই দোকানে টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে। তবে সেখানে কোনো গোবর-মূত্র ছিল না।’
অস্বাস্থ্যকর পরিবেশের ছবি দেখাতে চাইলে প্রধান শিক্ষক আব্দুল মতিন বলেন, ‘বৃষ্টি হওয়ায় সামান্য কাদাপানি জমেছিল। তবে শিক্ষার্থীরা যেখানে শুকনো পেয়েছে সেখানে দাঁড়িয়েছে।’
রৌমারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইবুল ইসলাম বলেন, ‘যাদুরচরের ওই দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের রৌমারী শহরে আসতে বেশ দূরত্ব অতিক্রম করতে হয়। এ জন্য স্কুল কর্তৃপক্ষের অনুরোধে কর্তিমারী বাজারে টিকাদানের কেন্দ্র করা হয়েছে। ওই টেইলার্সের দোকানে এসি সুবিধা থাকায় সেখানে বুথ করা হয়েছে।’
জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, ‘আমি আসলে ওই টিকাদান কেন্দ্রটি দেখিনি। স্কুল কর্তৃপক্ষ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অনুরোধে ওই বাজারে টিকা দেওয়া হয়েছে।’ এমন অস্বাস্থ্যকর পরিবেশে টিকা দেওয়া কার্যক্রম চলমান রাখবেন কি না, এমন প্রশ্নে এই স্বাস্থ্য কর্মকর্তা জানান, সত্যতা পেলে সেখানে আর টিকাকেন্দ্র দেওয়া হবে না।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই টিকাকেন্দ্রে কোমরভাঙ্গী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদেরও টিকা দেওয়ার কথা রয়েছে।
গরুর হাটের পাশে টেইলার্সের দোকান, সেই দোকানে স্থাপন করা হয়েছে করোনাভাইরাসের টিকাদান কেন্দ্র। সেখানে শিক্ষার্থীরা দাঁড়িয়ে আছে টিকা নেওয়ার জন্য। গরুর হাটের কাদাপানি আর দুর্গন্ধ সহ্য করেই তাদের টিকা নিতে হচ্ছে। গত বৃহস্পতিবার এমন দৃশ্য দেখা যায় কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের কর্তিমারী বাজারে।
শিক্ষার্থীদের দাবি, স্কুল কর্তৃপক্ষের নির্দেশে তারা এমন পরিবেশ টিকা নিতে আসতে বাধ্য হয়েছে। গরুর হাটের পাশে টিকাদান কেন্দ্র স্থাপন করায় কাদাপানি আর দুর্গন্ধে তাদের দাঁড়িয়ে থাকাই কষ্টসাধ্য হয়ে পড়েছে।
বৃহস্পতিবার শুরু হওয়া এ কার্যক্রমে টেইলার্সের দোকানের টিকাদান কেন্দ্রে যাদুরচর উচ্চবিদ্যালয় ও যাদুরচর বালিকা উচ্চবিদ্যালয়ের ১ হাজার শিক্ষার্থীর টিকার ব্যবস্থা করা হয়।
টিকা নিতে আসা যাদুরচর বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করে বলে, ‘হাটের মধ্যে পানি জমে আছে। গোবর আর মূত্রের গন্ধের মধ্যে দাঁড়িয়ে টিকা নিতে হচ্ছে। স্কুল থেকে আসতে বলেছে বলেই আমরা বাধ্য হয়ে এসেছি। কিন্তু এই পরিবেশ দেখে মনটা খারাপ হয়ে গেল।’
জানতে চাইলে যাদুরচর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন বলেন, ‘আমাদের এটা অনুন্নত এলাকা। কোথাও এসি নাই। ওই দোকানে এসি ছিল বলে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ওই দোকানে টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে। তবে সেখানে কোনো গোবর-মূত্র ছিল না।’
অস্বাস্থ্যকর পরিবেশের ছবি দেখাতে চাইলে প্রধান শিক্ষক আব্দুল মতিন বলেন, ‘বৃষ্টি হওয়ায় সামান্য কাদাপানি জমেছিল। তবে শিক্ষার্থীরা যেখানে শুকনো পেয়েছে সেখানে দাঁড়িয়েছে।’
রৌমারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইবুল ইসলাম বলেন, ‘যাদুরচরের ওই দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের রৌমারী শহরে আসতে বেশ দূরত্ব অতিক্রম করতে হয়। এ জন্য স্কুল কর্তৃপক্ষের অনুরোধে কর্তিমারী বাজারে টিকাদানের কেন্দ্র করা হয়েছে। ওই টেইলার্সের দোকানে এসি সুবিধা থাকায় সেখানে বুথ করা হয়েছে।’
জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, ‘আমি আসলে ওই টিকাদান কেন্দ্রটি দেখিনি। স্কুল কর্তৃপক্ষ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অনুরোধে ওই বাজারে টিকা দেওয়া হয়েছে।’ এমন অস্বাস্থ্যকর পরিবেশে টিকা দেওয়া কার্যক্রম চলমান রাখবেন কি না, এমন প্রশ্নে এই স্বাস্থ্য কর্মকর্তা জানান, সত্যতা পেলে সেখানে আর টিকাকেন্দ্র দেওয়া হবে না।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই টিকাকেন্দ্রে কোমরভাঙ্গী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদেরও টিকা দেওয়ার কথা রয়েছে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে