পরশুরাম (ফেনী) প্রতিনিধি
ফেনীর পরশুরাম উপজেলার সীমান্তবর্তী বেশ কয়েকটি চোরাই পথে প্রতিদিন লাখ লাখ টাকার ভারতীয় থ্রিপিস, শাড়িসহ বিভিন্ন কাপড় আসছে। স্থানীয় পুলিশ প্রশাসন ও বিজিবির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে চোরাই পথে আসছে এসব কাপড়। চোরাকারবারিরা এসব কাপড় পরশুরাম, ফেনীসহ চট্টগ্রামের বিভিন্ন পাইকারি বাজারে সরবরাহ করে থাকে।
তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কাপড়ের বিশাল গাইডগুলো স্থানীয় বিজিবির চোখ ফাঁকি দিয়ে আনা সম্ভব না। আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যের সঙ্গে আঁতাত করেই ব্যবসায়ীরা আনছেন ভারতীয় এসব কাপড়।
ঈদের বাজার সামনে রেখে দেশে প্রতিদিন ভারত থেকে বিপুল পরিমাণ শাড়ি, তৈরি পোশাক ও থান কাপড় আসছে। চোরাকারবারিরা একটি সিন্ডিকেট সীমান্তপথ দিয়ে এসব পণ্য আনছেন দেশে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ব্যবসায়ী বলেন ফেনী ও চট্টগ্রাম ছাড়া পরশুরাম বাজারের কয়েকটি দোকানে গোপনে বিক্রি হচ্ছে ভারতীয় শাড়ি।
পরশুরাম উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের নরনীয় সীমান্তপথে সবচেয়ে বেশি ভারতীয় শাড়ি কাপড় আসছে। এ ছাড়া বাঁশপদুয়া সীমান্তপথে প্রতিদিন লাখ লাখ টাকার শাড়ি ও থ্রি-পিস আসছে। নরনীয় ও বাঁশপদুয়া, চিথলিয়ার কয়েকটি সীমান্তপথে এবং বিলোনিয়া সীমান্তপথে শাড়ি চোরাচালানে জড়িত স্থানীয় দুই জনপ্রতিনিধি। উপজেলার নিজকালিকাপুর সীমান্ত দিয়ে ভারত থেকে শাড়ি ও থ্রি-পিস চোরাচালানে জড়িত জামাল প্লাজার এক ব্যবসায়ীও।
এ ছাড়া উপজেলার মির্জানগর ইউনিয়নের সত্যনগর, বীরচন্দ্রনগর, মহেষপুস্করনী, মধুগ্রাম, আশ্রাফপুর সীমান্তপথে প্রতিদিন লাখ লাখ ভারতীয় শাড়ি ও থ্রি-পিস আসছে বলে এলাকাবাসী জানান।
জানা গেছে, ফেনী ও চট্টগ্রামের চোরাকারবারি সিন্ডিকেট সদস্যরা স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারদলীয় নেতাদের আশ্রয়ে এ কাপড়ের ব্যবসা চালিয়ে যাচ্ছেন।
স্থানীয় নেতাদের প্রতি লাখে ৩ হাজার টাকা করে দেওয়া হয়। বিনিময়ে রাস্তা ক্লিয়ার ও ওয়ার্ড ইউনিয়ন এবং উপজেলা সীমান্ত পার করে দেওয়া তাঁদের দায়িত্ব। একটি সংঘবদ্ধ চক্র ভুয়া কাগজপত্র তৈরি করে ভারতীয় কাপড়কে বৈধ দেখিয়ে বাংলাদেশের বিভিন্ন মার্কেটের দোকানে বিপণন করছে।
পরশুরাম পৌর এলাকার একজন কাউন্সিলর নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রতি রাতেই উপজেলার বেশ কয়েকটি সীমান্তপথে এখন ভারতীয় শাড়ি, থ্রি-পিস আসছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরশুরামের বিলোনিয়া সীমান্ত ফাঁড়ির কোম্পানি কমান্ডার সুবেদার আক্কাস আলি বলেন, তাঁর ক্যাম্পের বিজিবির সদস্যরা দিন-রাত সজাগ রয়েছেন। অবৈধ পথে ভারতীয় শাড়ি, থ্রি-পিস আনার চেষ্টা করা হলে, তাঁদের আটক করে মামলা দেওয়া হবে। বিলোনিয়া, তালুকপাড়া, বাউর পাথর সীমান্ত এলাকায় প্রতিদিন পিকআপে করে অবৈধভাবে এসব কাপড় আনা হচ্ছে—গ্রামবাসীর এমন অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে চোরাকারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ভারতীয় শাড়ি, থ্রি-পিস অবৈধভাবে আনার বিষয়টি তিনি শুনেছেন। ভবিষ্যতে এসব অবৈধ চোরাচালান প্রতিরোধে পুলিশ সদস্যদের রাতের টহল আরও জোরদার করা হবে।
পরশুরাম পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল বলেন, অবৈধ পথে ভারতীয় থ্রি-পিস, শাড়িসহ বিভিন্ন ধরনের কাপড় আনার কথা তিনি শুনেছেন। এই বিষয়ে তিনি বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীকে অবৈধ পথে চোরাচালানি বন্ধ করার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
ফেনীর পরশুরাম উপজেলার সীমান্তবর্তী বেশ কয়েকটি চোরাই পথে প্রতিদিন লাখ লাখ টাকার ভারতীয় থ্রিপিস, শাড়িসহ বিভিন্ন কাপড় আসছে। স্থানীয় পুলিশ প্রশাসন ও বিজিবির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে চোরাই পথে আসছে এসব কাপড়। চোরাকারবারিরা এসব কাপড় পরশুরাম, ফেনীসহ চট্টগ্রামের বিভিন্ন পাইকারি বাজারে সরবরাহ করে থাকে।
তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কাপড়ের বিশাল গাইডগুলো স্থানীয় বিজিবির চোখ ফাঁকি দিয়ে আনা সম্ভব না। আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যের সঙ্গে আঁতাত করেই ব্যবসায়ীরা আনছেন ভারতীয় এসব কাপড়।
ঈদের বাজার সামনে রেখে দেশে প্রতিদিন ভারত থেকে বিপুল পরিমাণ শাড়ি, তৈরি পোশাক ও থান কাপড় আসছে। চোরাকারবারিরা একটি সিন্ডিকেট সীমান্তপথ দিয়ে এসব পণ্য আনছেন দেশে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ব্যবসায়ী বলেন ফেনী ও চট্টগ্রাম ছাড়া পরশুরাম বাজারের কয়েকটি দোকানে গোপনে বিক্রি হচ্ছে ভারতীয় শাড়ি।
পরশুরাম উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের নরনীয় সীমান্তপথে সবচেয়ে বেশি ভারতীয় শাড়ি কাপড় আসছে। এ ছাড়া বাঁশপদুয়া সীমান্তপথে প্রতিদিন লাখ লাখ টাকার শাড়ি ও থ্রি-পিস আসছে। নরনীয় ও বাঁশপদুয়া, চিথলিয়ার কয়েকটি সীমান্তপথে এবং বিলোনিয়া সীমান্তপথে শাড়ি চোরাচালানে জড়িত স্থানীয় দুই জনপ্রতিনিধি। উপজেলার নিজকালিকাপুর সীমান্ত দিয়ে ভারত থেকে শাড়ি ও থ্রি-পিস চোরাচালানে জড়িত জামাল প্লাজার এক ব্যবসায়ীও।
এ ছাড়া উপজেলার মির্জানগর ইউনিয়নের সত্যনগর, বীরচন্দ্রনগর, মহেষপুস্করনী, মধুগ্রাম, আশ্রাফপুর সীমান্তপথে প্রতিদিন লাখ লাখ ভারতীয় শাড়ি ও থ্রি-পিস আসছে বলে এলাকাবাসী জানান।
জানা গেছে, ফেনী ও চট্টগ্রামের চোরাকারবারি সিন্ডিকেট সদস্যরা স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারদলীয় নেতাদের আশ্রয়ে এ কাপড়ের ব্যবসা চালিয়ে যাচ্ছেন।
স্থানীয় নেতাদের প্রতি লাখে ৩ হাজার টাকা করে দেওয়া হয়। বিনিময়ে রাস্তা ক্লিয়ার ও ওয়ার্ড ইউনিয়ন এবং উপজেলা সীমান্ত পার করে দেওয়া তাঁদের দায়িত্ব। একটি সংঘবদ্ধ চক্র ভুয়া কাগজপত্র তৈরি করে ভারতীয় কাপড়কে বৈধ দেখিয়ে বাংলাদেশের বিভিন্ন মার্কেটের দোকানে বিপণন করছে।
পরশুরাম পৌর এলাকার একজন কাউন্সিলর নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রতি রাতেই উপজেলার বেশ কয়েকটি সীমান্তপথে এখন ভারতীয় শাড়ি, থ্রি-পিস আসছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরশুরামের বিলোনিয়া সীমান্ত ফাঁড়ির কোম্পানি কমান্ডার সুবেদার আক্কাস আলি বলেন, তাঁর ক্যাম্পের বিজিবির সদস্যরা দিন-রাত সজাগ রয়েছেন। অবৈধ পথে ভারতীয় শাড়ি, থ্রি-পিস আনার চেষ্টা করা হলে, তাঁদের আটক করে মামলা দেওয়া হবে। বিলোনিয়া, তালুকপাড়া, বাউর পাথর সীমান্ত এলাকায় প্রতিদিন পিকআপে করে অবৈধভাবে এসব কাপড় আনা হচ্ছে—গ্রামবাসীর এমন অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে চোরাকারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ভারতীয় শাড়ি, থ্রি-পিস অবৈধভাবে আনার বিষয়টি তিনি শুনেছেন। ভবিষ্যতে এসব অবৈধ চোরাচালান প্রতিরোধে পুলিশ সদস্যদের রাতের টহল আরও জোরদার করা হবে।
পরশুরাম পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল বলেন, অবৈধ পথে ভারতীয় থ্রি-পিস, শাড়িসহ বিভিন্ন ধরনের কাপড় আনার কথা তিনি শুনেছেন। এই বিষয়ে তিনি বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীকে অবৈধ পথে চোরাচালানি বন্ধ করার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে